কোটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১০০০০০০০
অঙ্কবাচকএক কোটি
পূরণবাচক১০০০০০০০তম
(এক কোটিতম)
গুণকনির্ণয়number out of range
গ্রিক অঙ্ক
বাইনারি১০০১১০০০১০০১০১১০১০০০০০০০
টাইনারি২০০২১১০০১১০২১০১
কোয়াটারনারি২১২০২১১২২০০০
কুইনারি১০০৩০০০০০০০
সেনারি৫৫৪২০০১৪৪
অকট্যাল৪৬১১৩২০০
ডুওডেসিমেল৩৪২৩০৫৪১২
হেক্সাডেসিমেল৯৮৯৬৮০১৬
ভাইজেসিমেল৩২A০০০২০
বেজ ৩৬৫YC১S৩৬

কোটি (১,০০,০০,০০০) হচ্ছে ৯৯,৯৯,৯৯৯ ও ১,০০,০০,০০১ সংখ্যার মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যাবৈজ্ঞানিক অঙ্কপাতনে একে ১০ আকারে লেখা হয়।[১]

গাণিতিক উপস্থাপন[সম্পাদনা]

দশমিকে এক কোটি কে বিভিন্নভাবে লেখা যায়:

  • ১,০০,০০,০০০ - এক এর পর সাতটি শূন্য ।
  • ১ x ১০ - বৈজ্ঞানিক পরিভাষায় দশ এর সপ্তম ঘাত দ্বারা প্রকাশ করা হয়।
  • ১০ ----এভাবেও লেখা যায় ।

বিভিন্ন ব্যবহার[সম্পাদনা]

কোটি অন্য অর্থে পদ বা স্থান বোঝায়, যেমন "উচ্চকোটি" নির্দেশ করে উচ্চপদস্থ বা উচ্চস্থানীয়।

কোটি শব্দটির আরেকটি ব্যবহার হিসেবে উল্লেখ করা যায়, প্রচলিত রয়েছে হিন্দুধর্মে দেবতার সংখ্যা তেত্রিশ কোটি ; ভ্রান্ত ধারণা হল ৩৩,০০,০০,০০০ টি দেবতা। কিন্তু এর প্রকৃত অর্থ হল তেত্রিশজন পদাধিকারী দেবতা।

অনেকসময় অনেক ধন-সম্পত্তির মালিক বোঝাতে "কোটিপতি" বলে উল্লেখ করা হয় ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Knowing our Numbers"Department of School Education And Literacy। National Repository of Open Educational Resources। ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬