বারাকি বারাক জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বারাকি বারাক জেলা
Baraki Barak District
জেলা
২০০৯ সালে আফগানিস্তানের লগার প্রদেশের বারাকি বারাকের কাছাকাছি মার্কিন সৈন্যবাহিনীর প্রাদেশিক পরামর্শদাতা দলকে সহায়তা করেছিলেন
২০০৯ সালে আফগানিস্তানের লগার প্রদেশের বারাকি বারাকের কাছাকাছি মার্কিন সৈন্যবাহিনীর প্রাদেশিক পরামর্শদাতা দলকে সহায়তা করেছিলেন
বারাকি বারাক জেলা লগার প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
বারাকি বারাক জেলা লগার প্রদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
দেশ আফগানিস্তান
প্রদেশলগার প্রদেশ
সময় অঞ্চলD† (আফগানিস্তান স্ট্যান্ডার্ড সময়) (ইউটিসি+৪:৩০)

বারাকি বারাক জেলা (ফার্সি: ولسوالی برکی برک) আফগানিস্তানের লগার প্রদেশের পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা।[১] ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিম এবং উত্তর-পশ্চিমে ওয়ারদক প্রদেশ, উত্তর-পূর্ব ও পোল-ই-আলম জেলা এবং দক্ষিণে খারওয়ার ও চরখ জেলার সীমানা ঘিরে রেখেছে। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১০১,০০০ জন এর মত।[২] জেলাটির কেন্দ্রীয় অঞ্চলের নাম হচ্ছে বারাকি বারাক - যেটি পূর্বে প্রাদেশিক রাজধানী হিসেবে সমাদৃত ছিল। এটি লগার নদী উপত্যকার জেলার উত্তর অংশে অবস্থান করছে। বারাকি রাজন হচ্ছে এই জেলার আরেকটি গুরুত্বপূর্ণ শহর, যেটি জেলা কেন্দ্র থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Archived copy"। ২০০৯-১২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৩-০৩ 
  2. Ziezulewicz, Geoff. "In a town cited as a success, still a long road ahead" Stars and Stripes. Logar Province. Accessed at: http://www.stripes.com/article.asp?section=104&article=66432
  3. "Operational Update, Nov. 22: Afghan-International Security Forces Kill, Detain Militants in Ghazni, Logar, Kandahar." 22 November 2009. Accessed at: http://www.nato.int/isaf/docu/pressreleases/2009/11/pr091122-xxa.html

বহিঃসংযোগ[সম্পাদনা]