ববিতা অভিনীত চলচ্চিত্রের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফরিদা আক্তার পপি (ববিতা নামে পরিচিত; জন্ম: ৩০ জুলাই, ১৯৫৩) বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক।[১] তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ৭০-৮০-র দশকের অভিনেত্রী ছিলেন। তিনি সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা ২৫০ এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ১৯৭৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। এছাড়া ১৯৮৬ সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী, ১৯৯৭ সালে শ্রেষ্ঠ প্রযোজক এবং ২০০২ ও ২০১২ সালে দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক টীকা সূত্র
১৯৬৮ সংসার নুরুল হক বাচ্চুমুস্তাফা মেহমুদ অভিনীত প্রথম চলচ্চিত্র, শিশু শিল্পী হিসেবে [২]
পীচ ঢালা পথ এহতেশাম শিশু শিল্পী হিসেবে [৩]
১৯৬৯ শেষ পর্যন্ত কেন্দ্রীয় নারী চরিত্রে প্রথম [৪]
১৯৭০ টাকা আনা পাই রিনা বাবুল চৌধুরী [৫]
সন্তান ই আর খান [৬]
১৯৭১ স্বরলিপি মিতা নজরুল ইসলাম [৭]
জলতে সুরজ কে নিচে জহির রায়হান উর্দু চলচ্চিত্র [৮]
১৯৭২ অরুণোদয়ের অগ্নিসাক্ষী রমেনা সুভাষ দত্ত [৯][১০]
মানুষের মন মুস্তাফা মেহমুদ [১১]
ইয়ে করে বিয়ে শোভা ইউসুফ জহির [১২]
১৯৭৩ অশনি সংকেত অনঙ্গ বউ সত্যজিৎ রায় [১৩]
আবার তোরা মানুষ হ রমেনা সুভাষ দত্ত [১৪][১৫]
ধীরে বহে মেঘনা অনিতা গুপ্তা আলমগীর কবির [১৬][১৭]
রাতের পর দিন মোহসীন [১৮]
১৯৭৪ আলোর মিছিল নারায়ণ ঘোষ মিতা [১৯][২০]
শেষ থেকে শুরু মতিউর রহমান পানু [২১]
১৯৭৫ বাঁদী থেকে বেগম চাঁদনী মোহসীন বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার [২২]
লাঠিয়াল বানু নারায়ণ ঘোষ মিতা [২৩]
সংসার সীমান্তে তরুণ মজুমদার টালিউড চলচ্চিত্র [২৪]
১৯৭৬ এক মুঠো ভাত ইবনে মিজান [২৫]
কি যে করি শাহানা চৌধুরী জহিরুল হক [২৬]
নয়নমনি মনি আমজাদ হোসেন বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার [২৭]
বন্দিনী মুশতাক [২৮]
সূর্যগ্রহণ আব্দুস সামাদ [২৯]
১৯৭৭ অনন্ত প্রেম রাজ্জাক [৩০][৩১]
নিশান ইবনে মিজান [৩২]
বসুন্ধরা ছবি সুভাষ দত্ত ইলিয়াস কাঞ্চনের বিপরীতে প্রথম
বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার
[৩৩]
১৯৭৮ অগ্নিশিখা আজিজুর রহমান [৩৪]
আসামী হাজির দেওয়ান নজরুল [৩৫]
গোলাপী এখন ট্রেনে গোলাপী আমজাদ হোসেন [৩৬][৩৭]
ফকির মজনু শাহ দারাশিকো [৩৮]
ডুমুরের ফুল নার্স সুভাষ দত্ত [৩৯]
১৯৭৯ জিঞ্জীর নিনা দিলীপ বিশ্বাস [৪০]
বেলা শেষের গান জীবন চৌধুরী ও নুরুল হক বাচ্চু [৪১]
সুন্দরী সুন্দরী আমজাদ হোসেন [৪২][৪৩]
সূর্য সংগ্রাম আব্দুস সামাদ [৪৪]
১৯৮০ এখনই সময় আবদুল্লাহ আল মামুন [৪৫]
কসাই আমজাদ হোসেন [৪৬]
প্রতিজ্ঞা এ জে মিন্টু [৪৭]
১৯৮১ ভালো মানুষ চাষী নজরুল ইসলাম
জন্ম থেকে জ্বলছি আমজাদ হোসেন [৪৮][৪৯]
নবাবজাদী
১৯৮২ নাত বউ ছটকু আহমেদ [৫০]
বড় বাড়ীর মেয়ে আমজাদ হোসেন ও আব্দুস সামাদ খোকন [৫১]
১৯৮৩ দূরদেশ পিংকি খান্না অমব্রিশ সঙ্গাল [৫২]
নতুন বউ আব্দুল লতিফ বাচ্চু [৫৩][৫৪]
নাগ পূর্ণিমা লাচি মাসুদ পারভেজ [৫৫]
লাইলি মজনু লাইলি ইবনে মিজান [৫৬]
১৯৮৪ পেনশন খুকি রফিকুল বারী চৌধুরী [৫৭]
১৯৮৫ তিন কন্যা ববি শিবলি সাদিক [৫৮][৫৯]
দহন আইভি শেখ নিয়ামত আলী বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাচসাস পুরস্কার [৬০][৬১]
প্রেমিক মঈনুল হোসেন [৬২]
মিস লংকা ইকবাল আখতার [৬৩]
রামের সুমতি নারায়ণী শহীদুল আমিন বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার [৬৪]
সোহেল রানা খসরু নোমান [৬৫]
১৯৮৬ মিস ব্যাংকক ইকবাল আখতার ও নূর উদ্দীন জাহাঙ্গীর [৬৬]
১৯৮৭ চন্ডীদাস ও রজকিনী রজকিনী রফিকুল বারী চৌধুরী [৬৭]
১৯৮৮ আগমন সাজেদা সুভাষ দত্ত [৬৮]
পথে হল দেখা হাফিজ উদ্দীন [৬৯]
১৯৮৯ বিরহ ব্যথা সূর্যমুখী চাষী নজরুল ইসলাম [৭০]
বিরাঙ্গনা সখিনা মতিন রহমান [৭১]
১৯৯১ পদ্মা মেঘনা যমুনা সাজু চাষী নজরুল ইসলাম [৭২]
শ্বশুরবাড়ী আজিজুর রহমান [৭৩]
১৯৯৪ গোলাপী এখন ঢাকায় গোলাপী আমজাদ হোসেন [৭৪]
১৯৯৫ মহামিলন শাহানা মল্লিক দিলীপ সোম [৭৫][৭৬]
১৯৯৬ জীবন সংসার জাকির হোসেন রাজু [৭৭][৭৮]
দিপু নাম্বার টু মিসেস রওশন মোরশেদুল ইসলাম [৭৯]
পোকা মাকড়ের ঘর বসতি আখতারুজ্জামান বিজয়ী বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র [৮০][৮১]
মায়ের অধিকার আশা সিদ্দিকী শিবলি সাদিক [৮২]
স্বপ্নের পৃথিবী সুলতানা বাদল খন্দকার [৮৩]


১। সংসার (কিশোর চরিত্র) - সিনে ওয়ার্কশপ গোষ্ঠী - ১০.০৩.১৯৬৮ - ঈদুল আযহা

২। শেষ পর্যন্ত (রাজ্জাক) - নুরুল হক বাচ্চু - ০৮.০৮.১৯৬৯

৩। পীচ ঢালা পথ (রাজ্জাক) - এহতেশাম - ০৩.০৪.১৯৭০ ৪। টাকা আনা পাই (রাজ্জাক) - বাবুল চৌধুরী - ১৬.১০.১৯৭০

৫। স্বরলিপি (রাজ্জাক) - নজরুল ইসলাম - ০১.০১.১৯৭১

৬। মানুষের মন (রাজ্জাক) - মোস্তফা মেহমুদ - ১৪.০১.১৯৭২ ৭। অরুণোদয়ের অগ্নিসাক্ষী (উজ্জল) - সুভাষ দত্ত - ০৮.১১.১৯৭২ - ঈদুল ফিতর

৮। জীবন তৃষ্ণা (রাজ্জাক) - এইচ আকবর - ১৬.০১.১৯৭৩ - ঈদুল আযহা ৯। ধীরে বহে মেঘনা (হাসু ব্যানার্জী) - আলমগীর কবির - ০৯.০২.১৯৭৩ ১০। প্রিয়তমা (রাজ্জাক) - অশোক ঘোষ - ২৩.০৩.১৯৭৩ ১১। ইয়ে করে বিয়ে (উজ্জল/বুলবুল আহমেদ) - ইউসুফ জহির - ২০.০৪.১৯৭৩ ১২। রাতের পর দিন (ওয়াসীম) - মহসিন - ১১.০৫.১৯৭৩ ১৩। পায়ে চলার পথ (উজ্জল) - মোস্তফা মেহমুদ - ০৬.০৭.১৯৭৩ ১৪। অপবাদ (উজ্জল) - বাবুল চৌধুরী - ০৭.০৯.১৯৭৩ ১৫। শ্লোগান (রাজ্জাক) - কবীর আনোয়ার - ২৩.১১.১৯৭৩ ১৬। আবার তোরা মানুষ হ (ফারুক) - খান আতাউর রহমান - ০৭.১২.১৯৭৩

১৭। আলোর মিছিল (ফারুক) - নারায়ণ ঘোষ মিতা - ২৫.০১.১৯৭৪ ১৮। শনিবারের চিঠি (উজ্জল) - এফ এ ফিল্ম - ০১.০৩.১৯৭৪ ১৯। ভুল যখন ভাঙ্গলো (রাজ্জাক) - রফিকুল বারী চৌধুরী - ২১.০৬.১৯৭৪ ২০। অন্তরালে (জাফর ইকবাল) - সাইফুল আজম কাশেম - ১৮.১০.১৯৭৪ - ঈদুল ফিতর ২১। মামা ভাগ্নে (জাফর ইকবাল) - আকবর কবির পিন্টু - ০৬.১২.১৯৭৪

২২। অপরাধ (উজ্জল) - আজিজুর রহমান - ১৭.০১.১৯৭৫ ২৩। বাঁদি থেকে বেগম (রাজ্জাক) - মহসিন - ২৮.০২.১৯৭৫ ২৪। পরিণতি (জাফর ইকবাল) - এম ইয়াসিন - ১৪.০৩.১৯৭৫ ২৫। আজও ভুলিনি (জাভেদ) - নিয়াজ ইকবাল - ২৮.০৩.১৯৭৫ ২৬। আলো তুমি আলেয়া (রাজ্জাক) - দিলীপ সোম - ১১.০৪.১৯৭৪ ২৭। হারজিৎ (জাফর ইকবাল) - মইনুল হোসেন - ০৮.০৮.১৯৭৫ ২৮। লাঠিয়াল (ফারুক) - নারায়ণ ঘোষ মিতা - ২২.০৮.১৯৭৫ ২৯। জীবন নিয়ে জুয়া (বুলবুল আহমেদ) - শিবলি সাদিক - ২৯.০৮.১৯৭৫ ৩০। কেন এমন হয় (উজ্জল) - অমল বোস - ০৫.১২.১৯৭৫

৩১। এক মুঠো ভাত (জাফর ইকবাল) - ইবনে মিজান - ৩০.০১.১৯৭৬ ৩২। জ্বাল থেকে জ্বালা (আলমগীর) - মোহসীন - ২৬.০৩.১৯৭৬ ৩৩। আকাংখা (রাজ্জাক) - সুভাষ দত্ত - ০২.০৪.১৯৭৬ ৩৪। কি যে করি (রাজ্জাক) - জহিরুল হক - ৩০.০৪.১৯৭৬ ৩৫। বন্দিনী (ওয়াহিদ) - মুশতাক - ১১.০৬.১৯৭৬ ৩৬। নয়নমণি (ফারুক) - আমজাদ হোসেন - ২৫.০৬.১৯৭৬ ৩৭। সূর্যগ্রহণ (জাফর ইকবাল/ফারুক) - এম এ সামাদ - ১৭.১২.১৯৭৬

৩৮। অনন্ত প্রেম (রাজ্জাক) - রাজ্জাক - ১৮.০৩.১৯৭৭ ৩৯। মা (সোহেল রানা) - বাবুল চৌধুরী - ২৭.০৫.১৯৭৭ ৪০। উজ্জ্বল সূর্যের নিচে(ভাষান্তর) (নাদিম) - জহির রায়হান - ০১.০৭.১৯৭৭ ৪১। নিশান (জাভেদ) - ইবনে মিজান - ১৬.০৯.১৯৭৭ - ঈদুল ফিতর ৪২। দম মারো দম (উজ্জল) - জহিরুল হক - ১৪.১০.১৯৭৭ ৪৩। বসুন্ধরা (ইলিয়াস কাঞ্চন) - সুভাষ দত্ত - ৩০.১২.১৯৭৭

৪৪। সোহাগ (রাজ্জাক) - সাইফুল আজম কাশেম - ১০.০৩.১৯৭৮ ৪৫। গুনাহগার (সোহেল রানা) - মাসুদ পারভেজ - ১০.০৩.১৯৭৮ ৪৬। অগ্নিশিখা (রাজ্জাক/উজ্জল) - আজিজুর রহমান - ২৪.০৩.১৯৭৮ ৪৭। অচেনা অতিথি (উজ্জল/বুলবুল আহমেদ) - ইউসুফ জহির - ২১.০৪.১৯৭৮ ৪৮। বন্ধু (রাজ্জাক/উজ্জল) - দীলিপ বিশ্বাস - ০২.০৬.১৯৭৮ ৪৯। কাপুরুষ (রাজ্জাক) - আলমগীর কুমকুম - ৩০.০৬.১৯৭৮ ৫০। বাজিমাত (রাজ্জাক) - চাষী নজরুল ইসলাম - ০৭.০৭.১৯৭৮ ৫১। দাবী (উজ্জল) - দীলিপ বিশ্বাস - ১৪.০৭.১৯৭৮ ৫২। মিন্টু আমার নাম (সোহেল রানা) - এ জে মিন্টু - ১৪.০৭.১৯৭৮ ৫৩। গোলাপী এখন ট্রেনে (ফারুক) - আমজাদ হোসেন - ০৫.০৯.১৯৭৮ - ঈদুল ফিতর ৫৪। আসামী হাজির (ওয়াসীম/সোহেল রানা) - দেওয়ান নজরুল - ২২.০৯.১৯৭৮ ৫৫। মেহেরবানু (আলমগীর) - স্বপন সাহা - ২০.১০.১৯৭৮ ৫৬। দিনের পর দিন (জাফর ইকবাল) - নাজমুল হুদা মিন্টু - ১২.১১.১৯৭৮ - ঈদুল আযহা ৫৭। ফকির মজনু শাহ (জাফর ইকবাল) - দারাশিকো - ১৫.১২.১৯৭৮ ৫৮। হারানো মানিক (আলমগীর) - মতিউর রহমান - ২৯.১২.১৯৭৮ ৫৯। ডুমুরের ফুল (ইলিয়াস কাঞ্চন) - সুভাষ দত্ত - ২৯.১২.১৯৭৮

৬০। ঘর জামাই (ফারুক) - জহিরুল হক - ১২.০১.১৯৭৯ ৬১। বেলা শেষের গান (উজ্জল) - জীবন চৌধুরী - ১৯.০১.১৯৭৯ ৬২। জিঞ্জির (রাজ্জাক) - দীলিপ বিশ্বাস - ৩০.০৩.১৯৭৯ ৬৩। সূর্য সংগ্রাম (ফারুক/জাফর ইকবাল) - আবদুস সামাদ - ২০.০৪.১৯৭৯ ৬৪। নাগ-নাগিনী (রাজ্জাক) - ইবনে মিজান - ১৮.০৫.১৯৭৯ ৬৫। প্রিয় বান্ধবী (ফারুক) - মোতালিব হোসেন - ২৫.০৫.১৯৭৯ ৬৬। বারুদ (আদিল) - দেওয়ান নজরুল - ০১.০৬.১৯৭৯ ৬৭। যৌতুক (বুলবুল আহমেদ) - নিজাম-উল-হক - ২২.০৬.১৯৭৯ ৬৮। সঙ্গিনী (বুলবুল আহমেদ) - আব্দুল লতিফ বাচ্চু - ০৭.০৯.১৯৭৯ ৬৯। ওয়াদা (বুুলবুল আহমেদ) - হাফিজউদ্দিন - ২১.০৯.১৯৭৯ ৭০। নওজোয়ান (মাহমুদ কলি) - অশোক ঘোষ - ১২.১০.১৯৭৯ ৭১। রাজবন্দী (রাজ্জাক) - আলমগীর কুমকুম - ০১.১১.১৯৭৯ - ঈদুল আযহা ৭২। সোনার হরিণ (বুলবুল আহমেদ) - সিরাজুল ইসলাম সিরাজ - ০৭.১২.১৯৭৯ ৭৩। সুন্দরী (ইলিয়াস কাঞ্চন) - আমজাদ হোসেন - ২১.১২.১৯৭৯

৭৪। চম্পা চামেলী (আলমগীর) - দিলীপ সোম - ২৫.০১.১৯৮০ ৭৫। কথা দিলাম (ফারুক) - আকবর কবীর পিন্টু - ২৯.০২.১৯৮০ ৭৬। তাজ ও তলোয়ার (জাভেদ) - ইবনে মিজান - ০৪.০৪.১৯৮০ ৭৭। আপন ভাই (আলমগীর) - মতিউর রহমান - ১৮.০৪.১৯৮০ ৭৮। এতিম (ফারুক) - শেখ নজরুল ইসলাম - ১৬.০৫.১৯৮০ ৭৯। জংলী রানী (টিটু মিজান) - ইবনে মিজান - ১৩.০৬.১৯৮০ ৮০। দিওয়ানা (আলমগীর) - গাফফার খান - ২০.০৬.১৯৮০ ৮১। এখনই সময় (আব্দুল্লাহ আল মামুন) - আব্দুল্লাহ আল মামুন - ০৪.০৭.১৯৮০ ৮২। জীবন মৃত্যু (ফারুক) - নারায়ণ ঘোষ মিতা - ০৪.০৭.১৯৮০ ৮৩। বাগদাদের চোর (জাভেদ) - ইবনে মিজান - ১৩.০৮.১৯৮০ - ঈদুল ফিতর ৮৪। অভিযোগ (সোহেল রানা) - আবু মূসা দেবু - ২৬.০৯.১৯৮০ ৮৫। দোস্তী (ফারুক) - আজমল হুদা মিঠু - ০৩.১০.১৯৮০ ৮৬। প্রতিজ্ঞা (আলমগীর) - এ জে মিন্টু - ০৭.১১.১৯৮০ ৮৭। আনারকলি (রাজ্জাক) - দীলিপ বিশ্বাস - ১২.১২.১৯৮০ ৮৮। কসাই (আলমগীর) - আমজাদ হোসেন - ২৬.১২.১৯৮০ ৮৯। ডানপিটে ছেলে (বুলবুল আহমেদ) - খান আতাউর রহমান - ২৬.১২.১৯৮০

৯০। ভালো মানুষ (বুলবুল আহমেদ/ইলিয়াস কাঞ্চন) - চাষী নজরুল ইসলাম - ১৩.০৩.১৯৮১ ৯১। ঝুমকা (আলমগীর) - আলমগীর কুমকুম - ০৩.০৪.১৯৮১ ৯২। নবাবজাদী (আলমগীর/মাহমুদ কলি) - অশোক ঘোষ - ২৯.০৫.১৯৮১ ৯৩। আকাশপরী (ওয়াসীম) - আজিজ মেহের - ২০.১১.১৯৮১ ৯৪। সুখে থাকো (রাজ্জাক/প্রবীর মিত্র) - আজহারুল ইসলাম খান - ২৭.১১.১৯৮১ ৯৫। সাক্ষী (ওয়াসীম) - আওকাত হোসেন - ১৮.১২.১৯৮১ ৯৬। জন্ম থেকে জ্বলছি (বুলবুল আহমেদ) - আমজাদ হোসেন - ৩১.১২.১৯৮১

৯৭। লাভ ইন সিঙ্গাপুর (মাহমুদ কলি) - আজিজুর রহমান বুলি - ১১.০৬.১৯৮২ ৯৮। বড় বাড়ীর মেয়ে (আলমগীর) - ২৩.০৭.১৯৮২ - ঈদুল ফিতর ৯৯। মানে না মানা (আলমগীর) - আব্দুল্লাহ আল মামুন - ২৭.০৮.১৯৮২ ১০০। চাঁদ সুরুজ (রাজ্জাক) - বাবুল - ২৯.০৯.১৯৮২ - ঈদুল আযহা ১০১। নাতবৌ (রাজ্জাক) - ছটকু আহমেদ - ১১.১১.১৯৮২ ১০২। ভালোবাসা (আলমগীর) - আলমগীর কুমকুম - ৩১.১২.১৯৮২

১০৩। বদনাম (রাজ্জাক/বুলবুল আহমেদ) - রাজ্জাক - ১৪.০১.১৯৮৩ ১০৪। নতুন বউ (আফজাল হোসেন) - আব্দুল লতিফ বাচ্চু - ০৪.০২.১৯৮৩ ১০৫। কালোগোলাপ (রাজ্জাক/বুলবুল আহমেদ) - আকবর কবীর পিন্টু - ১১.০২.১৯৮৩ ১০৬। লাইলী মজনু (রাজ্জাক/ আলমগীর) - ইবনে মিজান - ০১.০৪.১৯৮৩ ১০৭। প্রতিহিংসা (সোহেল রানা) - এ জে মিন্টু - ২৯.০৪.১৯৮৩ ১০৮। নাগপূর্ণিমা (সোহেল রানা) - মাসুদ পারভেজ - ১২.০৭.১৯৮৩ - ঈদুল ফিতর ১০৯। চ্যালেঞ্জ (সোহেল রানা) - এ জে মিন্টু - ২৬.০৮.১৯৮৩ ১১০। দূরদেশ (নাদিম) - অমরিশ ও এহতেশাম - ১৮.০৯.১৯৮৩ - ঈদুল আযহা ১১১। ফেরারী বসন্ত (বুলবুল আহমেদ) - আক্তারুজ্জামান, রফিকুজ্জামান - ১৪.১০.১৯৮৩

১১২। শাস্তি (সোহেল রানা) - গাজী মাজহারুল আনোয়ার - ০২.০৩.১৯৮৪ ১১৩। তালাক (রাজ্জাক) - আজহারুল ইসলাম খান - ৩০.০৩.১৯৮৪ ১১৪। বউ কথা কও (রাজ্জাক/ইলিয়াস কাঞ্চন) - টি আই চৌধুরী - ২৭.০৪.১৯৮৪ ১১৫। শরীফ বদমাশ (সোহেল রানা) - মাসুদ পারভেজ - ০৪.০৫.১৯৮৪ ১১৬। সুখ দুঃখের সাথী (সোহেল রানা) - ইকরাম বিজু - ২৭.০৭.১৯৮৪ ১১৭। নির্দোষ (আলমগীর) - মতিউর রহমান পানু - ০৭.০৯.১৯৮৪ - ঈদুল আযহা ১১৮। লাল মেমসাহেব (ওয়াসীম) - এস এম শফি - ১৪.০৯.১৯৮৪ ১১৯। পেনশন (বাবু সারোয়ার) - রফিকুল বারী চৌধুরী - ৩০.১১.১৯৮৪ ১২০। অগ্নিপরীক্ষা (জসিম) - আকবর কবীর পিন্টু - ২৮.১২.১৯৮৪

১২১। সোনা বৌ (রাজ্জাক) - দিলীপ সোম - ১৮.০১.১৯৮৫ ১২২। অসাধারণ (রাজ্জাক) - রহিম নেওয়াজ - ২২.০২.১৯৮৫ ১২৩। সাথী (আলমগীর) - মতিউর রহমান পানু - ১৯.০৪.১৯৮৫ ১২৪। প্রেমিক (জাফর ইকবাল) - মঈনুল হোসেন - ০৩.০৫.১৯৮৫ ১২৫। নেপালী মেয়ে (মাহমুদ কলি) - আজিজুর রহমান বুলি - ২১.০৬.১৯৮৫ - ঈদুল ফিতর ১২৬। চোর (সোহেল রানা) - গাজী মাজহারুল আনোয়ার - ২৬.০৭.১৯৮৫ ১২৭। জিদ্দি (সোহেল রানা) - তমিজ উদ্দিন রিজভী - ২৫.১০.১৯৮৫ ১২৮। হাসনা হেনা (ওয়াসীম) - সাইদুল রহমান সাইদ - ২২.১১.১৯৮৫ ১২৯। তিনকন্যা (সোহেল রানা) - শিবলি সাদিক - ২২.১১.১৯৮৫ ১৩০। রামের সুমতি (প্রবীর মিত্র) - শহিদুল আমিন - ২৭.১২.১৯৮৫ ১৩১। দহন (আসাদুজ্জামান নূর/হুমায়ূন ফরিদী) - শেখ নিয়ামত আলী - ২৭.১২.১৯৮৫ ১৩২। বধূবরণ (বুলবুল আহমেদ) - রাসেল কবীর - ২৭.১২.১৯৮৫ ১৩৩। মিস লংকা (জাফর ইকবাল/ফয়সাল) - মোহাম্মদ জিয়াউদ্দিন আসলাম ও ইকবাল আখতার - ১৯৮৫

১৩৪। সোহেল রানা (সোহেল রানা) - খসরু নোমান - ০৩.০১.১৯৮৬ ১৩৫। ফুলশয্যা (রাজ্জাক) - সুভাষ দত্ত - ০৭.০৩.১৯৮৬ ১৩৬। তালুকদার (আলমগীর) - দিলীপ সোম - ১৪.০৩.১৯৮৬ ১৩৭। সাধনা (জাভেদ) - এম এ কাশেম - ২৫.০৪.১৯৮৬ ১৩৮। হাইজ্যাক (সোহেল রানা) - মাসুদ পারভেজ - ১০.০৬.১৯৮৬ - ঈদুল ফিতর ১৩৯। তওবা (রাজ্জাক) - আজহারুল ইসলাম খান - ১০.০৬.১৯৮৬ - ঈদুল ফিতর ১৪০। খামোশ (সোহেল রানা) - আল মাসুদ - ১০.০৬.১৯৮৬ - ঈদুল ফিতর ১৪১। দ্বীন দুনিয়া (রাজ্জাক) - এম এ কাশেম - ০৪.০৭.১৯৮৬

১৪২। আওয়াজ (আলমগীর) - আকবর কবির পিন্টু - ০২.০১.১৯৮৭ ১৪৩। প্রেম বিরহ (জাফর ইকবাল) - মইনুল হোসেন - ২৩.০১.১৯৮৭ ১৪৪। চণ্ডীদাস ও রজকিনী (সুব্রত) - রফিকুল বারী চৌধুরী - ২০.০২.১৯৮৭ ১৪৫। আপোষ (ফয়সাল) - নুরুল হক বাচ্চু ও আকবর রুমী - ২৭.০২.১৯৮৭ ১৪৬। সমর্পণ (রাজ্জাক) - মোস্তফা আনোয়ার - ১৩.০৩.১৯৮৭ ১৪৭। অত্যাচার (সোহেল রানা) - ছটকু আহমেদ - ০৩.০৪.১৯৮৭

১৪৮। অর্পণ (রাজ্জাক) - সুজাতা - ২৫.০৭.১৯৮৮ - ঈদুল আযহা ১৪৯। সুখের স্বপ্ন (ফারুক) - আওকাত হোসেন - ১২.০৮.১৯৮৮ ১৫০। আগমন (রাজ্জাক) - সুভাষ দত্ত - ০২.১২.১৯৮৮ ১৫১। জামানা (রাজ্জাক) - জাকারিয়া হাবীব - ২৩.১২.১৯৮৮ ১৫২। রঙিন বেহুলা লখিন্দর (ফারুক) - চাষী নজরুল ইসলাম - ৩০.১২.১৯৮৮ ১৫৩। বিরাজ বউ (ফারুক) - মহিউদ্দিন ফারুক - ৩০.১২.১৯৮৮

১৫৪। বীরাঙ্গনা সখিনা (উজ্জল) - মতিন রহমান - ০৭.০৫.১৯৮৯ - ঈদুল ফিতর ১৫৫। লায়লা আমার লায়লা (ফারুক/জাফর ইকবাল) - এম এ মালেক - ০৭.০৫.১৯৮৯ - ঈদুল ফিতর ১৫৬। আদর্শবান (ফারুক) - আবু মুসা দেবু - ২৬.০৫.১৯৮৯ ১৫৭। আলাল দুলাল (ফারুক) - ইবনে মিজান - ০১.০৯.১৯৮৯ ১৫৮। বিরহ ব্যথা (রাজ্জাক) - চাষী নজরুল ইসলাম - ১৫.০৯.১৯৮৯ ১৫৯। অবুঝ হৃদয় (জাফর ইকবাল) - মোস্তফা আনোয়ার - ১৭.১১.১৯৮৯ ১৬০। দেবর ভাবী (রাজ্জাক) - আজিম - ২৯.১২.১৯৮৯

১৬১। জীবন পরীক্ষা (ভুবন ক্যাসী) - নূরউদ্দিন জাহাঙ্গীর - ১২.০১.১৯৯০ ১৬২। জবাব চাই (ফারুক) - মজিবুর রহমান - ১৯.০১.১৯৯০ ১৬৩। লেডি স্মাগলার (সোহেল চৌধুরী) - চাষী নজরুল ইসলাম - ২৩.০২.১৯৯০ ১৬৪। মাইয়ার নাম ময়না (সুব্রত) - মুহম্মদ হান্নান - ১৫.০৬.১৯৯০ ১৬৫। কিসমত (ফারুক) - হুমায়ুন কবির - ২৯.০৬.১৯৯০ ১৬৬। মিয়াভাই (ফারুক) - চাষী নজরুল ইসলাম - ১৩.০৭.১৯৯০ ১৬৭। অকর্মা (সোহেল রানা) - শহীদুল ইসলাম খোকন - ৩১.০৮.১৯৯০ ১৬৮। কারণ (মাহমুদ কলি) - মমতাজ আলী - ০৭.০৯.১৯৯০

১৬৯। সমস্যা (মাহমুদ কলি) - অশোক ঘোষ - ০৩.০৫.১৯৯১ ১৭০। শ্বশুরবাড়ি (ইলিয়াস কাঞ্চন) - আজিজুর রহমান বুলি - ২৪.০৫.১৯৯১ ১৭১। দোষী (জাফর ইকবাল) - মইনুল হোসেন - ২৬.০৭.১৯৯১ ১৭২। ঘেরাও (সোহেল রানা) - মাসুদ পারভেজ - ০২.০৮.১৯৯১ ১৭৩। লটারি (ফারুক) - আব্দুল লতিফ বাচ্চু - ১১.১০.১৯৯১ ১৭৪। বাসনা (সোহেল রানা) - চাষী নজরুল ইসলাম - ২৫.১০.১৯৯১ ১৭৫। বাপ বেটা ৪২০ (অতিথি শিল্পী) - আজিজুর রহমান - ১৩.১২.১৯৯১ ১৭৬। পদ্মা মেঘনা যমুনা (ফারুক) - চাষী নজরুল ইসলাম - ১৩.১২.১৯৯১

১৭৭। প্রফেসর (রাজ্জাক) - রাজ্জাক - ০৭.০২.১৯৯২ ১৭৮। উচিত শিক্ষা (জসিম) - আওকাত হোসেন - ১১.০৯.১৯৯২ ১৭৯। দংশন (রাজ্জাক) - শিবলি সাদিক - ০২.১০.১৯৯২

১৮০। অন্তর জ্বালা (ইলিয়াস কাঞ্চন) - আবিদ হাসান বাদল - ৩০.০৭.১৯৯৩ ১৮১। শেষ উপহার (ইলিয়াস কাঞ্চন) - দিলীপ সোম - ২০.০৮.১৯৯৩ ১৮২। জালিমের দুশমন (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৫.১০.১৯৯৩ ১৮৩। জনম দুখী (রাজ্জাক) - আব্দুল্লাহ আল মামুন - ৩১.১২.১৯৯৩

১৮৪। মহা গ্যাঞ্জাম (মাহমুদ কলি) - আবুল হোসেন খোকন - ০৭.০১.১৯৯৪ ১৮৫। আইনের হাত (আসাদ) - মজিবর রহমান - ০১.০৪.১৯৯৪ ১৮৬। ডাকাত (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২২.০৭.১৯৯৪ ১৮৭। গোলাপি এখন ঢাকায় (বিশেষ শিল্পী) - আমজাদ হোসেন - ৩০.০৯.১৯৯৪

১৮৮। রাজা বাবু (জসিম) - কামাল আহমেদ - ৩১.০৩.১৯৯৫ ১৮৯। বুকের ধন (আলমগীর) - দেলোয়ার জাহান ঝন্টু - ১১.০৫.১৯৯৫ - ঈদুল আযহা ১৯০। আসামী বধূ (আলমগীর) - শাহ আলম কিরণ - ০২.০৬.১৯৯৫ ১৯১। মহা মিলন (পিযূষ বন্দোপাধ্যায়) - দিলীপ সোম - ২২.০৯.১৯৯৫ ১৯২। দেশী রংবাজ (জসিম) - দেলোয়ার জাহান ঝন্টু - ২০.১০.১৯৯৫

১৯৩। সন্ত্রাসী নায়ক (বিশেষ শিল্পী) - এ জে রানা - ২৪.০৫.১৯৯৬ ১৯৪। স্বপ্নের পৃথিবী (আসাদ) - বাদল খন্দকার - ১২.০৭.১৯৯৬ ১৯৫। জীবন সংসার (ফারুক) - জাকির হোসেন রাজু - ১৮.১০.১৯৯৬ ১৯৬। পোকামাকড়ের ঘরবসতি (খালেদ/আলমগীর) - আখতারুজ্জামান - ০১.১১.১৯৯৬ ১৯৭। মায়ের অধিকার (আলমগীর) - শিবলি সাদিক - ০৬.১২.১৯৯৬ ১৯৮। দীপু নাম্বার টু (বুলবুল আহমেদ) - মোরশেদুল ইসলাম - ১৩.১২.১৯৯৬

১৯৯। উত্তর ফাল্গুনী (রাজ্জাক) - রাজ্জাক - ২৮.০২.১৯৯৭ ২০০। টাইগার (জসিম) - জিল্লুর রহমান - ২৬.০৯.১৯৯৭ ২০১। কত যে আপন (আলমগীর) - বুলবুল আহমেদ - ১৭.১০.১৯৯৭ ২০২। একজন বিদ্রোহী (ইলিয়াস কাঞ্চন) - নাসির খান - ২৪.১০.১৯৯৭ ২০৩। জীবন মানেই যুদ্ধ (ফারুক) - মোস্তাফিজুর রহমান বাবু - ১৪.১১.১৯৯৭ ২০৪। প্রাণের চেয়ে প্রিয় (বুলবুল আহমেদ) - মুহম্মদ হান্নান - ১২.১২.১৯৯৭ ২০৫। এখনো অনেক রাত (বিশেষ শিল্পী) - খান আতাউর রহমান - ১২.১২.১৯৯৭

২০৬। এই মন তোমাকে দিলাম (বিশেষ শিল্পী) - মোস্তাফিজুর রহমান বাবু - ৩০.০১.১৯৯৮ - ঈদুল ফিতর ২০৭। এ জীবন তোমার আমার (ফারুক) - জাকির হোসেন রাজু - ১৫.০৫.১৯৯৮ ২০৮। অনেক দিনের আশা (হুমায়ূন ফরিদী) - সেলিম আজম - ১৬.১০.১৯৯৮

২০৯। ভালোবাসি তোমাকে (হুমায়ূন ফরিদী) - মুহম্মদ হান্নান - ২৯.০৩.১৯৯৯ - ঈদুল আযহা ২১০। ম্যাডাম ফুলি (মিঠুন) - শহীদুল ইসলাম খোকন - ৩০.০৪.১৯৯৯ ২১১। মানুষ মানুষের জন্য (ফারুক) - মারুফ হোসেন মিলন - ২৫.০৬.১৯৯৯ ২১২। হৃদয়ে লেখা নাম (রাজ্জাক) - শেখ দিদারুল হোসেন - ০২.০৭.১৯৯৯ ২১৩। ধর (ডিপজল) - কাজী হায়াৎ - ০৫.১১.১৯৯৯ ২১৪। রাগী (রাজ্জাক) - গাজী মাজহারুল আনোয়ার - ১২.১১.১৯৯৯

২১৫। বাবা মাস্তান (বিশেষ শিল্পী) - জিল্লুর রহমান - ১২.০৫.২০০০ ২১৬। সবার অজান্তে (মিঠুন) - শিল্পী চক্রবর্তী - ১৮.০৮.২০০০ ২১৭। অসিরন কেন ঢাকায় (আলীরাজ) - মোহাম্মদ ইউসুফ আলী - ২৯.০৯.২০০০

২১৮। মনে রেখ আমায় (ফারুক) - আওলাদ হোসেন ও নাসির উদ্দিন - ১৪.০৯.২০০১

২১৯। স্ত্রীর মর্যাদা (আলমগীর) - এফ আই মানিক - ৩০.০৮.২০০২ ২২০। মায়ের জেহাদ (রাজ্জাক) - আবু মুসা দেবু - ০৬.০৯.২০০২ ২২১। ভয়ংকর বদমাশ (বিশেষ শিল্পী) - আবুল হোসেন খোকন - ২৫.১০.২০০২

২২২। খেয়াঘাটের মাঝি (আলমগীর) - আরিফ মাহমুদ - ১২.০২.২০০৩ - ঈদুল আযহা ২২৩। হাছন রাজা (বিশেষ শিল্পী) - চাষী নজরুল ইসলাম - ০৪.০৪.২০০৩ ২২৪। কখনো মেঘ কখনো বৃষ্টি (রাজ্জাক) - মৌসুমী - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর

২২৫। চার সতিনের ঘর (আলমগীর) - নার্গিস আক্তার - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা

২২৬। মায়ের মর্যাদা (সোহেল রানা) - দীলিপ বিশ্বাস - ১১.০১.২০০৬ - ঈদুল আযহা ২২৭। না বলোনা (অতিথি শিল্পী) - দিদারুল আলম দিদার - ০৭.০৪.২০০৬

২২৮। স্বামীর সংসার (সোহেল রানা) - জাকির হোসেন রাজু - ০৬.০৭.২০০৭ ২২৯। মা আমার স্বর্গ (বিশেষ শিল্পী) - জাকির হোসেন রাজু - ১৪.১০.২০০৭ - ঈদুল ফিতর ২৩০। এক বুক জ্বালা (আলীরাজ) - শাহিন-সুমন - ২১.১২.২০০৭ - ঈদুল আযহা

২৩১। ঘরের লক্ষী (ফারুক) - আজাদী হাসানাত ফিরোজ - ০৬.০৬.২০০৮

২৩২। শ্রমিক নেতা (বিশেষ শিল্পী) - কাজী হায়াৎ - ০৯.০১.২০০৯ ২৩৩। ভুল সবই ভুল (সোহেল রানা) - মঈন বিশ্বাস - ১৬.০১.২০০৯ ২৩৪। বিয়ে বাড়ি (বিশেষ শিল্পী) - শাহীন সুমন - ০৫.০৬.২০০৯ ২৩৫। মন যেখানে হৃদয় সেখানে (বিশেষ শিল্পী) - শাহীন সুমন - ০৩.০৭.২০০৯ ২৩৬। সবাইতো ভালোবাসা চায় (রাজ্জাক) - দেলোয়ার জাহান ঝন্টু - ১৬.১০.২০০৯ ২৩৭। ভালোবাসার লাল গোলাপ (বিশেষ শিল্পী) - মোহাম্মদ হোসেন জেমী - ২৩.১০.২০০৯

২৩৮। অবুঝ বউ (বিশেষ শিল্পী) - নার্গিস আক্তার - ১১.০৯.২০১০ - ঈদুল ফিতর ২৩৯। স্বামী আমার বেহেশত (মানস) - মোস্তাফিজুর রহমান বাবু - ০১.১০.২০১০ ২৪০। ওরা আমাকে ভালো হতে দিল না (বিশেষ শিল্পী) - কাজী হায়াৎ - ১০.১২.২০১০

২৪১। মায়ের জন্য পাগল (সোহেল রানা) - আহমেদ নাসির - ১৪.০১.২০১১ ২৪২। মনের জ্বালা (বিশেষ শিল্পী) - মালেক আফসারী - ২২.০৪.২০১১ ২৪৩। কে আপন কে পর (আলমগীর) - শাহীন সুমন - ০২.১২.২০১১

২৪৪। রাজা সূর্য খাঁ (উজ্জল) - গাজী মাহবুব - ০৯.০৩.২০১২ ২৪৫। খোদার পরে মা (বিশেষ শিল্পী) - শাহিন সুমন - ২০.০৮.২০১২ - ঈদুল ফিতর

২৪৬। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (সোহেল রানা) - শফি উদ্দিন শফি - ১৬.১০.২০১৩ - ঈদুল আযহা ২৪৭। প্রেমিক নাম্বার ওয়ান (বিশেষ শিল্পী) - রকিবুল ইসলাম রকিব - ১৬.১০.২০১৩ - ঈদুল আযহা ২৪৮। কি প্রেম দেখাইলা (আলীরাজ) - শাহ মুহম্মদ সংগ্রাম - ১৬.১০.২০১৩ - ঈদুল আযহা

২৪৯। তোমার কাছে ঋণী (বিশেষ শিল্পী) - শাহাদাৎ হোসেন লিটন - ০৭.০২.২০১৪ ২৫০। সীমারেখা (বিশেষ শিল্পী) - দেওয়ান নাজমুল - ২৮.০২.২০১৪

২৫১। পুত্র এখন পয়সাওয়ালা (বিশেষ শিল্পী) - নারগিস আক্তার - ১৬.০১.২০১৫

এছাড়াও ববিতা-সৌমিত্র চ্যাটার্জী অভিনীত সত্যজিত রায় পরিচালিত "অশনি সংকেত" চলচ্চিত্রটি ২১.০৪.১৯৭৩ সালে ভারতে মুক্তি পায়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. লিয়াকত হোসেন খোকন (সেপ্টেম্বর ০৯, ২০১০)। "কিংবদন্তি : ববিতা"দৈনিক আমার দেশ। ১২ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ০৩, ২০১৪  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Songsar (1968)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  3. "Pitch Dhala Path (1968)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  4. "Shesh Porjonto (1969)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  5. "Taka Ana Pai (1970)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  6. "Santan (1970)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  7. "Shorolipi (1971)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  8. "Jaltey Suraj Ke Nichey (1971)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  9. "Arunodoyer Agnishakkhi (1972)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  10. "অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২)"বিএমডিবি। ২৭ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  11. "Manusher Mon (1972)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  12. "Yea Kore Biye (1972)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  13. "Distant Thunder (1973)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  14. "Abar Tora Manush Ho (1973)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  15. "আবার তোরা মানুষ হ (১৯৭৩)"বিএমডিবি। ১৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  16. "Dhire Bohe Meghna (1973)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  17. "ধীরে বহে মেঘনা (১৯৭৩)"বিএমডিবি। ২০ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  18. "Raater Por Din (1973)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  19. "Alor Michil (1974)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  20. "আলোর মিছিল (১৯৭৪)"বিএমডিবি। ১৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  21. "Shesh Theke Shuru (1974)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  22. "Bandi Theke Begum (1975)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  23. "Lathial (1975)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  24. "Sansar Seemantey (1975)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  25. "Ek Mutho Bhat (1976)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  26. "Ki Je Kori (1976)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  27. "Nayanmoni (1976)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  28. "Bondini (1976)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  29. "Shurjogrohon (1976)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  30. "Ononto Prem (1977)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  31. "অনন্ত প্রেম (১৯৭৭)"বিএমডিবি। ৪ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  32. "Nishan (1977)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  33. "Bosundhara (1977)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  34. "Agnishikha (1978)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  35. "আসামী হাজির (১৯৭৮)"বিএমডিবি। ১২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  36. "Golapi Ekhon Traine (1978)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  37. "গোলাপী এখন ট্রেনে (১৯৭৮)"বিএমডিবি। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  38. "Fakir Majnu Shah (1978)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  39. "Dumurer Phul (1978)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  40. "Jinjir (1979)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  41. "Bela Shesher Gaan (1979)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  42. "Sundori (1979)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  43. "সুন্দরী (১৯৭৯)"বিএমডিবি। ১১ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  44. "Shurjo Shongram (1979)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  45. "Ekhoni Somoy (1980)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  46. "Koshai (1980)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  47. "Protiggya (1980)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  48. "Jonmo Theke Jolchi (1982)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  49. "জন্ম থেকে জ্বলছি (১৯৮১)"বিএমডিবি। ৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  50. "Naat Bou (1982)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  51. "Boro Barir Meye (1982)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  52. "Durdesh (1983)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  53. "Notun Bou (1983)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  54. "নতুন বউ (১৯৮৩)"বিএমডিবি। ১২ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  55. "Nag Purnima (1983)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  56. "Laily Majnu (1983)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  57. "Pension (1984)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  58. "Tin Konya (1985)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  59. "তিন কন্যা (১৯৮৫)"বিএমডিবি। ২৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  60. "Dahan (1985)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  61. "দহন (১৯৮৫)"বিএমডিবি। ২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  62. "Miss Lanka (1985)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  63. "Premik (1985)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  64. "Ramer Sumoti (1985)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  65. "Sohel Rana (1985)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  66. "Miss Bangkok (1986)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  67. "Chandidas O Rojokini (1987)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  68. "Agomon (1988)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  69. "Pothe Holo Dekha (1988)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  70. "Biroho Byatha (1989)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  71. "Birangona Sokhina (1989)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  72. "Padma Meghna Jamuna (1991)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  73. "Swashur Bari (1991)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  74. "Golapi Ekhon Dhakai (1994)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  75. "Moha Milon (1995)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  76. "মহামিলন (১৯৯৫)"বিএমডিবি। ২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  77. "Jibon Songsar (1996)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  78. "জীবন সংসার (১৯৯৬)"বিএমডিবি। ২৫ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  79. "Dipu Number 2 (1996)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  80. "Poka Makorer Ghar Bosoti (1996)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  81. "পোকা মাকড়ের ঘর বসতি (১৯৯৬)"বিএমডিবি। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  82. "Mayer Odhikar (1996)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 
  83. "Shopner Prithibi (1996)"আইএমডিবি। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]