আয়না (২০০৬-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়না
পরিচালককবরী
প্রযোজকঅঞ্জন চৌধুরী পিন্টু
রচয়িতাআখতারুজ্জামান (সংলাপ)
চিত্রনাট্যকারকবরী
কাহিনিকারকবরী
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
চিত্রগ্রাহকজেড এইচ পিন্টু
সম্পাদকমুজিবুর রহমান দুলু
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি
  • ২৬ মে ২০০৬ (2006-05-26)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

আয়না কবরীর রচিত ও পরিচালিত ২০০৬ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।[১][২] চলচ্চিত্রটির সংলাপ লিখেছেন আখতারুজ্জামান। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে মাছরাঙ্গা প্রডাকশন্স এবং ইমপ্রেস টেলিফিল্মএসিড সন্ত্রাস নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন কবরী, সুভাষ দত্ত, এটিএম শামসুজ্জামান, ফেরদৌস আহমেদ, সোহানা সাবা। চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা

চলচ্চিত্রটি ২০০৬ সালের ২৬শে মে বাংলাদেশে মুক্তি পায়। এটি ২৮তম বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (আখতারুজ্জামান) বিভাগে একটি এবং ৯ম মেরিল-প্রথম আলো পুরস্কারে সেরা চলচ্চিত্রসেরা চলচ্চিত্র অভিনেত্রী - সমালোচক (সাবা) বিভাগে দুটি পুরস্কার লাভ করে।

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

প্রাণের মানুষ চলচ্চিত্রটির সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। গানের গীত লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, পলাশ, আবিদা সুলতানা ও ঝুমু খান।

পুরস্কার[সম্পাদনা]

২৮তম বাচসাস পুরস্কার[৩]
৬ষ্ঠ মেরিল-প্রথম আলো পুরস্কার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অভিনয়-অভিনয়ের বাইরের কবরী"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এপ্রিল ১৭, ২০২১। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩ 
  2. "কবরীর 'আয়না' বর্তমান সমাজের দর্পণ"বন্ধুসভা। ২২ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৩ 
  3. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৮২। আইএসবিএন 984-70194-0045-9 

বহিঃসংযোগ[সম্পাদনা]