টিম জোরার
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | টিমোথি যোসেফ জোরার | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২৫ সেপ্টেম্বর, ১৯৬১ পার্থ, পশ্চিম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক গুগলি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক, কোচ | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ৩৩৭) | ২১ ফেব্রুয়ারি ১৯৮৬ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১০ জানুয়ারি ১৯৮৭ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৯৩) | ৫ ফেব্রুয়ারি ১৯৮৬ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ১৬ জানুয়ারি ১৯৯৪ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৮০ – ১৯৯৪ | ওয়েস্টার্ন ওয়ারিয়র্স | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১ নভেম্বর ২০১৮ |
টিমোথি যোসেফ জোরার (ইংরেজি: Tim Zoehrer; জন্ম: ২৫ সেপ্টেম্বর, ১৯৬১) পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণকারী কোচ, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও রুলস ফুটবলার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৬ থেকে ১৯৮৭ সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। এছাড়াও ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন টিম জোরার।
খেলোয়াড়ী জীবন
১৯৮০-৮১ মৌসুমে শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পক্ষে আত্মপ্রকাশ ঘটে টিম জোরারের। তিনি রড মার্শের স্থলাভিষিক্ত হয়ে খেলতেন। রড মার্শের অবসর গ্রহণের পর রাজ্যদলের প্রথম পছন্দের উইকেট-রক্ষকে পরিণত হন ও একপর্যায়ে অস্ট্রেলিয়া টেস্ট দলেরও উইকেট-রক্ষকের মর্যাদা লাভ করেন। ১৯৮৬ থেকে ১৯৮৭ সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে দশটি টেস্টে অংশগ্রহণ করেছিলেন। এ সময়ে অস্ট্রেলিয়া দল বিশ্বের শীর্ষস্থানীয় দলে পরিণত হয়েছিল।
১৯৮৫-৮৬ মৌসুমে নিউজিল্যান্ড ও ১৯৮৬-৮৭ মৌসুমে ভারত গমন করেন। এছাড়াও ২২টি একদিনের আন্তর্জাতিকে অংশ নিয়েছেন টিম জোরার। টিম জোরার দাবী করেন যে, প্রথম পছন্দের উইকেট-রক্ষক হওয়া স্বত্ত্বেও শুধুমাত্র ব্যক্তিত্বের সংঘাতের কারণে অস্ট্রেলীয় কোচ ও নবনিযুক্ত দলনির্বাচক বব সিম্পসন তাকে দল থেকে বাদ দিয়েছিলেন।[১] প্রথমে গ্রেগ ডায়ার ও পরবর্তীতে ইয়ান হিলিকে তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপরও টিম জোরার ১৯৮৯ ও ১৯৯৩ সালে ইয়ান হিলি’র সহকারী হিসেবে দুইবার ইংল্যান্ড গমন করেন। ১৯৯৪ সালে ওয়াকায় সর্বশেষ একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেন। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্রামরত ইয়ান হিলি’র পরিবর্তে সাত বছর পর মাঠে নেমেছিলেন টিম জোরার।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পক্ষে খেলাকালীন বেশ সফল ছিলেন টিম জোরার। অন্যতম জনপ্রিয় উইকেট-রক্ষক হিসেবে রাজ্যদলের পক্ষে ৩৬০টি ডিসমিসাল ঘটিয়েছেন। পাশাপাশি লেগ ব্রেক বোলিংয়ে ৩৮টি প্রথম-শ্রেণীর উইকেট পেয়েছেন তিনি।
ইংল্যান্ডে উভয় সফরে প্রথম-শ্রেণীর বোলিং গড়ে অস্ট্রেলীয়দের মধ্যে শীর্ষস্থানে ছিলেন। ১৯৮৯সালে ১/৯ [২] ও ১৯৯৩ সালে ২০.৮০ গড়ে ১২ উইকেট পেয়েছিলেন।[৩] তবে, টেস্ট কিংবা একদিনের আন্তর্জাতিকের খেলায় তিনি কখনো বোলিং করেননি। ১৯৯৪-৯৫ মৌসুমের শুরুতে অ্যাডাম গিলক্রিস্টকে বিতর্কিতভাবে এনএসডব্লিউ দলে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। এরপর তাঁকে আর প্রথম-শ্রেণীর ক্রিকেট কিংবা লিস্ট এ ক্রিকেট খেলতে দেখা যায়নি।
অবসর
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর নেদারল্যান্ডসে কোচের দায়িত্ব পালন করেন ও ‘দ্য গ্লাভস আর অফ’ শিরোনামীয় আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেন।[৪]
ক্রিকেটের পাশাপাশি পেশাদারী পর্যায়ে অস্ট্রেলীয় রুলস ফুটবল খেলেছেন। ১৯৮২ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ফুটবল লীগে (ডব্লিউএএফএল) ইস্ট ফ্রিম্যান্টলের প্রতিনিধিত্ব করেছেন টিম জোরার।[৫]
ওডিআইয়ে ম্যান অব দ্য ম্যাচ
ক্রমিক | প্রতিপক্ষ | মাঠ | তারিখ | খেলায় অবদান | ফলাফল |
---|---|---|---|---|---|
১ | ভারত | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | ৫ ফেব্রুয়ারি, ১৯৮৬ | ১১ (১৯ বল) ; ১ কট | অস্ট্রেলিয়া ১১ রানে বিজয়ী[৬] |
২ | ওয়েস্ট ইন্ডিজ | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি | ৬ ফেব্রুয়ারি, ১৯৮৭ | ১ কট; ৫০ (৫৯ বল: ৫x৪) | অস্ট্রেলিয়া ২ উইকেটে বিজয়ী[৭] |
তথ্যসূত্র
- ↑ Zoehrer scotches sacking claims: Cricket
- ↑ 1989 tour averages
- ↑ 1993 tour averages
- ↑ "The Gloves Are Off (Paperback)"। Amazon.com। ১৯৯৫। আইএসবিএন 0-646-22580-4। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-২৭।
- ↑ "Website of the East Fremantle Football Club"।
- ↑ "1985–1986 Benson & Hedges World Series Cup – 1st Final – Australia v India – Sydney"। Howstat। ১০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫।
- ↑ "1986–1987 Benson & Hedges World Series Cup – 12th Match – Australia v West Indies – Sydney"। Howstat। ১০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫।
আরও দেখুন
- ক্রিস ম্যাথুজ
- টেরি অল্ডারম্যান
- অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেটারদের তালিকা
- অস্ট্রেলীয় টেস্ট উইকেট-রক্ষকদের তালিকা
- অস্ট্রেলীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা
- ক্রিকেট ও অস্ট্রেলীয় রুলস ফুটবল খেলোয়াড়দের তালিকা
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে টিম জোরার (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে টিম জোরার (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)