শিরন্টি ইউনিয়ন
শিরন্টি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে শিরন্টি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৭′২০″ উত্তর ৮৮°৩৪′৫৯″ পূর্ব / ২৫.১২২২২° উত্তর ৮৮.৫৮৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | সাপাহার উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২১ বর্গকিমি (৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৭,৯১০ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
শিরন্টি ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সাপাহার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
সাপাহার উপজেলা সদর থেকে উত্তরে অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই ইউনিয়নের উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা, পশ্চিমে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন , দক্ষিণে সাপাহার ইউনিয়ন ও পূর্বে পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়ন ।
ইতিহাস[সম্পাদনা]
প্রশাসনিক এলাকা[সম্পাদনা]
শিরন্টি ইউনিয়ন ৯টি ওয়ার্ড , ২৪ টি মৌজা ও ৫৪ টি গ্রামের সমন্বয়ে গঠিত।
আয়তন ও জনসংখ্যা[সম্পাদনা]
শিরন্টি ইউনিয়নের আয়তন ২১ বর্গ কি.মি.। বাংলাদেশ সরকারের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এই ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭৯১০ জন।
শিক্ষা[সম্পাদনা]
শিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান শিরন্টি ইউনিয়নে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় , ৮টি উচ্চ বিদ্যাল ও ৮ টি মাদ্রাসা রয়েছে। মাদ্রাসাগুলোর মধ্যে ২টি ফাযিল ( ডিগ্রি ) মাদ্রসা, ২টি আলিম ( ইন্টারমিডিয়েট ) মাদ্রাসা ও ৪ টি দাখিল মাদ্রাসা।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমুহঃ ১। জবই সুফিয়া সিনিয়র ফাজিল মাদরাসা ২। গোপালপুর ফাজিল মাদরাসা ৩। ভিউওইল কলেজ ৪। খন্জনপুর আলিম মাদরাসা ৫। মরাডাঙ্গা ময়না কুড়ি আলিম মাদরাসা ৬। জবই উচ্চ বিদ্যালয়। ৭। বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয় ৮। মরা ডাঙ্গা উচ্চ বিদ্যালয়। ৯। রায়পুর কওমী মাদ্রাসা।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
• ভারত-বাংলাদেশ সীমান্ত • জবাই বিল
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
জনপ্রতিনিধি[সম্পাদনা]
বর্তমান চেয়ারম্যান- মোঃ বোরহান উদ্দিন
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মোঃ মকবুল হোসেন | ১৯৭২ - ১৯৭৭ |
০২ | মোঃ মাহাতাব উদ্দিন আহম্মদ | ১৯৭৭ - ১৯৮৪ |
০৩ | মোঃ ইব্রাহীম হোসেন | ১৯৮৪ - ১৯৯২ |
০৪ | মোঃ আব্দুল বাকী | ১৯৯২ - ২০২২ |
০৫ | মোঃ বোরহান উদ্দিন | ২০২২ - চলমান |
০৬ | ||
০৭ |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "শিরন্টি ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
- ↑ "সাপাহার উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |