.বিজি
প্রস্তাবিত হয়েছে | ১৯৯১ |
---|---|
টিএলডি ধরন | কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | রেজিস্টার.বিজি |
প্রস্তাবের উত্থাপক | রেজিস্টার.বিজি |
উদ্দেশ্যে ব্যবহার | অস্তিত্বের সাথে সম্পর্কিত বুলগেরিয়া |
বর্তমান ব্যবহার | বুলগেরিয়ায় জনপ্রিয় |
নিবন্ধনের সীমাবদ্ধতা | বুলগেরিয়ায় অবস্থান করতে হবে অথবা সেখানে প্রতিনিধি থাকতে হবে। |
কাঠামো | দ্বিতীয় ও তৃতীয় স্তরে আবেদন গ্রহণ করা হয়। |
ওয়েবসাইট | রেজিস্টার.বিজি |
ডিএনএসসেক | হ্যাঁ |
.বিজি বুলগেরিয়ার কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। বর্তমানে রেজিস্টার.বিজি এটি নিয়ন্ত্রণ করছে। ডোমেইন নাম নিবন্ধনের আবেদন করতে হলে নিম্নোক্ত নীতিমালা অণুসরন করতে হয়,
- ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের কম্পানি ও নাগরিকেরা ডোমেইন নামের জন্য আবেদন করতে পারে।
- শুধুমাত্র সে সকল বিদেশী কম্পানি নিবন্ধন করতে পারবে যাদের বুলগেরিয়ায় ব্যবসা করার বৈধ লাইসেন্স রয়েছে। ডোমেইন নামের জন্য প্রতি বছর ৩০ ইউরো করে দিতে হয় (ভ্যাট সহ ৩৬ ইউরো[১])
২০০৬ সালের মাঝামাঝি থেকে নিবন্ধনের জন্য ৫০ ইউএসডি ও প্রতি বছর ৫০ ইউএসডি (ভ্যাটসহ মোট ১২০ ইউএসডি প্রথম বছর) করে পরিশোধ করতে হত। স্থানীয়দের জন্য এই মূল্য অত্যধিক হওয়ায় অনেক বুলগেরিয়ান সাইট .কম এর অধীনে (esp -bg.com), নিবন্ধন করা। এছাড়া .ওআরজি, .নেট ইত্যাদি ডোমেইনের মূল্য তুলনামুলকভাবে কম হওয়ায় (৮-১২ ইউএসডি প্রতি বছর) অনেকেই এই ডোমেইন নামগুলো ব্যবহার করে।[২]
২৫ আগস্ট, ২০০৮ থেকে .বিজি ডোমেইন নিবন্ধন প্রক্রিয়া তুলনামুলকভাবে সহজ করা হয়। এজন্য কোন প্রকার ট্রেডলাইসেন্স অথবা কম্পানি নামের দরকার হয় না।[৩] এছাড়াও নতুন গঠিত আরবিট্রেশন কমিটি নিবন্ধন প্রক্রিয়া সহজতর করেছে।[৪] ১৮ সেপ্টেম্বর, ২০০৬ থেকে কিছু তৃতীয় স্তরের ডোমেইন চালু করা হয় যেমন, a.bg, b.bg ইত্যাদি। এ ডোমেইনগুলো কম মূল্যে (১২ ইউএসডি+ভ্যাটসহ) ও অনেক কম শর্তে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।[৩] এই ডোমেইনগুলো মূলত ব্যক্তিগতভাবে নিবন্ধনের জন্য চালু করা হয়েছে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.register.bg/user/app.pl?action_key=ac_sv_rules_bg_domain&step_key=[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ (Bulgarian) Why Bulgarian firms avoid the .bg extension, Article by Martin Mitov in the magazine "Media sviat", december 2003
- ↑ ক খ "Terms and conditions, art. 2.3.4.2 and 2.3.5"। ২০ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩।
- ↑ "Terms and Conditions, Arbitration"। ২০ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩।
- ↑ Open letter ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ আগস্ট ২০১২ তারিখে (in Bulgarian)
বহিঃসংযোগ
[সম্পাদনা]ইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |