মনোজ ত্যাগী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনোজ ত্যাগী
জন্ম১৯৬৮ (বয়স ৫৫–৫৬)
পেশাচিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক
কর্মজীবন২০০৩-বর্তমান
কর্ম
পূর্ণ তালিকা
পুরস্কারপূর্ণ তালিকা

মনোজ ত্যাগী (জন্ম ১৯৬৮) একজন ভারতীয় চিত্রনাট্যকারহিন্দি চলচ্চিত্র পরিচালক । তিনি পেজ থ্রি (২০০৫) এবং অপহরণ (২০০৬) চলচ্চিত্রের জন্য দুইবার শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, এবং পেজ থ্রি-এর জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। বিক্রম ভাটের এএসএ ফিল্মস প্রযোজিত মুম্বই সালসা (২০০৭) দিয়ে তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

ত্যাগী ১৯৬৮ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং সেখানে বেড়ে ওঠেন। তিনি এমবিএ ডিগ্রী অর্জন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

২০০২ সালে মুম্বইয়ে এসে তিনি কর্পোরেট জগতে কর্মজীবন শুরু করেন, জেরক্স, ক্যানন এবং এবিএন এএমআরও ব্যাংকের মত কোম্পানিতে কাজ করেন। ইতোমধ্যে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশের জন্য সুযোগ খুঁজতে শুরু করেন এবং মধুর ভান্ডারকরের সাথে সত্তা চলচ্চিত্রে সহ-লেখক হিসেবে কাজ করেন, যা সমালোচকদের প্রশংসা লাভ করে।[১] এরপর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক মধুর ভান্ডারকরের সাথে আন: মেন অ্যাট ওয়ার্ক (২০০৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পেজ থ্রি (২০০৫), কর্পোরেট (২০০৬) এবং জেল (২০০৯) চলচ্চিত্রে কাজ করেছেন।[২] তিনি পেজ থ্রি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[৩] ২০০৭ সালে তিনি বিক্রম ভাটের এএসএ ফিল্মস প্রযোজিত মুম্বই সালসা (২০০৭) দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।[৪][৫]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

  • সত্তা (২০০৩) (চিত্রনাট্য)
  • অগ্নিপঙ্খ (২০০৪) (চিত্রনাট্য)
  • আন: মেন অ্যাট ওয়ার্ক (২০০৪) (চিত্রনাট্য) (গল্প)
  • পেজ থ্রি (২০০৫) (চিত্রনাট্য)
  • অপহরণ (২০০৫) (চিত্রনাট্য)
  • এক আজনবী (২০০৫) (সংলাপ) (চিত্রনাট্য)
  • পহচান: দ্য ফেস অফ ট্রুথ (২০০৫)
  • ট্যাক্সি নং ৯২১১ (২০০৬) (চিত্রনাট্য)
  • কর্পোরেট (২০০৬) (চিত্রনাট্য)
  • রেড: দ্য ডার্ক সাইড (২০০৭) (লেখক)
  • লাইফ মে কাভি কাভি (২০০৭) (চিত্রনাট্য)
  • ভিক্টোরিয়া নং ২০৩ (২০০৭) (অভিযোজন)
  • মুম্বই সালসা (২০০৭) (নির্দেশনা, চিত্রনাট্য ও গল্প)
  • জেল (২০০৯) (চিত্রনাট্য)
  • হিরোইন (২০১২) (লেখক)
  • ইনকার (২০১৩) (লেখক)

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২১ অক্টোবর ২০০৫ শ্রেষ্ঠ চিত্রনাট্য পেজ থ্রি বিজয়ী[ক] [৬]
১৪ সেপ্টেম্বর ২০০৭ অপহরণ বিজয়ী[খ] [৭]
ফিল্মফেয়ার পুরস্কার ২৫ ফেব্রুয়ারি ২০০৬ শ্রেষ্ঠ চিত্রনাট্য পেজ থ্রি বিজয়ী[ক] [৮]
  1. নীনা অরোড়ার সাথে যৌথভাবে
  2. প্রকাশ ঝাশ্রীধর রাঘবনের সাথে যৌথভাবে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Secrets of film writing"দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৭ এপ্রিল ২০০৫। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৩ 
  2. ঝা, সুভাষ কে. (৫ ফেব্রুয়ারি ২০০৯)। "Madhur and Neil to tour prisons in Maharashtra for Jail Madhur and Neil to tour prisons in Maharashtra for Jail"বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩ 
  3. "Filmfare Awards Winners From 1953 to 2019"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩ 
  4. "Vikram turns producer"ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালিসিস। ২০ মে ২০০৭। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২৩ 
  5. ""Mumbai Salsa should go international with Cannes" – Manoj Tyagi"বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০০৮। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "52nd National Film Awards" (পিডিএফ)। Directorate of Film Festivals। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩ 
  7. "53rd National Film Awards" (পিডিএফ)। Directorate of Film Festivals। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "Filmfare Awards Winners 2006: Complete list of winners of Filmfare Awards 2006"দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]