হিমাংশু শর্মা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিমাংশু শর্মা
হিন্দি: हिमांशु शर्मा
হিমাংশু শর্মা
জন্ম (1981-08-20) ২০ আগস্ট ১৯৮১ (বয়স ৪২)
মাতৃশিক্ষায়তনকিরোড়ি মল মহাবিদ্যালয়
পেশাচিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক, অভিনেতা
কর্মজীবন২০০৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীকনিকা ঢিল্লোঁ (বি. ২০২১)

হিমাংশু শর্মা (হিন্দি: हिमांशु शर्मा; জন্ম: ২০ আগস্ট ১৯৮১) একজন ভারতীয় চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা। তিনি ব্যবসাসফল তনু ওয়েডস মনু ধারাবাহিক (২০১১ ও ২০১৫), রাঞ্ঝনা (২০১৩), অতরঙ্গি রে (২০২১) চলচ্চিত্রের লেখনীর জন্য সর্বাধিক পরিচিত। তিনি তনু ওয়েডস মনু: রিটার্নস চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য ও সংলাপ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

হিমাংশু শর্মা ১৯৮১ সালের ২০শে আগস্ট উত্তরপ্রদেশের লখনউয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা জীবন শর্মা উত্তরপ্রদেশের পর্যটন কর্মকর্তা এবং মাতা শ্যামা শর্মা। তার এক ছোট বোন ও এক ছোট ভাই রয়েছে। হিমাংশু লখনউয়ের স্প্রিং ডেল কলেজে পড়াশোনা করেন এবং পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোড়ি মল মহাবিদ্যালয় থেকে ২০০২ সালে স্নাতক সম্পন্ন করেন।[১] কিরোড়ি মলে তিনি মঞ্চনাটকে অভিনয় করতেন।

কর্মজীবন[সম্পাদনা]

হিমাংশু এনডিটিভিতে একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের লেখক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ছয়মাস এই অনুষ্ঠানের লেখক হিসেবে কাজ করেন।[১] পরবর্তীকালে তিনি মুম্বইয়ে পাড়ি জমান এবং সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ইতোমধ্যে তিনি সে সময়ে প্রতিষ্ঠিত টিভি পরিচালক ও প্রযোজক আনন্দ এল. রাইয়ের সাথে পরিচিত হন এবং তার সহকারী হিসেবে কাজ শুরু করেন।[১] তিনি সনি টিভির কুসুম, সাব টিভির ভূতওয়ালা-সহ বেশ কয়েকটি টিভি ধারাবাহিকের কাহিনি লিখেন। তিনি স্ট্রেঞ্জার্স (২০০৭) দিয়ে চলচ্চিত্রের লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজ কুন্দ্রা প্রযোজিত এই চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নন্দনা সেনজিমি শেরগিল

এরপর তিনি আনন্দ এল. রাইয়ের সাথে একাধিক চলচ্চিত্রে কাজ করেন। তিনি তনু ওয়েডস মনু (২০১১) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কাহিনি বিভাগে আইফা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২] এরপর তার রচিত রাঞ্ঝনা (২০১৩) চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়। হিন্দুস্তান টাইমস-এর চলচ্চিত্র বিশ্লেষক অনুপমা চোপড়া লিখেন, "হিমাংশু শর্মার সংলাপ এই চলচ্চিত্রের বিশেষত্ব। সংলাপগুলো বলিষ্ঠ, জাগতিক ও মজার।"[৩] তিনি তনু ওয়েডস মনু: রিটার্নস (২০১৫) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য ও সংলাপ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[৪][৫]

রাঞ্ঝনা চলচ্চিত্রের প্রচারণাকালে তার জিরো (২০১৮) চলচ্চিত্রের ধারণা আসে, যেখানে গল্পের মূখ্য চরিত্র বামন আকারের হবে।[৬] অতরঙ্গি রে (২০২১) চলচ্চিত্রটি লিখতে তার সময় লাগে দুই বছর। ডিজনি+হটস্টারে মুক্তির দেওয়ার পর চলচ্চিত্রটি এই ওটিটি পরিষেবার সর্বাধিকবার দেখা চলচ্চিত্র হয়ে ওঠে। তবে চলচ্চিত্রটি এতে প্রদর্শিত মানসিক অসুস্থতার জন্য সমালোচিত হয়।[৭][৮] এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনি বিভাগে দ্বিতীয় আইফা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৯] চিত্রনাট্যকার কনিকা ঢিল্লোঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি ও কণিকা একত্রে রক্ষা বন্ধন (২০২২) চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন।[১০]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

হিমাংশু বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। ২০২১ সালের জানুয়ারি মাসে তিনি চিত্রনাট্যকার কনিকা ঢিল্লোঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১১]

তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন ক্লাব এএএফটির সদস্যা। এছাড়া তিনি প্রযোজনা প্রতিষ্ঠান কালার ইয়েলো প্রডাকশন্সের সদস্য।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

লেখক[সম্পাদনা]

বছর চলচ্চিত্রের শিরোনাম
২০০৭ স্ট্রেঞ্জার্স
২০১১ তনু ওয়েডস মনু
২০১৩ মিস্টার পেল্লিকোডুকু
২০১৩ রাঞ্ঝনা
২০১৫ তনু ওয়েডস মনু: রিটার্নস
২০১৮ জিরো
২০২১ অতরঙ্গি রে
২০২২ রক্ষা বন্ধন

সৃজনশীল প্রযোজক[সম্পাদনা]

বছর চলচ্চিত্রের শিরোনাম
২০১৬ হ্যাপি ভাগ জায়েগি
২০১৬ নিল বট্টে সন্নাটা

প্রযোজক[সম্পাদনা]

বছর চলচ্চিত্রের শিরোনাম
২০১৭ শুভ মঙ্গল সাবধান
২০১৮ মনমর্জিয়াঁ
২০১৮ হ্যাপি ফির ভাগ জায়েগি
২০১৮ মেরি নিম্মো
২০১৯ লাল কাপ্তান
২০২০ শুভ মঙ্গল জ্যায়দা সাবধান
২০২১ হাসিন দিলরুবা
২০২১ অতরঙ্গি রে
২০২১ গুড লাক জেরি
২০২২ রক্ষা বন্ধন

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'Tanu Weds Manu Returns' writer Himanshu Sharma wants to write for SRK, Ranbir Kapoor"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৮ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  2. "ZINDAGI NA MILEGI DOBARA, THE DIRTY PICTURE dominate IIFA 2012 Nominations"গ্ল্যামশাম। ৪ মে ২০১২। ১৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  3. চোপড়া, অনুপমা (২৪ জুন ২০১৩)। "Anupama Chopra's review: Raanjhanaa"হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  4. "63rd National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  5. "Full list of winners of the 61st Britannia Filmfare Awards"ফিল্মফেয়ার। ১৫ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  6. চৌধুরী, মোহিনী (১৫ নভেম্বর ২০১৮)। "I'd Be A Fool Not To Try Something New With SRK: Writer Himanshu Sharma On Writing For The Superstar In Zero"ফিল্ম কম্প্যানিয়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  7. বৃত্ত, আনিতা (৩ জানুয়ারি ২০২২)। "Director Aanand L Rai, writer Himanshu Sharma react to Atrangi Re criticism: It's a film, not documentary"ইন্ডিয়া টুডে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  8. "Atrangi Re's writer Himanshu Sharma addresses criticism against the film"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  9. শর্মা, অদিতি (১ মে ২০২২)। "IIFA Awards 2022 full nominations: Sidharth Malhotra's Shershaah tops list, '83 gets 9 nods"জি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৩ 
  10. "Akshay Kumar-Bhumi Pednekar's Rakshabandhan is writers Himanshu Sharma-Kanika Dhillon's first collaboration"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 
  11. "Famed B'wood writers Kanika Dhillon, Himanshu Sharma get hitched amid Covid"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]