বিষয়বস্তুতে চলুন

রেহানা মরিয়ম নূর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেহানা মরিয়ম নূর
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকআব্দুল্লাহ মোহাম্মদ সাদ
প্রযোজক
  • জেরেমি ‍চুয়া
  • রাজিব মহাজন
  • সাইদুল হক খন্দকার
  • এহসানুল হক বাবু
  • আলী আফজাল উজ্জ্বল
  • তুহিন তমিজুল
রচয়িতাআবদুল্লাহ মোহাম্মদ সাদ
শ্রেষ্ঠাংশে
সুরকারশৈব তালুকদার
(আবহ সঙ্গীত)
চিত্রগ্রাহকতুহিন তমিজুল
সম্পাদকআবদুল্লাহ মোহাম্মদ সাদ
প্রযোজনা
কোম্পানি
  • ফটোকল
  • মেট্রো ভিডিও
পরিবেশকফিল্ম বুটিক
মুক্তি
  • ৭ জুলাই ২০২১ (2021-07-07) (কান)
স্থিতিকাল১০৭ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

রেহানা মরিয়ম নূর ২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং প্রটোকল ও মেট্রোর ব্যানারে প্রযোজনা করেছেন জেরেমি চুয়া। এছাড়াও সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।[][][] এটি ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প নির্মিত করা হয়েছে।[] এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন[] আন্তর্জাতিকভাবে পরিবেশনের উদ্দেশ্যে চলচ্চিত্রটি জার্মানভিত্তিক বিক্রয় ও পরিবেশক সংস্থা ফিল্মস বুটিকের সাথে চুক্তিবদ্ধ হয়। ২০২১ সালে এ চলচ্চিত্রটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসব আসরের আঁ সেরতাঁ র‍্যগার বিভাগে নির্বাচিত হয়।[] এটি এ বিভাগে স্থান পাওয়া প্রথম বাংলাদেশী চলচ্চিত্র।[][][] এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) ১৪ তম আসরে চলচ্চিত্রটি যৌথভাবে গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করে এবং একই আসরে চলচ্চিত্রটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন।[১০]

কাহিনি সংক্ষেপ

[সম্পাদনা]

একটি বেসরকারি কলেজের ৩৭ বছর বয়সী শিক্ষিকা রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি হয়। যেখানে রেহানা একজন সিঙ্গেল মা, মেয়ে, বোন ও শিক্ষিকা হিসেবে কঠিন জীবনযাপনে অভ্যস্ত। রেহানা মরিয়ম নূর ৬ বছর বয়সী এক কন্যার মা৷ মেয়েকে একা বড় করা, বাবা, মা ও ভাইয়ের দেখাশোনা, খরচ জোগাড়- সবই করতে হয় তাকে৷ কিন্তু রেহানা কতটা অবিচল তা বোঝা যায় যখন তিনি তার স্বামীর দেয়া ঘড়ি সবসময় পরে থাকেন৷ মেডিকেল কলেজের এই শিক্ষকের জেদ প্রমাণ করতে গিয়ে পরিচালক দেখান, যে তিনি ছাত্রীর নকল ধরার জন্য গিয়ে বসে থাকেন তার পাশে৷ সফলও হন৷ তিনি এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন। এরপর থেকে সে তার মেডিকেল কলেজের ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী অপর শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ জানান। আর এ প্রতিবাদ জানাতে গিয়ে তিনি ক্রমেই একরোখা হয়ে ওঠেন। পরবর্তীতে একই সময়ে রেহানা ৬ বছর বয়সী কন্যার সাথে বিদ্যালয় কর্তৃপক্ষ রূঢ় আচরণ করেন। এমন অবস্থায় অনড় রেহানা বিদ্যালয়ের তথাকথিত নিয়মের বাইরে থেকে নিজ সন্তান ও ওই ছাত্রীর জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন।[১১]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • আজমেরী হক বাঁধন - রেহানা মরিয়ম নূর
  • আফিয়া জাহিন জাইমা - ইমু
  • কাজী সামি হাসান - অধ্যাপক আরেফিন
  • আফিয়া তাবাসসুম বর্ণ - অ্যানি
  • জোপারি লু - মিমি
  • ইয়াছির আল হক - রনি
  • সাবেরি আলম - অধ্যক্ষ
  • ফারজানা বিথ - আয়েশা
  • জাহেদ চৌধুরী মিঠু
  • খুশিয়ারা খুশবু অনি
  • অভ্রদিৎ চৌধুরী

মুক্তি

[সম্পাদনা]

রেহানা মরিয়ম নূর ২০২১ সালের ৭ জুলাই ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সেরতাঁ র‍্যগার বিভাগে প্রদর্শিত হয়[১২] এবং দর্শকদের দাঁড়িয়ে হাততালিতে সম্মানিত হয়।[১৩] ২০২১ সালের ১২ নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহসমূহে মুক্তি পায়।[১৪] ২০২১ সালের ৩০ ডিসেম্বর রাত ৮ টায় রেহানা মরিয়ম নূর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায়।[১৫]

মূল্যায়ন

[সম্পাদনা]

সমালোচকদের প্রতিক্রিয়া

[সম্পাদনা]

কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর চলচ্চিত্রটি সমালোচক ও দর্শকদের নিকট থেকে ইতিবাচক সাড়া পায়। দ্য হলিউড রিপোর্টার-এর ডেবোরা ইয়ং লিখেন, "রেহানা মরিয়ম নূর একটি দৃঢ়ভাবে বোনা মনস্তাত্ত্বিক জীবনবর্ণনা যা বিতর্কের সৃষ্টি করতে বাধ্য করবে।"[১৬] স্ক্রিন ডেইলি লিখে, "চলচ্চিত্রটি এক ধরনের আকর্ষণধর্মী ধারাবাহিকতা এবং আজমেরি হক বাঁধনের অভিনয়ের মধ্য দিয়ে এক ধরনের অব্যবস্থিত গতির বিস্তার ধরে রাখে।"[১৭] এনডিটিভির শৈবাল চ্যাটার্জি লিখেন, "সাদের তীক্ষ্ণ চিত্রনাট্য, তুহিন তমিজুলের অস্থিরমনা ক্যামেরা, নিঃশব্দ রঙবিন্যাস এবং আজমেরি হকের গভীর প্রভাব বিস্তারকারী অভিনয়ের সমন্বয় চলচ্চিত্রটিতে অস্থির আবেগপূর্ণ গতি সঞ্চার করে।"[১৮]

অর্জন

[সম্পাদনা]
পুরস্কার এবং মনোনয়নের তালিকা
সংগঠন বছর বিভাগ প্রাপক ফলাফল তথ্যসূত্র
মোজাইক আন্তর্জাতিক দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব, কানাডা ২০২১ শ্রেষ্ঠ অভিনেত্রী আজমেরী হক বাঁধন বিজয়ী [১৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, বিনোদন। "সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৪ 
  2. "কান উৎসবে বাংলাদেশের অভিষেক"একাত্তর টিভি। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৪ 
  3. "কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ইতিহাস"সমকাল। ২০২১-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৪ 
  4. "রেহানা মরিয়ম নূর: সাধারণের অসাধারণ"DW.COM। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯ 
  5. "কানে ইতিহাস গড়ে যা বললেন বাঁধন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ জুলাই ২০২১। ৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১ 
  6. Sharf, Zack; Sharf, Zack (২০২১-০৬-০৩)। "Cannes Film Festival 2021 Lineup: Sean Baker, Wes Anderson, and More Compete for Palme d'Or"IndieWire (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৪ 
  7. "কান উৎসবে ইতিহাস গড়লো বাংলাদেশি সিনেমা 'রেহানা মরিয়ম নূর'"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৪ 
  8. "Bangladeshi film 'Rehana Maryam Noor' makes history by being officially selected for Cannes"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৪ 
  9. "প্রথমবারের মতো কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের ছবি"সারাবাংলা। ২০২১-০৬-০৩। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৪ 
  10. "মুক্তির আগের দিন অ্যাপসায় 'রেহানা'র বাজিমাত"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ নভেম্বর ১২, ২০২১ 
  11. "রিভিউ" 
  12. প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের চলচ্চিত্র"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০৪ 
  13. "'Rehana Maryam Noor' receives standing ovation at Cannes"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১ 
  14. প্রতিবেদক। "দেশে মুক্তি পেল 'রেহানা মরিয়ম নূর', চলছে যেসব প্রেক্ষাগৃহে"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ নভেম্বর ১২, ২০২১ 
  15. "চরকিতে মুক্তি পাচ্ছে 'রেহানা মরিয়ম নূর'"বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৯ 
  16. "'Rehana Maryam Noor': Film Review"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১ 
  17. "'Rehana': Cannes Review"স্ক্রিন ডেইলি। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১ 
  18. চ্যাটার্জি, শৈবাল (১০ জুলাই ২০২১)। "Rehana Maryam Noor Review: With A Deeply Affecting Performance By Azmeri Haque Badhon, The Film Is Flawless"এনডিটিভি। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২১ 
  19. "'নোনাজলের কাব্য' ও 'রেহানা মরিয়ম নূর' কানাডায় পুরস্কৃত"কালের কণ্ঠ। ২০২১-১২-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]