আলাপ:সোনাদা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প ভারত (মূল্যায়ন - মান Stub, গুরুত্ব low)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ভারতের অংশ, যা উইকিপিডিয়ায় ভারত সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
Stub-Class article অসম্পূর্ণ  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী Stub-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 নিম্ন  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী low-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

নাম প্রসঙ্গে[সম্পাদনা]

@Mouryan: নিবন্ধটির মান উন্নয়ন করার জন্য ধন্যবাদ। কিন্তু ভারত সরকার দ্বারা নথিকৃত অনলাইনে প্রাপ্ত তথ্য অনুসারে সোনাদা খাস মহল একটি জনগণনা নগর, শুধু তাই নয় শোনাতে নামে অপর একটি স্থানও রয়েছে যা মূলত গ্রামাঞ্চল। [১][২]

সম্পূর্ণ সোনাদা বলতে খাস মহল এবং জঙ্গল উভয়কে একত্রে বোঝায়। সে ক্ষেত্রে যদি শুধু সোনাদা নাম রাখা হয় তবে বনাঞ্চল অন্তর্ভুক্ত করা প্রয়োজনীয়, নতুবা সরকারি তথ্য অনুসারে সোনাদা খাসমহল নামটিই জনগণনা নগর হিসেবে লেখা ভালো বলে মনে করি। শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৬:৩০, ১৭ মে ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

নমস্কার @শরদিন্দু ভট্টাচার্য্য: বাবু। প্রথমেই মারাত্মক বিলম্বের জন্য মার্জনা চাহিব। আসলে, ভীষণ লজ্জার সাথে স্বীকার করতে হচ্ছে যে আপনার এই প্রশ্নগুলি কিছুভাবে আমার চোখ এড়িয়ে যায়। হয়তো আরেকটু ভালোভাবে নিজের বিজ্ঞপ্তিগুলি খেয়াল করার প্রয়োজন আছে।

যাই হোক, এই নিবন্ধটি আপনি খুব ভালো তথ্য দিয়ে বানিয়েছেন এবং উত্তরবঙ্গের বহু গ্রাম ও নগরের বাংলা উইকিপিডিয়ায় হয় এখনও নিবন্ধ নেই অথবা থাকলেও বিষয়বস্তুসমূহের মান, পরিমাণের দশা শোচনীয়। এই পরিস্থিতি আপনাকে, আমাকে মিলে পাল্টাতে হবে। "সোনাদা" নামে আমি নিবন্ধটি পুনঃনির্দেশ করার সিদ্ধান্ত নিই কারণ আইনি সংজ্ঞা অনুযায়ী সোনাদা ও সোনাদা খাসমহল আলবাত দুইটি ভিন্ন স্থানকে বোঝালেও আদতে, যে জায়গাটিকে আমরা সোনাদা বলে ভেবে/ডেকে থাকি এবং ব্যবহারিকতায়ও সোনাদা বলে যে নগরটিকে লোকে চিনে থাকে সেটা হলো সোনাদা নগরই (অর্থাৎ এই নিবন্ধটিই)। আপনার মতামতের অপেক্ষায় রইলাম এবং কথা দিচ্ছি আগামীতে এতোটা দেরী করবোনা একজন সহ-স্বেচ্ছাসেবককে উত্তর দিতে। -- Mouryan (আলাপ) ১২:৪৪, ২৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Mouryan: সত্যি বলতে বিষয়টা আমিও ভুলে গেছিলাম৷ যাইহোক, এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই৷ তবে সেক্ষেত্রে আমি বলবো সোনাদা গ্রামাঞ্চল এবং খাসমহল দুটিকেই যদি এই নিবন্ধে অন্তত উল্লেখ করা যায়৷ দ্বিতীয় একটি তথ্য দিই, ২০১১ অনুযায়ী জলপাইগুড়ি বিভাগের জনগণনা নগরগুলির বাংলা নিবন্ধ তৈরি করা হয়েছিলো ইংরাজী উইকিতে ঐগুলি তৈরির আগেই৷ আমার সন্দেহ আছ, ঐ সবগুলির সাথে পরে ইংরাজীর লিঙ্ক আদৌ করা হয়েছে কি না (আমি করি নি)৷ - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৩:৩০, ২৯ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@শরদিন্দু ভট্টাচার্য্য: বেশ, তাহলে আমি চেষ্টা করে দেখছি যদি পারি এই নিবন্ধটিকে সম্প্রসারণ করার। আন্তঃউইকি সংযোগের ব্যাপারটাও একটু ঘেঁটে দেখতে হবে। আর ছোট নিবন্ধের প্রসঙ্গে একটা কথা বলার, তা হলো: হয়তো এমনও হতে পারে, যে সময়ে বাংলা উইকিতে উত্তরবঙ্গ বিষয়ক নিবন্ধগুলি তৈরি করা হয় তার পর যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে সেহেতু ইংরেজি উইকিতে বর্তমানে নিবন্ধের মান বেড়েও থাকতে পারে। সেক্ষেত্রে ইংরেজি হইতে বাংলায় অনুবাদের প্রয়োজন আছে। ধন্যবাদ। -- Mouryan (আলাপ) ০৭:৪২, ৩০ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]