'জাম-দ্ব্যাংস-স্মোন-লাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'জাম-দ্ব্যাংস-স্মোন-লাম (তিব্বতি: འཇམ་དབྱངས་སྨོན་ལམওয়াইলি: 'jam dbyangs smon lam) (১৭৫০-১৮১৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সাতষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

জাম-দ্ব্যাংস-স্মোন-লাম ১৭৫০ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলে চিং-ফুগ (ওয়াইলি: ching phug) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল র্নাম-র্গ্যাল (ওয়াইলি: rnam rgyal) এবং মাতার নাম ছিল ন্যি-মা-মিগ (ওয়াইলি: nyi ma mig)। কম বয়সে তিনি দ্গা'-ল্দান-দার-র্গ্যাস-গ্লিং (ওয়াইলি: dga' ldan dar rgyas gling) বৌদ্ধবিহারে ভর্তি হন ও সেখানে 'দুল-'দ্জিন-স্কাল-ব্জাং-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: 'dul 'dzin skal bzang rnam rgyal) নামক এক বৌদ্ধ ভিক্ষুর নিকট শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। ১৭৬৬ খ্রিষ্টাব্দে তিনি লাসা শহরে যাত্রা করে দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: blo gsal gling) মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। এই সময় ব্লো-ব্জাং-দ্গে-লেগ্স (ওয়াইলি: blo bzang dge legs), য়োংস-দ্জিন-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: yongs dzin ye shes rgyal mtshan), ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং (ওয়াইলি: ngag dbang blo bzang), ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: ngag dbang tshul khrims), ঙ্গাগ-দ্বাং-'ফ্রিন-লাস-দ্পাল-ব্জাং (ওয়াইলি: ngag dbang 'phrin las dpal bzang) প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ষষ্ঠ পাঞ্চেন লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। এরপর তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন ও শিক্ষাশেষে ঐ প্রতিষ্ঠানের প্রধানেরর পদ লাভ করেন। ১৯৯৪ খ্রিষ্টাব্দে তিনি দ্গে-'দুন-ত্শুল-খ্রিম্স (ওয়াইলি: dge 'dun tshul khrims) নামক বৌদ্ধ পণ্ডিতের সঙ্গে চিং সম্রাট চিয়ানলোংয়ের রাজসভায় যাত্রা করেন এবং বেইজিং শহরে ইয়োংহেগোং বৌদ্ধবিহার ও ঝেহোর পোতালার প্রধান রূপে দায়িত্ব পালন করেন। এরপর তিনি তিব্বত ফিরে আসলে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধানের পদে অধিষ্ঠিত হন। ১৮১৪ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সাতষট্টিতম প্রধানের দায়িত্ব লাভ করেন এবং মাত্র তিন মাস এই পদে থাকার পরে তার মৃত্যু হয়।[১]

রচনা[সম্পাদনা]

তিনি বহু গ্রন্থ রচনা করেন, যার মধ্যে ব্যাং-ছুব-লাম-রিম-গ্যি-স্ঙ্গোন-'গ্রো-স্ব্যোর-বা'ই-ছোস-দ্রুগ-গি-খ্রিদ-য়িগ-ছেন-মো-'জাম-দ্ব্যাংস-ব্লা-মা'ই-দ্গোংস-র্গ্যান (ওয়াইলি: byang chub lam rim gyi sngon ’gro sbyor ba’i chos drug gi khrid yig chen mo ’jam dbyangs bla ma’i dgongs rgyan), ব্যাং-ছুব-লাম-রিম-গ্যি-রিম-পা-ছুং-ঙ্গু'ই-জিন-ব্রিস-ব্লো-গ্সাল-র্গ্যা-ম্ত্শো'ই-'জুগ-ঙ্গোগ্স (ওয়াইলি: byang chub lam rim gyi rim pa chung ngu’i zin bris blo gsal rgya mtsho’i ’jug ngogs), দ্গে-স্লোং-গি-ব্স্লাব-ব্যা'ই-স্দোম-ত্শিগ-থুব-ব্স্তান-গ্সাল-ব্যেদ (ওয়াইলি: dge slong gi bslab bya’i sdom tshig thub bstan gsal byed) প্রভৃতি গ্রন্থগুলি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Sixty-Seventh Ganden Tripa, Jamyang Monlam"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-২৩ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-স্ন্যান-গ্রাগ্স
'জাম-দ্ব্যাংস-স্মোন-লাম
সাতষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-দ্গে-লেগ্স