ব্যবহারকারী আলাপ:Thisismonir

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

রেশম সংক্রান্ত তথ্য যোগ পরামর্শ[সম্পাদনা]

মনির তোমার অধ্যবসায় এবং ধৈয্য দেখে আমি মুগ্ধ। এত অল্প সময়ে তুমি বেশ ভালো কাজ করছো এবং ধৈয্য ধরে অবদান রাখছো। তুমি যেহেতু রেশম গবেষনাগার এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তাই আশা করছি তুমি রেশম সম্পর্কে সবচাইতে বেশি ক্লিয়ার ধারনা সহ লিখেতে পারবে। আমি রেশম সম্পর্কে ৩ টি পাতা তৈরি করেছি। এর সবগুলোই চ্যাপ্টার(পরিচ্ছেদ) নির্দেশ করা আছে। আশা করবো তুমি খুব শিঘ্রয় ই এই তিনটি আর্টিকেল এর মানোন্নয় কাজ শুরু করবে।

  1. রেশম - একধরনের প্রাকৃতিক প্রোটিন তন্তু, যার কয়েকটি ধরন বস্ত্রশিল্প বয়নের কাজে ব্যবহার করা হয়। আপনারা এটাকে সিল্ক নামেই বেশি চিনবেন।
  2. তুঁত রেশম - এই প্রজাতির রেশম পোকার প্রধান খাদ্য তুঁত গাছের পাতা বলে এদেরকে তুঁত রেশম পোকা বা Mulerry Silkworm বলে। তুঁত রেশম বা বোমবিক্স মোরি (ইংরেজী: Bombyx mori) আর্থোপোডা পর্বের অন্তর্ভুক্ত ইনসেক্টা শ্রেণীর লেপিডটেরা বর্গের পতঙ্গ।
  3. রেশম চাষ - রেশম সুতা উৎপাদনের লক্ষ্যে রেশম পোকা প্রতিপালনকে রেশম চাষ বলে। এটি ফলিত প্রাণিবিজ্ঞান এর অন্যতম একটি শাখা।

Nahid Hossain ০২:২৪, ২২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

তথ্যসূত্র বিষয়ক পরামর্শ[সম্পাদনা]

প্রিয় মনির, আপনার সাম্প্রতিক সময়ের সম্পাদনা বিশেষ করে মৌমাছি পালন এর অনুবাদ টি বেশ লেগেছে। আশা করছি আপনি বাংলা উইকিপিডিয়াতে আরো বেশি বেশি তথ্য যোগ করে রাজশাহী উইকিপিডিয়ান হিসেবে নিজেকে ভালো অবস্থানে নিয়ে যাবেন। তবে আপনার তথ্যসূত্রের স্টাইলটা ঠিকমত হচ্ছে না। এই জন্য আপনি (http://tools.wmflabs.org/makeref) এই টুলটি ব্যবহার করে দেখতে পারেন। Nahid Hossain ০৫:০৩, ২৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

মাছ সম্পর্কিত নিবন্ধ[সম্পাদনা]

মনির, চলুন আমরা একত্রে মাছ সম্পর্কিত নিবন্ধ সমূহ নিয়ে কাজ করি। --মাহবুব আলম (আলাপ) ০৮:৪৭, ৬ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

সাইফুল্লাহ আল মামুন নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মাসুম-আল-হাসান (আলাপ) ০৪:৪৮, ১৯ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]