.বাংলা
প্রস্তাবিত হয়েছে | ২০১১ |
---|---|
টিএলডি ধরণ | কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড |
প্রস্তাবের উত্থাপক | ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় |
উদ্দেশ্যে ব্যবহার | ![]() |
নথিপত্র | চুক্তি |
বিতর্ক নীতিমালা | চুক্তিতে নীতির বিবাদের অস্তিত্ব উল্লেখ করা হয়, কিন্তু কোন বিবরণ পাওয়া যায়নি |
ডিএনএস নাম | xn--54b7fta0cc |
ওয়েবসাইট | বিটিসিএল.বাংলা |
.বাংলা (ডট বাংলা) বাংলাদেশের দ্বিতীয় ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি)। বাংলা ভাষায় ওয়েব ঠিকানা বুঝাতে এই ডোমেইন ব্যবহৃত হয়। বর্তমানে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দ্বারা এটি পরিচালিত হচ্ছে।[১][২][৩]
ইতিহাস
২০১২ সালে এই ডোমেইনটির ব্যবহারের অধিকার পেতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষে ভারত সরকার আইসিএএনএনের কাছে আবেদন করে। পরবর্তীকালে আইসিএএনএন ডোমেইনটি বাংলাদেশকে ব্যবহারের অনুমতি দেয়।
ব্যবহারের জন্য অনুমতি পাওয়ার পর তিন বছরে তা কার্যকর করতে না পারায় ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশ ডোমেইনটি ব্যবহারের অধিকার হারায়।[৪] পরবর্তীকালে .বাংলা (ডট বাংলা) ডোমেইন সক্রিয় করতে সরকার তৎপর হয়।
২০১৬ সালের জুন মাসে আইএএনএ তাদের ওয়েবসাইটে ডট বাংলা ডোমেইনটি বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে।[৫]
২০১৯ সালে মোট ৫৭১ জন এই শেষাংশের ডোমেইন কিনেছিল।[৬]
বিশেষত্ব
বাংলা ভাষাতে ডট বাংলায় ওয়েব ঠিকানা লেখা যাবে।[৭] যেমনঃ উইকিপিডিয়ার ওয়েব ঠিকানা হিসেবে উইকিপিডিয়া.বাংলা লিখা যাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ২০১৬ সালের ডিসেম্বরের ১৬ তারিখ থেকে এটি সাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ছিল।[৮] পরবর্তীতে, ৩১ ডিসেম্বর ২০১৬ তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে .বাংলা ডোমেইনের উদ্বোধন করেন।[৯]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ "IDN ccTLD Fast Track String Evaluation Completion - ICANN"। ২৪ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৩।
- ↑ ".বাংলা Domain Delegation Data"। www.iana.org। সংগ্রহের তারিখ ২০২২-০২-২০।
- ↑ "Report on the Delegation of the .বাংলা ("bangla") domain representing Bangladesh in Bengali script to the Ministry of Posts, Telecommunications and Information Technology, Posts and Telecommunications Division"। www.iana.org। সংগ্রহের তারিখ ২০২২-০২-২০।
- ↑ "ডট বাংলা ডোমেইন হারাল বাংলাদেশ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫।
- ↑ "ডট বাংলা ডোমেইন পেল বাংলাদেশ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৬।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বাংলা ডোমেইনে আগ্রহ বাড়ছে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০২-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলায় লিখি ওয়েব ঠিকানা"।
- ↑ "ডট বাংলা ডোমেইনে নিবন্ধন শুরু ১৬ ডিসেম্বর"।
- ↑ "ডট বাংলা ডোমেইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০১৭-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৬।
বহিঃসংযোগ
- উইকিপিডিয়া.বাংলা (বাংলা উইকিপিডিয়ার .বাংলা ডোমেইন)
- উইকিমিডিয়া.বাংলা (উইকিমিডিয়া বাংলাদেশের .বাংলা ডোমেইন)
- বিটিসিএল.বাংলা
- উত্তরাধিকার.বাংলা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ নভেম্বর ২০২১ তারিখে - প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা
- আইএএনএ সাইটে তথ্য (ইংরেজি)