তিরনইহাট ইউনিয়ন

স্থানাঙ্ক: ২৬°৩৩′৫৬″ উত্তর ৮৮°২৩′৪″ পূর্ব / ২৬.৫৬৫৫৬° উত্তর ৮৮.৩৮৪৪৪° পূর্ব / 26.56556; 88.38444
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিরনইহাট
ইউনিয়ন
২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদ
তিরনইহাট রংপুর বিভাগ-এ অবস্থিত
তিরনইহাট
তিরনইহাট
তিরনইহাট বাংলাদেশ-এ অবস্থিত
তিরনইহাট
তিরনইহাট
বাংলাদেশে তিরনইহাট ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৩৩′৫৬″ উত্তর ৮৮°২৩′৪″ পূর্ব / ২৬.৫৬৫৫৬° উত্তর ৮৮.৩৮৪৪৪° পূর্ব / 26.56556; 88.38444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাতেঁতুলিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ আলমগীর হোসেন
আয়তন
 • মোট২০.৮২ বর্গকিমি (৮.০৪ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৫,৫৩২
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

তিরনইহাট ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউপি কার্যালয়টি ফকিরপাড়া গ্রামে অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

তিরনইহাট ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানার অধীন। এটি জাতীয় সংসদের ১নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  • রওশন পুর
  • নাজিরাগছ
  • প্রধান পাড়া
  • ইসলাম বাগ
  • গোয়াবাড়ী
  • হাকিম পুর
  • মন্ডল পাড়া
  • বকশি পাড়া
  • সোনাকান্দর
  • যোগীগছ
  • মুনিগছ
  • চুটচুটিয়া গছ
  • ব্রহ্মতোল
  • পিঠা খাওয়া
  • ঠুনঠুনিয়া
  • ডেমগছ
  • ডাংগা পাড়া
  • ফকির পাড়া
  • দগড় বাড়ী
  • তিরনই
  • খয়খাট পাড়া
  • ধামনা গছ
  • ইসলাম পুর
  • বাবুয়ানী

প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ[সম্পাদনা]

জনসংখ্যা[সম্পাদনা]

জনসংখ্যা ২৫,৫৩২ জন।

শিক্ষা[সম্পাদনা]

এই ইউনিয়নে শিক্ষার হার ৭০%।

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

তিরনইহাট ইউনিয়নে ৯টি প্রাথমিক বিদ্যালয়, ২টি উচ্চ বিদ্যালয় ও ১টি ক‌লেজ আছে। এছাড়া এখানে ১টি মাদ্রাসা, ১টি মহিলা মাদ্রাসাসহ এতিমখানা, কিন্ডারগার্ডেন আছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো:

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

তিরনইহাট ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়ক হচ্ছে ঢাকা- বাংলাবান্ধা এন৫ (বাংলাদেশ) জাতীয় মহাসড়ক। ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেল প্রধান বাহন।

পর্যটন[সম্পাদনা]

তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় বিনোদনের জায়গা হচ্ছে রওশনপুর আনন্দধারা। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ পর্যটক ভীড় করেন এর সৌন্দর্য উপভোগ করার জন্য।

তথ্যসূত্র[সম্পাদনা]