ঝর্না রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝর্না রহমান
জন্ম (1959-06-28) ২৮ জুন ১৯৫৯ (বয়স ৬৪)
ঢাকা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
পেশাগল্পকার, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, শিক্ষাবিদ
ভাষাবাংলা
ধরনগল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, কবিতা, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য
উল্লেখযোগ্য পুরস্কারঅনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৭, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২১

ঝর্না রহমান (জন্ম: ২৮ জুন ১৯৫৯) একজন বাংলাদেশি গল্পকার, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সংগীতশিল্পী ও শিশুসাহিত্যিক। তিনি ১৯৮০-এর দশক থেকে গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, নাটক, কবিতা, ছড়া, ভ্রমণ, শিশুসাহিত্য রচনা করে আসছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৬০টি।[১] পেশাজীবনে তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বাংলা বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।[২] বর্তমানে তিনি অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাংলা ভাষার কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালে অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৭ এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।[৩]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ঝর্না রহমান ১৯৫৯ সালের ২৮শে জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো. মোফাজ্জল হোসেন এবং মাতা রহিমা বেগম। তার গ্রামের বাড়ি বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার কেওয়ারে।[২]

রচনাবলি[সম্পাদনা]

গল্পগ্রন্থ
  • ঘুম-মাছ ও এক টুকরো নারী
  • অগ্নিতা
  • স্বর্ণতরবারি
  • কৃষ্ণপক্ষের ঊষা
  • পেরেক
  • জাদুবাস্তবতার দুই সখী
  • বিপ্রতীপ মানুষের গল্প
  • বিষপিঁপড়ে
  • তপতীর লাল ব্লাউজ
  • আয়নামামি
অনূদিত গল্পগ্রন্থ
  • ডন অব দ্যা ওয়েনিং মুন
উপন্যাস
  • পিতলের চাঁদ
  • ভাঙতে থাকা ভূগোল
কাব্যগ্রন্থ
  • জল ও গোলাপের ছোবল
  • হরিৎ রেহেলে হৃদয়
  • চন্দ দহন
নাট্যকাব্য
  • উড়ন্ত ভায়োলিন
কিশোর উপন্যাস
  • আদৃতার পতাকা
  • হাতিমা ও টুনটুনি
নাটক
  • বৃদ্ধ ও রাজকুমারী
ভ্রমণ
  • আমরা যখন নেপালে

পুরস্কার[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অনন্যা সাহিত্য পুরস্কার পেলেন ঝর্না রহমান"দৈনিক প্রথম আলো। ১৬ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  2. "ঝর্না রহমান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ মে ২০১৩। ১১ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২১ 
  3. "অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন ঝর্না রহমান"বাংলা ট্রিবিউন। ৪ মার্চ ২০২১। ১৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২১ 
  4. "'অনন্যা' সাহিত্য পুরস্কার ১৪২৭ পাচ্ছেন ঝর্ণা রহমান"দৈনিক ইত্তেফাক। ৫ মার্চ ২০২১। ৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২১ 
  5. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন"দৈনিক প্রথম আলো