বিষয়বস্তুতে চলুন

ভারতের রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলির তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতের রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আঞ্চলিক ফুটবল খেলা নিয়ন্ত্রণ করে থাকে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন-এর সঙ্গে সম্পর্কযুক্ত ৩৬টি রাজ্য অ্যাসোসিয়েশন এবং ২টি অনুমোদিত অ্যাসোসিয়েশন রয়েছে।[]

প্রতিটি রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের নিজস্ব নিয়ম-কানুন এবং সংবিধান রয়েছে। রাজ্যের আয়তন অনুযায়ী এগুলি আবার বিভিন্ন জেলাভিত্তিক নিয়ন্ত্রণ সংস্থায় বিভক্ত। প্রতিটি রাজ্য অ্যাসোসিয়েশন নিজেদের ফুটবল লিগ পরিচালনা করে, এছাড়া জেলাভিত্তিক সংস্থাগুলি বিভিন্ন আঞ্চলিক ও ছোট লিগ গুলি নিয়ন্ত্রণ করে।

সদস্য

[সম্পাদনা]

পূর্ণ সদস্য

[সম্পাদনা]
নং অ্যাসোসিয়েশন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল প্রেসিডেন্ট
নিখিল মণিপুর ফুটবল অ্যাসোসিয়েশন মণিপুর এম. রতন কুমার সিং
আন্দামান ও নিকোবর ফুটবল অ্যাসোসিয়েশন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিদ্যা প্রকাশ কৃষ্ণ
অন্ধ্রপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অন্ধ্রপ্রদেশ গোপালকৃষ্ণ কোসারাজু
অরুণাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন অরুণাচল প্রদেশ পেমা খান্ডু
আসাম ফুটবল অ্যাসোসিয়েশন আসাম নব কুমার দোলে
বিহার ফুটবল অ্যাসোসিয়েশন বিহার প্রসেনজিৎ মেহতা
চণ্ডীগড় ফুটবল অ্যাসোসিয়েশন চণ্ডীগড় কে. পি. সিং
ছত্তিশগড় ফুটবল অ্যাসোসিয়েশন ছত্তিশগড় অজয় চন্দ্রকর
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ ফুটবল অ্যাসোসিয়েশন দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
১০ ওড়িশা ফুটবল অ্যাসোসিয়েশন ওড়িশা দেবাশিস সামন্তরায়
১১ ফুটবল দিল্লি দিল্লি সরফতুল্লাহ
১২ গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন গোয়া কাইতানো ফার্নান্দেজ
১২ গুজরাত রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন গুজরাত পরিমল নাথওয়ানি
১৪ হরিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন হরিয়ানা সুরাজ পাল
১৫ হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন হিমাচল প্রদেশ বলদেব সিং তোমার
১৬ ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ অজিত ব্যানার্জী
১৭ জম্মু ও কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশন জম্মু ও কাশ্মীর ওয়াসিম আসলাম
১৮ ঝাড়খণ্ড ফুটবল অ্যাসোসিয়েশন ঝাড়খণ্ড মিথলেশ কুমার ঠাকুর
১৯ কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন কর্ণাটক এন. এ. হ্যারিস
২০ কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন কেরালা টম জোস
২১ লাদাখ ফুটবল অ্যাসোসিয়েশন লাদাখ তাশি নামগাইল
২২ লাক্ষাদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন লাক্ষাদ্বীপ কে. মহম্মদ আলি
২৩ মধ্যপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশন মধ্যপ্রদেশ ত্রিলোক চাঁদ কোচার
২৪ মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশন মেঘালয় লার্সিং মিং সয়্যান
২৫ মিজোরাম ফুটবল অ্যাসোসিয়েশন মিজোরাম লাল থাঞ্জারা
২৬ নাগাল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন নাগাল্যান্ড নিবু সেখোসে
২৭ পুদুচেরি ফুটবল অ্যাসোসিয়েশন পুদুচেরি ডি. নেস্টর
২৮ পাঞ্জাব ফুটবল অ্যাসোসিয়েশন পাঞ্জাব সমীর থাপার
২৯ রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশন রাজস্থান মানবেন্দ্র সিং
৩০ সিকিম ফুটবল অ্যাসোসিয়েশন সিকিম মেনলা এথেঙ্পা
৩১ তামিলনাড়ু ফুটবল অ্যাসোসিয়েশন তামিলনাড়ু জেসিয়া ভিল্লাভারাইয়ার
৩২ তেলেঙ্গানা ফুটবল অ্যাসোসিয়েশন তেলেঙ্গানা মহম্মদ আলি রাফাত
৩৩ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রতন সাহা
৩৪ উত্তরপ্রদেশ ফুটবল সংঘ উত্তরপ্রদেশ অরবিন্দ মেনন
৩৫ উত্তরাখণ্ড রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন উত্তরাখণ্ড অমনদীপ সান্ধু
৩৬ পশ্চিম ভারত ফুটবল অ্যাসোসিয়েশন মহারাষ্ট্র প্রফুল্ল প্যাটেল

সহযোগী সদস্য

[সম্পাদনা]
নং অ্যাসোসিয়েশন দপ্তর প্রেসিডেন্ট
রেলওয়ে স্পোর্টস প্রমোশন বোর্ড ভারতীয় রেল ডি. কে. গায়েন
সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড ভারতের সামরিক বাহিনী দীনেশ সুরি

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "State Associations"AIFF 

বহিঃসংযোগ

[সম্পাদনা]