.ডিজেড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(.dz থেকে পুনর্নির্দেশিত)
.ডিজেড
NIC.DZ
প্রস্তাবিত হয়েছে১৯৯৪
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিনিক.ডিজেড
প্রস্তাবের উত্থাপকসিইআরআইএসটি
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কিত  আলজেরিয়া
বর্তমান ব্যবহারআলজেরিয়ায় জনপ্রিয়
নিবন্ধনের সীমাবদ্ধতাঅবশ্যই আলজেরিয়ায় অবস্থান করতে হবে; ডোমেইন নাম অবশ্যই কম্পানি বা সংস্থার ট্রেডমার্কের সাথে সংঙ্গতিপূর্ণ হতে হবে।
কাঠামোসরাসরি দ্বিতীয় স্তরে বা দ্বিতীয় স্তরের অধীনে তৃতীয় স্তরে নিবন্ধন গ্রহণ করা হয়।
ওয়েবসাইটনিক.ডিজে

.ডিজেড আলজেরিয়ার কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। নেটওয়ার্ক ইন্টারনেট সেন্টার.ডিজেড এটি নিয়ন্ত্রণ করে থাকে। ডোমেইন নামের জন্য আবেদন করতে হলে আলজেরিয়ায় অবশ্যই কোন ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে ও নামের জন্য তিন বা তার অধিক অক্ষরে আবেদন করা যাবে। বর্তমানে ডোমেইন নাম নিবন্ধনের জন্য বছরে ১০০০ (১৪ ইউএসডি) আলজেরিয়ান দিনার করে দিতে হয়। ডিজেড নামটি এসেছে আলজেরিয়ার স্থানীয় নাম ডিজায়ের (Dzayer) থেকে।

দ্বিতীয় স্তরের ডোমেইন[সম্পাদনা]

  • .com.dz : ব্যাবসায়িক
  • .org.dz : সংস্থা
  • .net.dz :আইএসপি
  • .gov.dz : সরকারি
  • .edu.dz :শিক্ষা প্রতিষ্ঠান
  • .asso.dz : এসোসিয়েশন
  • .pol.dz : রাজনৈতিক
  • .art.dz : শিল্পকলা ও সংস্কিৃতিক

দ্বিতীয় টপ লেভেল ডোমেইন[সম্পাদনা]

আলজেরিয়ার স্থানীয় ভাষার অক্ষরে একটি দ্বিতীয় টপ-লেভেল ডোমেইন রয়েছে: الجزائر

বহিঃসংযোগ[সম্পাদনা]