বিষয়বস্তুতে চলুন

শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল
বিজিবি স্কুল রাজশাহী

Shaheed Colonel Kazi Emdadul Haque Public School
অবস্থান
সেক্টর সদর দপ্তর, বিজিবি

,
৬২০৩

তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত উচ্চ বিদ্যালয়
নীতিবাক্যসুশিক্ষিত জনই সুবিবেচক
(A Well Educated Person is the Perfect Judge)
প্রতিষ্ঠাকাল২০১০
বিদ্যালয় বোর্ডBoard of Intermediate and Secondary Education, Rajshahi
বিদ্যালয় জেলারাজশাহী
কর্তৃপক্ষBorder Guard Bangladesh
ইআইআইএন১৩৬৭৪৩
চেয়ারম্যানকর্নেল ইমরান ইবনে এ রউফ []
ভাইস চেয়ারম্যানলেফটেন্যান্ট কর্নেল মো. মতিউল ইসলাম []
প্রধান শিক্ষকমো. আলতাফ হোসেন []
শ্রেণিনার্সারি থেকে এসএসসি
লিঙ্গছেলে এবং মেয়ে
ভর্তি১৫০০ জন
ভাষাবাংলা
ক্যাম্পাসসেক্টর সদর দপ্তর, বিজিবি, রাজশাহী
শিক্ষায়তন২.৫০ একর
হাউসম্যারুন, নীল, সবুজ, লাল
রং  সাদা এবং   ছাই ধূসর
ডাকনামBGBPS
জাতীয় র‍্যাঙ্কিং৪৯৩ তম []
প্রকাশনাপ্রত্যাশা (২০১৮)
অন্তর্ভুক্তিBorder Guard Bangladesh
পাস হার (২০১৮-২০২৪)৯৯.০৬% []
জিপিএ ৫.০০ হার (২০১৮-২০২৪)৪৫.১৩% []
DemonymBGBPSians
ওয়েবসাইটhttps://www.bgbschoolraj.edu.bd/

শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল একটি বাংলাদেশী স্কুল যা সেক্টর হেডকোয়ার্টারে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন-১, রাজশাহী। যদিও এটি মূলত বর্ডার গার্ড বাংলাদেশ (পূর্ববর্তী বাংলাদেশ রাইফেলস) সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এখানে সাধারণ মানুষও পড়াশোনা করতে পারে। []

ইতিহাস

[সম্পাদনা]

রাজশাহী জেলার এক গর্বিত সন্তান, কর্নেল কাজী এমদাদুল হক, পিএসসি, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের বর্বর হত্যাকাণ্ডে শহীদ হন, যখন তিনি রাজশাহী সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। [] শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল ২০১০ সালের ১ জুন প্রতিষ্ঠিত হয়। এই স্কুলের ভিত্তি স্থাপন করেন প্রাক্তন ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, এনডিসি, পিএসসি, বাংলাদেশ রাইফেলস

শুরু হয়েছিল মাত্র ৭টি কক্ষে, ১১ জন শিক্ষক-কর্মচারী এবং ২৫৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে। ২০১১ সাল থেকে শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল একটি নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বত্র স্বীকৃত হয়েছে। এই স্কুলটি একটি নির্দিষ্ট কেন্দ্রিয় বর্ডার গার্ড বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নীতিমালা ও বিধিমালা (সংবিধান) অনুযায়ী পরিচালিত হয়, যা বাংলাদেশ সরকারের দ্বারা প্রণীত আইনসমূহের সাথে সমন্বিত। বর্তমানে, স্কুলটির মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ১৫০০, শিক্ষক-কর্মচারী সংখ্যা ৫৫ জন, এবং মোট কক্ষের সংখ্যা ৩৪। বর্ডার গার্ড বাংলাদেশের শিক্ষা এবং শিক্ষা বিস্তারের ভূমিকা সর্বত্র লক্ষণীয়। []

একাডেমিকস

[সম্পাদনা]

এই স্কুলটি নিয়মিতভাবে রাজশাহীতে শীর্ষ ২০ স্কুলের মধ্যে স্থান পায়। [১০]

বিশেষ অর্জন (অতিরিক্ত পাঠক্রমিক কার্যক্রম)

[সম্পাদনা]

* আন্তঃস্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ (২০২৩): স্কুলের ফুটবল দল ২০২৩ সালের উপজেলা পর্যায়ে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। [১১]

কিছু স্মরণীয় মুহূর্ত

[সম্পাদনা]
মাদকবিরোধী শপথ, BGBPS

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি), ২০২০ দুপুরে বিজিবি-১ ব্যাটালিয়ন সদর দফতরে বার্ষিক মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ, আরএমপির উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ও বিজিবি-১ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক বলেন, রাজশাহীকে মাদকমুক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল , রাজশাহী কলেজ এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। [১২]

  1. https://www.bgbschoolraj.edu.bd/
  2. https://www.bgbschoolraj.edu.bd/
  3. https://www.bgbschoolraj.edu.bd/
  4. https://www.sohopathi.com/shaheed-colonel-kazi-emdadul-haque-public-school/
  5. https://www.sohopathi.com/shaheed-colonel-kazi-emdadul-haque-public-school/
  6. https://www.sohopathi.com/shaheed-colonel-kazi-emdadul-haque-public-school/
  7. "Shaheed Colonel Kazi Emdadul Haque Public School Information" (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২১ 
  8. "Cadet College Blog - Muhammad"Cadet College Blog। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২১ 
  9. "About Us – BGB School Rajshahi" 
  10. "Shaheed Colonel Kazi Emdadul Haque Public School - Sohopathi"Sohopathi (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২১ 
  11. "রাজশাহী বিজিবি স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন"dailydeshtottoh (Bengali ভাষায়)। ২০২৩-০৯-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৭ 
  12. "স্মৃতির আলোতে বীর শহীদ কাদের সিদ্দিকী" (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২১ 

এই খেলাঘটি নিবন্ধ নামস্থানে আছে। Either move this page into your userspace, or remove the {{User sandbox}} template.