.বিজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(.bg থেকে পুনর্নির্দেশিত)
.বিজি
register.BG
প্রস্তাবিত হয়েছে১৯৯১
টিএলডি ধরনকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিরেজিস্টার.বিজি
প্রস্তাবের উত্থাপকরেজিস্টার.বিজি
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কিত  বুলগেরিয়া
বর্তমান ব্যবহারবুলগেরিয়ায় জনপ্রিয়
নিবন্ধনের সীমাবদ্ধতাবুলগেরিয়ায় অবস্থান করতে হবে অথবা সেখানে প্রতিনিধি থাকতে হবে।
কাঠামোদ্বিতীয় ও তৃতীয় স্তরে আবেদন গ্রহণ করা হয়।
ওয়েবসাইটরেজিস্টার.বিজি
ডিএনএসসেকহ্যাঁ

.বিজি বুলগেরিয়ার কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। বর্তমানে রেজিস্টার.বিজি এটি নিয়ন্ত্রণ করছে। ডোমেইন নাম নিবন্ধনের আবেদন করতে হলে নিম্নোক্ত নীতিমালা অণুসরন করতে হয়,

  • ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের কম্পানি ও নাগরিকেরা ডোমেইন নামের জন্য আবেদন করতে পারে।
  • শুধুমাত্র সে সকল বিদেশী কম্পানি নিবন্ধন করতে পারবে যাদের বুলগেরিয়ায় ব্যবসা করার বৈধ লাইসেন্স রয়েছে। ডোমেইন নামের জন্য প্রতি বছর ৩০ ইউরো করে দিতে হয় (ভ্যাট সহ ৩৬ ইউরো[১])

২০০৬ সালের মাঝামাঝি থেকে নিবন্ধনের জন্য ৫০ ইউএসডি ও প্রতি বছর ৫০ ইউএসডি (ভ্যাটসহ মোট ১২০ ইউএসডি প্রথম বছর) করে পরিশোধ করতে হত। স্থানীয়দের জন্য এই মূল্য অত্যধিক হওয়ায় অনেক বুলগেরিয়ান সাইট .কম এর অধীনে (esp -bg.com), নিবন্ধন করা। এছাড়া .ওআরজি, .নেট ইত্যাদি ডোমেইনের মূল্য তুলনামুলকভাবে কম হওয়ায় (৮-১২ ইউএসডি প্রতি বছর) অনেকেই এই ডোমেইন নামগুলো ব্যবহার করে।[২]

২৫ আগস্ট, ২০০৮ থেকে .বিজি ডোমেইন নিবন্ধন প্রক্রিয়া তুলনামুলকভাবে সহজ করা হয়। এজন্য কোন প্রকার ট্রেডলাইসেন্স অথবা কম্পানি নামের দরকার হয় না।[৩] এছাড়াও নতুন গঠিত আরবিট্রেশন কমিটি নিবন্ধন প্রক্রিয়া সহজতর করেছে।[৪] ১৮ সেপ্টেম্বর, ২০০৬ থেকে কিছু তৃতীয় স্তরের ডোমেইন চালু করা হয় যেমন, a.bg, b.bg ইত্যাদি। এ ডোমেইনগুলো কম মূল্যে (১২ ইউএসডি+ভ্যাটসহ) ও অনেক কম শর্তে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়।[৩] এই ডোমেইনগুলো মূলত ব্যক্তিগতভাবে নিবন্ধনের জন্য চালু করা হয়েছে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://www.register.bg/user/app.pl?action_key=ac_sv_rules_bg_domain&step_key=[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. (Bulgarian) Why Bulgarian firms avoid the .bg extension, Article by Martin Mitov in the magazine "Media sviat", december 2003
  3. "Terms and conditions, art. 2.3.4.2 and 2.3.5"। ২০ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩ 
  4. "Terms and Conditions, Arbitration"। ২০ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৩ 
  5. Open letter ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ আগস্ট ২০১২ তারিখে (in Bulgarian)

বহিঃসংযোগ[সম্পাদনা]