শ্রী ৪২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Shree 420 থেকে পুনর্নির্দেশিত)
শ্রী ৪২০
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজ কাপুর
প্রযোজকরাজ কাপুর
রচয়িতাখাজা আহমদ আব্বাস
শ্রেষ্ঠাংশে
সুরকারশঙ্কর-জয়কিশন
চিত্রগ্রাহকরধু কর্মকার
সম্পাদকজি. জি. মায়কর
মুক্তি
  • ১৬ সেপ্টেম্বর ১৯৫৫ (1955-09-16)
স্থিতিকাল১৬৮ মিনিট
দেশভারত
ভাষাহিন্দুস্তানি[১]
আয়প্রা. ৪.৯৫ কোটি (২০১৯-এর হিসাবে প্রা. ৪৪২.৬২ কোটি)

শ্রী ৪২০ (হিন্দি: श्री ४२०) হলো রাজ কাপুর পরিচালিত ও প্রযোজিত ১৯৫৫ সালের ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন খাজা আহমদ আব্বাস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রাজ কাপুরনার্গিস। চলচ্চিত্রটিতে কাপুরের অভিনীত চরিত্রটি চার্লি চ্যাপলিনের "লিটল ট্রাম্প" চরিত্র থেকে অনুপ্রাণিত।

চলচ্চিত্রটি ১৯৫৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র।[২] এটি ৩য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে হিন্দি ভাষার দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মেধার সনদ অর্জন করে এবং দুটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে।

কুশীলব[সম্পাদনা]

  • রাজ কাপুর - রণবীর রাজ
  • নার্গিস - বিদ্যা
  • নাদিরা - মায়া
  • নেমো - শেঠ সোনাচাঁদ ধর্মানন্দ
  • ললিতা পবার - গঙ্গা মাই
  • এম. কুমার - ভিক্ষুক
  • হরি শিবদসানি - ফিলাচাঁদ
  • নানা পলসিকর
  • ভুডো আডবানি - ধর্মানন্দের ভৃত্য
  • পেসি পাটেল - মহাজন
  • রমেশ সিংহ
  • রশিদ খান
  • শৈল বাজ
  • এস. পি. বেরি
  • কাথনা
  • সত্যনারায়ণ
  • শৈলেন্দ্র
  • রাজু
  • মনসরম
  • ইফতেখার - পুলিশ ইনস্পেক্টর
  • উমা দেবী - মায়ার প্রতিবেশী
  • আনোয়ারি
  • ইন্দিরা
  • মিরাজকর - ইনস্পেক্টর
  • ভগবানদাস
  • বিশম্বর

সঙ্গীত[সম্পাদনা]

শ্রী ৪২০ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-জয়কিশন এবং গীত রচনা করেছেন শৈলেন্দ্রহাসরাত জয়পুরি

নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."দিল কা হাল সুনে দিলওয়ালো"শৈলেন্দ্রমান্না দে৫:৩৬
২."মেরা জুতা হ্যায় জাপানি"শৈলেন্দ্রমুকেশ৪:৩৩
৩."মুড় মুড় কে না দেখ"শৈলেন্দ্রমান্না দে, আশা ভোঁসলে৬:৩৪
৪."প্যায়ার হুয়া ইকরার হুয়া"শৈলেন্দ্রলতা মঙ্গেশকর, মান্না দে৪:২২
৫."রামাইয়া বাস্তবাইয়া"শৈলেন্দ্রলতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, মুকেশ৬:১০
৬."ইছক দানা বিছক দানা"হাসরাত জয়পুরিলতা মঙ্গেশকর, মুকেশ৫:০৮
৭."ও জানেওয়ালে"হসরত জয়পুরিলতা মঙ্গেশকর২:২০
৮."শাম গয়ি রাত আয়ি"হসরত জয়পুরিলতা মঙ্গেশকর৪:০০

পুরস্কার[সম্পাদনা]

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল
৩য় জাতীয় চলচ্চিত্র পুরস্কার[৩] হিন্দি ভাষার দ্বিতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র - মেধার সনদ রাজ কাপুর বিজয়ী
৩য় ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক রধু কর্মকার বিজয়ী
শ্রেষ্ঠ চিত্রসম্পাদক জি. জি. মায়কর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ডাইয়ার, রেচেল (২০০৬)। Filming the Gods: Religion and Indian Cinema (ইংরেজি ভাষায়)। রুটলেজ। পৃষ্ঠা ১০৬। আইএসবিএন 9781134380701 
  2. "Box Office 1955"বক্স অফিস ইন্ডিয়া। ১২ অক্টোবর ২০১২। ১২ অক্টো ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০২০ 
  3. "Directorate of Film Festival" (পিডিএফ)। Iffi.nic.in। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]