শ্যামকুড় ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্যামকুড়
ইউনিয়ন
শ্যামকুড় ইউনিয়ন
[[File:ক) নাম-১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ।খ) আয়তন-২৯বর্গ কি:মি:(প্রায়)গ) লোকসংখ্যা: ৩২৪৭৫ জন (আদমশুমারী ২০০১)ঘ) গ্রামের সংখ্যা: ২০টিঙ) মৌজার সংখ্যা: ১৯টিচ) হাট/বাজারের সংখ্যা-৫টিছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- অটো/বাস/মটরসাইকেল/ইজিবাইকের মাধ্যমেজ) শিক্ষার হার: ৪৯.৬৮, নারী-৪৫.৫৩,পুরুষ-৫৩.৫৯(২০০১ সালের আদমশুমারী অনুসারে)ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২৪টিঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২২ টিট) উচ্চ বিদ্যালয়- মাধ্যমিক-৭টিঠ) প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষার কেন্দ্র-১টি ড) মাদ্রাসা কামিল-১টি,আলীম-০১টি,দাখিল- ০৫টিঢ) দায়িত্বরত চেয়ারম্যান- এস এম মশিউর রহমানন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান-১টিত) ঐতিহাসিক স্থান-১টিথ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ০৪/০৪/২০০৮ইংদ) নবগঠিত পরিষদের বিবরণ: শপথ গ্রহনের তারিখ:০৬/৮/২০১১ প্রথম সভার তারিখ: ১১/০৮/২০১১ মেয়াদ উত্তীর্নের তারিখ: ধ) গ্রাম সমূহের নাম মুজগুন্নী, দূর্গাপুর নাগোরঘোপ, হাঁসাডাঙ্গা,বাঙ্গালীপুর, চিনাটোলা, সৈয়দমাহমুদপুর তেঘরী,দঃশ্যামকুড়, শ্যামকুড়, জামলা,রামনগর, লাউড়ী,আগরহাটি, ধলীগাতি, সুন্দলপুর,হালসা, পাড়দিয়া,ঘুঘুরাইল। ন)ইউনিয়ন পরিষদের জনবল নির্বাচিত পরিষদ সদস্য: ১৩ জন। ইউনিয়ন পরিষদ সচিব: ১ জন। ইউনিয় গ্রাম পুলিশ  : ১০ জন।ছবিshyamkur map_1|250px]]
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাযশোর জেলা
উপজেলামণিরামপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৭৫.১১ বর্গকিমি (২৯.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০০১)
 • মোট৩২,৪৭৫
 • জনঘনত্ব৪৩০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটshyamkurup.jessore.gov.bd

শ্যামকুড় ইউনিয়ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বৃহত্তর খুলনা বিভাগের জেলা যশোরের অন্তর্গত মণিরামপুর উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১][২]

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটির উত্তরে মণিরামপুর উপজেলা সদর (মণিরামপুর পৌরসভা),পূর্বে খানপুর ইউনিয়ন ও দূর্বাডাঙ্গা ইউনিয়ন, দক্ষিণে কেশবপুর উপজেলা সদর (কেশবপুর ইউনিয়ন),পশ্চিমে চালুয়াহাটি ইউনিয়ন ও খেদাপাড়া ইউনিয়ন অবস্থিত। ২০০১ সালের আদমশুমারী হিসাব অনুযায়ী ইউনিয়নটির লোকসংখ্যা ছিল ৩২৪৭৫ জন। এছাড়াও এখানে ২০টি গ্রাম এবং ১৯টি মৌজার রয়েছে।

গ্রামসমূহ[সম্পাদনা]

  1. মুজগুন্নী
  2. দূর্গাপুর
  3. নাগোরঘোপ
  4. হাঁসাডাঙ্গা,
  5. বাঙ্গালীপুর
  6. চিনাটোলা
  7. সৈয়দমাহমুদপুর
  8. তেঘরী
  9. দঃ শ্যামকুড়
  10. শ্যামকুড়
  11. জামলা
  12. রামনগর
  13. লাউড়ী
  14. আগরহাটি
  15. ধলীগাতি
  16. সুন্দলপুর
  17. হালসা
  18. পাড়দিয়া
  19. ঘুঘুরাইল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "এক নজরে শ্যামকুড় ইউনিয়ন"shyamkurup.jessore.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭ 
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭