বিষয়বস্তুতে চলুন

মাইকেল কারবেরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল কারবেরি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মাইকেল আলেকজান্ডার কারবেরি
জন্ম (1980-09-19) ১৯ সেপ্টেম্বর ১৯৮০ (বয়স ৪৩)
ক্রয়ডন, লন্ডন, ইংল্যান্ড
ডাকনামকার্বস, টবি, ব্লেড
উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬৪৬)
১২ মার্চ ২০১০ বনাম বাংলাদেশ
শেষ টেস্ট৩ জানুয়ারি ২০১৪ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ২২৯)
৩ সেপ্টেম্বর ২০১৩ বনাম আয়ারল্যান্ড
শেষ ওডিআই২৫ মে ২০১৪ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮মেরিলেবোন ক্রিকেট ক্লাব
২০০৬-বর্তমানহ্যাম্পশায়ার (জার্সি নং ১৫)
২০০৩-২০০৫কেন্ট
২০০১-২০০২সারে
১৯৯৯সারে ক্রিকেট বোর্ড
২০১৪-পার্থ স্কর্চার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৬৭ ১৬০
রানের সংখ্যা ৩৪৫ ১১৪ ১১,৫৫৮ ৪,৪৭০
ব্যাটিং গড় ২৮.৭৫ ১৯.০০ ৪৩.১২ ৩৩.১১
১০০/৫০ ০/১ ০/১ ৩২/৫৩ ৬/৩২
সর্বোচ্চ রান ৬০ ৬৩* ৩০০* ১৫০*
বল করেছে ১,৪৮৯ ৩২২
উইকেট ১৭ ১১
বোলিং গড় ৬১.৫৮ ২৭.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/৮৫ ৩/৩৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/– ২/– ৮২/– ৫৯/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ২৫ মার্চ ২০১৫

মাইকেল আলেকজান্ডার কারবেরি (ইংরেজি: Michael Carberry; জন্ম: ২৯ সেপ্টেম্বর, ১৯৮০) লন্ডনের ক্রয়ডন এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটারইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষে খেলছেন তিনি। বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন মাইকেল কারবেরি। এছাড়াও, ডানহাতি অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী তিনি।[] ঘরোয়া ক্রিকেটে হ্যাম্পশায়ারের প্রতিনিধিত্ব করছেন তিনি।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গায়ানিজ ও বজন বংশোদ্ভূত পরিবারের সন্তান তিনি।[] ওয়েস্ট উইকহামের সেন্ট জন রিগবি কলেজে অধ্যয়ন করেন।[] সারে দলের মাধ্যমে তার কাউন্টি ক্রিকেটে খেলা শুরু করেন। একই সময়ে সারে ক্রিকেট বোর্ডেও খেলেন তিনি। ২০০১-২০০২ পর্যন্ত সারে দলে খেলার পর কেন্টে যোগ দেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত কেন্টে অবস্থান করেন। এরপর ২০০৬ মৌসুমে হ্যাম্পশায়ারে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ইংল্যান্ড লায়ন্সের পক্ষে খেলেন।

২০০৬ সালে টুয়েন্টি২০ কাপে ২৭.৭৫ গড়ে ২২২ রান তোলেন।[] তন্মধ্যে মিডলসেক্সের বিপক্ষে সর্বোচ্চ ৯০ রান তোলেন।[] এরফলে ইংল্যান্ড এ দলের সদস্য হিসেবে বাংলাদেশ সফর করেন তিনি।[]

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২০০৯-১০ মৌসুমে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে।[] বাংলাদেশ সফরে তিনি নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের পরিবর্তে চলতি দায়িত্বে থাকা অ্যালাস্টেয়ার কুকের সাথে ব্যাটিংয় উদ্বোধনে নামার জন্য টেস্ট দলে অন্তর্ভুক্ত হন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ টেস্টে উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলেন। ব্যক্তিগত ৩০ রানে মাহমুদুল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিউর শিকারে পরিণত হন। আব্দুর রাজ্জাক তার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কারবেরিকে আউট করেন। ঐ ইনিংসে ৩৪ রান সংগ্রহ করেন তিনি। তাস্বত্ত্বেও ইংল্যান্ড দল ১৮১ রানের জয় পায়। এছাড়াও বাংলাদেশের প্রথম ইনিংসে নাইম ইসলামকে রান আউট করে নিজস্ব সেরা ফিল্ডিং নৈপুণ্য প্রদর্শন করেন।[]

২০১৩ সালের গ্রীষ্মে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিক[]একদিনের আন্তর্জাতিকে খেলার জন্য মনোনীত হন তিনি। ১৪ সেপ্টেম্বর ম্যাথু ওয়েদের ক্যাচ নেন একহাতে। এরপর চতুর্থ খেলায় নিজস্ব প্রথম অর্ধ-শতক তোলেন। ২৩ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে অ্যাশেজ সিরিজে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়। অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে খেলেন। দ্বিতীয় দিনে দলনায়ক কুকের সাথে খেলেন ও ইনিংসের সর্বোচ্চ ৪০ রান তোলেন। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে নিজস্ব প্রথম টেস্ট অর্ধ-শতক সংগ্রহ করেন। কিন্তু তাড়াহুড়োর কারণে তিনি ভাল করতে পারেননি। কিন্তু রুট, বেল ও কুকের সংগ্রহকে অতিক্রম করে ইংল্যান্ডের ব্যাটিং গড়ে তৃতীয় স্থানে ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Player profile: Michael Carberry" (English ভাষায়)। CricketArchive। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১১ 
  2. The St Kitts-Nevis Observer,"WI lose by 10 wickets after Root hundred" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে, 14 May 2013
  3. "Player profile: Michael Carberry" (English ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১১ 
  4. "Twenty20 Batting and Fielding in Each Season by Michael Carberry" (English ভাষায়)। CricketArchive। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১১ 
  5. "Hampshire v Middlesex, 2006 Twenty20 Cup" (English ভাষায়)। CricketArchive। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১১ 
  6. "First-Class Matches played by Michael Carberry" (English ভাষায়)। CricketArchive। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১১ 
  7. McGlashan, Andrew (১১ মার্চ ২০১০)। "Weakened England should still be too strong" (English ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১১ 
  8. "Bangladesh v England, 1st Test, 12–16 March 2010" (English ভাষায়)। CricketArchive। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১১ 
  9. "Michael Carberry given England call for Australia T20 series"BBC Sport (English ভাষায়)। British Broadcasting Corporation। ১৯ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৩ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]