সোনাদা

স্থানাঙ্ক: ২৬°৫৮′২০″ উত্তর ৮৮°১৫′৫৩″ পূর্ব / ২৬.৯৭২৩° উত্তর ৮৮.২৬৪৭° পূর্ব / 26.9723; 88.2647
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোনাদা
জনগণনা নগর
দার্জিলিং পর্বত রেলের সোনাদা স্টেশন
দার্জিলিং পর্বত রেলের সোনাদা স্টেশন
সোনাদা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
সোনাদা
সোনাদা
সোনাদা ভারত-এ অবস্থিত
সোনাদা
সোনাদা
মানচিত্রে সোনাদা খাসমহলের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৫৮′২০″ উত্তর ৮৮°১৫′৫৩″ পূর্ব / ২৬.৯৭২৩° উত্তর ৮৮.২৬৪৭° পূর্ব / 26.9723; 88.2647
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদার্জিলিং
আয়তন
 • মোট৫.৮১ বর্গকিমি (২.২৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১১,৬৩৫
 • জনঘনত্ব২,০০০/বর্গকিমি (৫,২০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকনেপালি[১][২]
 • সহদাপ্তরিকবাংলাইংরাজী[১]
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৭৩৪২০৯
যানবাহন নিবন্ধনWB (ডব্লু বি)

সোনাদা দেশের পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অন্তর্গত একটি জনগণনা নগর৷

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

সোনাদা ২৬°৫৭′৪৩″ উত্তর ৮৮°১৬′০৬″ পূর্ব / ২৬.৯৬১৯৯৭° উত্তর ৮৮.২৬৮৩৬৭° পূর্ব / 26.961997; 88.268367 এ অবস্থিত৷

নগরটি দার্জিলিং জেলাসদর হইতে ১৭ কিলোমিটার, কার্শিয়াং হইতে ১৬ কিলোমিটার, মিরিক হইতে ২৩ কিলোমিটার, ঘুম হইতে ৮ কিলোমিটার, মংপু হইতে ৮ কিলোমিটার ও তাকদহ হইতে ১১ কিলোমিটার দূরে অবস্থিত৷ এটি শিলিগুড়ির সাথে দার্জিলিঙের সংযোগ স্থাপন করা ১১০ নং জাতীয় সড়কের ওপর অবস্থিত৷

সোনাদা বনাঞ্চল

বাদামতাম চা বাগান জনগণনা নগরটি দার্জিলিং জেলার জোড়বাংলো-সুকিয়াপোখরি ব্লকের অন্তর্ভুক্ত৷ শহরটি সোনাদা থানার অন্তর্গত৷

জনতত্ত্ব[সম্পাদনা]

২০১১ খ্রিষ্টাব্দের ভারতের জনগণনা অনুসারে সোনাদা খাসমহল জনগণনা নগরের জনসংখ্যা ১১৬৩৫ জন, যার মধ্যে ৫৭৯৩ জন পুরুষ ও ৫৮৪২ জন নারী৷ প্রতি হাজার পুরুষে ১০০৮ জন নারী৷ ৬ বছর অনুর্দ্ধ ৮৬১ জন শিশু, যা সমগ্র জনসংখ্যার ৭.৪০ %৷ ৬ বছরোর্দ্ধ জনসংখ্যার ৮৮.০১% অর্থাৎ ৯৪৮২ জন সাক্ষর৷[৩]

ভাষা ও ধর্ম[সম্পাদনা]

সোনাদায় পাহাড়ি মন্দির

ভাষা[সম্পাদনা]

অধিকাংশ লোকজনই নেপালি ভাষায় কথা বলেন৷ নগরের অনেকেই বাংলায় স্বাচ্ছন্দ্য৷

ধর্ম[সম্পাদনা]

সোনাদা খাসমহলের বিভিন্ন ধর্মাবলম্বী- ২০১১

  হিন্দুধর্ম (৪৯.৮১%)
  ইসলাম (২.০৩%)
  শিখধর্ম (০.০৩%)
  বৌদ্ধধর্ম (৪২.৭২%)
  জৈনধর্ম (০.১৮%)
  অন্যান্য (০.৫৩%)

জনগণনা নগরটিতে ৫৭৯৫ জন হিন্দু, ২৩৬ জন মুসলিম, ৫৪৭ জন খ্রিস্টান, ৩ জন শিখ, ৪৯৭০ জন বৌদ্ধ ও ২১ জন জৈন বাস করেন৷

পরিবহণ[সম্পাদনা]

বাগডোগরা বিমানবন্দর নগরের নিকটবর্তী বিমানবন্দর৷ দার্জিলিং পর্বত রেল (টয় ট্রেন) সোনাদার ওপর দিয়ে বিস্তৃত এবং এখানে একটি রেল স্টেশনও রয়েছে।

পর্যটন[সম্পাদনা]

সোনাদা মনাস্টরী, টাইগার পর্বত, ছাতকপুর, গোরেতো নালিচুর, ইন্তেক সেডার এবং সিঞ্চল হ্রদ প্রভৃতি পর্যটনস্থল সোনাদার নিকটে অবস্থিত কিছু দর্শনীয় স্থান৷ শহরটির বিভিন্ন দিকে প্রচুর চা তালুক রয়েছে৷ এছাড়া বালাসন নদীতে মাছধরার বন্দোবস্ত, ছাতকপুর পরিবেশবান্ধব পর্যটনগ্রাম থেকে সূর্যোদয়ের দৃশ্য প্রচুর পর্যটককে আকর্ষিত করে৷

সোনাদা রেলওয়ে স্টেশন

শিক্ষাব্যবস্থা[সম্পাদনা]

১৯৩৩ সনে সোনাদায় সালেসিয়ান কলেজ প্রতিষ্ঠা করা হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন সম্বন্ধযুক্ত এই কলেজটি ইংরেজি, ইতিহাস, ভূগোল, গণ যোগাযোগসাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, হিসাববিজ্ঞান, অর্থসংস্থান, ব্যবস্থাপনা, কম্পিউটার বিজ্ঞান, গণিত এবং সাধারণ কোর্সগুলির মধ্যে শিল্পকলা, বিজ্ঞানবাণিজ্যে অনার্স কোর্স প্রদান করে থাকে৷[৪]

১৯৮৫ সনে সোনাদা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়৷ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন সম্বন্ধযুক্ত এই কলেজটি ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, নেপালি এবং সাধারণ কোর্সগুলির মধ্যে শিল্পকলায় অনার্স কোর্স প্রদান করে থাকে৷[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Fact and Figures"www.wb.gov.in। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  2. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (পিডিএফ)nclm.nic.inMinistry of Minority Affairs। পৃষ্ঠা 85। ২৫ মে ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  3. https://www.census2011.co.in/data/town/306393-sonada-khasmahal-west-bengal.html
  4. "Salesian College, Sonada"। Careers 360। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "Sonada Degree College, Sonada"। Careers 360। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০