.এডব্লিউ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
.এডব্লিউ
প্রস্তাবিত হয়েছে১৯৯৬
টিএলডি ধরনকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিসেতার
প্রস্তাবের উত্থাপকসেতার
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত  আরুবা
বর্তমান ব্যবহারসাধারনত আরুবা ভিত্তিক কম্পানিগুলো ব্যবহার করে থাকে কিন্তু নিবন্ধন সংখ্যা অনেক কম।
নিবন্ধনের সীমাবদ্ধতাডোমেইন নাম শুধুমাত্র তারাই নিবন্ধন করতে পারে যাদের নিজের অথবা শেয়ারে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, অথবা বড়ো কোন কম্পানি যেগুলো আরুবায় নিবন্ধিত।
কাঠামোনিবন্ধন সরাসরি .এডব্লিউ এর অধীনে অথবা দ্বিতীয় স্তরের অধীনে। যেমন, .com.aw
নথিপত্রনিয়মাবলী
বিতর্ক নীতিমালাUDRP
ওয়েবসাইটআবেদন প্রক্রিয়া

.এডব্লিউ হল আরুবার কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয সংকেত ও ডোমেইন সাফিক্স। এর নিয়ন্ত্রণকারী সংস্থা হল, সেতার

দ্বিতীয় স্তরের ডোমেইন[সম্পাদনা]

নিবন্ধনের জন্য সরাসরি .এডব্লিউ এর জন্য আবেদন গ্রহণ করা হয়। এছাড়া সাবডোমেইনের অধীনেও আবেদন গ্রহণ করা হয়। যেমন ব্যবসায়িক কাজে .com.aw ব্যবহার করা হয়। অধিকাংশ নিবন্ধন প্রক্রিয়া সেতার এর মাধ্যমে করা হয়।

বহিঃসংযোগ[সম্পাদনা]