.সিডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(.cd থেকে পুনর্নির্দেশিত)
.সিডি
.cd -- Dot CD Domains
প্রস্তাবিত হয়েছে১৯৯৭
টিএলডি ধরণকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিনিক গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
প্রস্তাবের উত্থাপকইন্টারপয়েন্ট এসএআরএল
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কিত  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
বর্তমান ব্যবহারতেমন জনপ্রিয় নয় কিন্তু কঙ্গোতে কিছু ও ভিডিও গানের সিডি প্রকাশনা দ্বারা ব্যবহার হয়।
নিবন্ধনের সীমাবদ্ধতানাই
কাঠামোদ্বিতীয় স্তরে নিবন্ধন অনুমোদিত
বিতর্ক নীতিমালাইউডিআরপি
ওয়েবসাইটwww.nic.cd

.সিডি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রর কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। এটি .জেডআর এর স্থানান্তর। এটি ১৯৯৭ সালে চালু হয়। ২০০১ সালে .জেডআর টপ লেভেল ডোমেইনটি বাতিল করা হয়।

কিছু সংরক্ষিত ডোমেইন নাম যেমন, .com.cd, .net.cd, .org.cd ছাড়া পৃথিবীর যে কোন প্রান্তের যে কেউ নির্দিষ্ট অর্থের বিনিময়ে .সিডি ডোমেইন নিবন্ধন করতে পারবে। কমপেক্ট ডিস্ক এর সংক্ষিপ্ত নাম সিডি হওয়ায় .সিডি ডোমেইন নাম ডোমেইন হ্যাকেও ব্যবহার করা হয়।

বহিঃসংযোগ[সম্পাদনা]