ডাক্তার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডাক্তার বাড়ি
ডাক্তার বাড়ি
পরিচালকআজিজুর রহমান
প্রযোজকএনটিভি প্রডাকশন হাউজ
রচয়িতাএটিএম শামসুজ্জামান
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
পরিবেশকজি সিরিজ
মুক্তি১৩ জুলাই ২০০৭
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

ডাক্তার বাড়ি [১] হচ্ছে একটি বাংলাদেশী পারিবারিক হাস্যরসাত্মক চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজিজুর রহমান ও রচনা করেছেন এটিএম শামসুজ্জামান। চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পায় ২০০৭ সালের ১৭ জুলাই। এটি প্রযোজনা করেছে এনটিভি প্রডাকশন হাউজ ও পরিবেশনা করেছে জি সিরিজ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, এটিএম শামসুজ্জামান, অমিত হাসান, জনা, শাবনাজ, ও সালাউদ্দিন লাভলু প্রমুখ।

অভিনয়[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

ডাক্তার বাড়ি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা

সঙ্গীত[সম্পাদনা]

নম্বর শিরোনাম শিল্পী
জন্ম দিনে কান্দে শিশু সৈয়দ আব্দুল হাদী
তোমার প্রেমের মিষ্টি ছোঁয়ায় মনির খানকনকচাঁপা
তোমার আঁচলের এক পাশে এন্ড্রু কিশোরসাবিনা ইয়াসমিন
বেভুলরে ওরে বেভুল মনির খান
ঢেকি নাচে ধাপুর ধুপুর বেবি নাজনীনকনকচাঁপা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. চলচ্চিত্রে আগামী দিনের প্রস্তুতিbdnews24.com। ২০১২-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]