উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলাওল সাহিত্য পুরস্কার তারিখ ১৯৭৫ (1975 ) অবস্থান ফরিদপুর দেশ বাংলাদেশ উপস্থাপক ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা প্রথম পুরস্কৃত ১৯৭৫ সর্বশেষ পুরস্কৃত ২০১৯
আলাওল সাহিত্য পুরস্কার একটি বাংলাদেশী পুরস্কার, যা বাংলা সাহিত্যের তিনটি ধারা যথাক্রমে কবিতা , ছোটগল্প এবং উপন্যাসে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশী ব্যক্তিবিশেষকে প্রদান করা হয়।[ ১] বাংলা সাহিত্যের মধ্যযুগের বাঙালি কবি আলাওলের (১৫৯৭-১৬৭৩) স্মরণে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা কর্তৃক ১৯৭৪ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।[ ২]
পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট, উত্তরীয় ও ১০ হাজার করে টাকা দেওয়া হয়।[ ৩]
বৈরী পরিবেশের জন্য ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নয় বছর এই পুরস্কার প্রদান বন্ধ ছিলো।[ ৪]
নাম
ক্ষেত্র
কাজ
সূত্র
মঞ্জু সরকার
উপন্যাস
প্রতিমা উপাখ্যান
২০১২ সালের ১ ডিসেম্বর সালে আলাওল সাহিত্য পুরস্কার ২০১২ ঘোষণা করা হয়।[ ১৯]
২০১৯ সালের ১ ডিসেম্বর সালে আলাওল সাহিত্য পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়। ফরিদপুর শহরের অম্বিকা হলে পুরস্কারপ্রাপ্ত কবি-সাহিত্যিকদের পুরস্কার ও সম্মাননা প্রদান করেন তৎকালীন এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ।[ ২০] পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট, উত্তরীয় ও ১০ হাজার করে টাকা দেওয়া হয়।[ ২১]
↑ সানজিদা খান (২০১২)। "জাতীয় পুরস্কার" । ইসলাম, সিরাজুল ; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা ; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা , বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি । আইএসবিএন 9843205901 । ওএল 30677644M । ওসিএলসি 883871743 ।
↑ "আবার আলাওল সাহিত্য পুরস্কার শুরু" । দৈনিক সমকাল । এ.কে.আজাদ। নভেম্বর ৩, ২০১০। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৮, ২০১৭ । [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]
↑ "ফরিদপুরে শেষ হলো দুই দিনের সাহিত্য সম্মেলন" । দৈনিক কালের কন্ঠ । ১ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২১ ।
↑ "ফরিদপুরে আলাওল সাহিত্য পুরস্কার ঘোষণা" । দৈনিক কালের কণ্ঠ । ডিসেম্বর ২, ২০১২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৮, ২০১৭ ।
↑ আহমদ কবির (২০১২)। "কামাল, আবু হেনা মোস্তফা" । ইসলাম, সিরাজুল ; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা ; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা , বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি । আইএসবিএন 9843205901 । ওএল 30677644M । ওসিএলসি 883871743 ।
↑ "শ্রদ্ধাঞ্জলি : প্রেম ও দ্রোহের কবি রফিক আজাদের চলে যাওয়া" । ভোরের কাগজ । ১৬ মার্চ ২০১৬। ৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ ।
↑ "শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী আর নেই" । দৈনিক প্রথম আলো । ১২ নভেম্বর ২০১৪। ২৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ ।
↑ "জনাবা সেলিনা হোসেন" । barguna.gov.bd । জাতীয় তথ্য বাতায়ন । ৩১ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৭ ।
↑ "৭৭ বছরে পা রাখলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক" । দৈনিক ভোরের কাগজ । ফেব্রুয়ারি ২, ২০১৬। ২৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০১৭ ।
↑ "শিশুসাহিত্যিক এখলাস উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ" । দৈনিক সংবাদ । ২৪ ডিসেম্বর ২০১৯। ৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ ।
↑ সাহা, জয়ন্ত (১৪ মে ২০২০)। "আনিসুজ্জামান: নিজের পৃথিবীকে 'বিপুল' করে যাওয়া এক জীবন" । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম । ৩০ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ ।
↑ রুহুল আমিন (ফেব্রুয়ারি ১২, ২০১৭)। "আখতারুজ্জামান ইলিয়াস: সাহিত্যে জীবনের অস্তিত্ব" । রাইজিংবিডি ডট কম । সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০১৭ ।
↑ "কথাসাহিত্যিক শওকত আলী আর নেই" । বাংলাদেশ প্রতিদিন । ২৬ জানুয়ারি ২০১৮। ১২ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ ।
↑ "হায়াৎ মামুদ, তোয়াব খান, শাহীন সামাদসহ ১৬ জন পাচ্ছেন একুশে পদক"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম । ফেব্রুয়ারি ১০, ২০১৬।
↑ শামীমা আক্তার (২০১২)। "সৈয়দ, আবদুল মান্নান" । ইসলাম, সিরাজুল ; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা ; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা , বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি । আইএসবিএন 9843205901 । ওএল 30677644M । ওসিএলসি 883871743 ।
↑ মাওলা, আহমেদ। "শান্তনু কায়সার" । কালি ও কলম । সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ । [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]
↑ উত্তম কুমার বড়ুয়া (জানুয়ারি ৫, ২০১৭)। "আশিতম বর্ষে ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া" । nirvanapeace.com । nirvanapeace.com। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১২, ২০১৭ । [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]
↑ "আলতাফ হোসেন-এর দশটি কবিতা" । বাংলা ট্রিবিউন । ১ ফেব্রুয়ারি ২০১৬। ৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৮ ।
↑ "আলাওল সাহিত্য পুরস্কার ঘোষণা" । দৈনিক প্রথম আলো । ফরিদপুর : মতিউর রহমান । ডিসেম্বর ২, ২০১২। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১১, ২০১৭ । [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ ]
↑ "ফরিদপুরে আলাওল সাহিত্য পুরস্কার পেলেন ৬ গুণীজন" । দৈনিক নয়া দিগন্ত । ২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ ।
↑ "ফরিদপুরে শেষ হলো দুদিনের সাহিত্য সম্মেলন" । বাংলানিউজটোয়েন্টিফোর.কম । ৩০ নভেম্বর ২০১৯। ৩০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০ ।
১৯৭৫-১৯৯০ ১৯৯১-২০১০ ২০১১-বর্তমান
বাংলাদেশের সাহিত্য পুরস্কার