ব্যবহারকারী আলাপ:Md. Golam Mukit Khan/মহাফেজখানা/২০২২
মহাফেজখানা: ২০১৯ • ২০২০ • ২০২১ • ২০২২ • ২০২৩
International Mother Language Day 2022 edit-a-thon
Dear Wikimedian,
CIS-A2K announced International Mother Language Day edit-a-thon which is going to take place on 19 & 20 February 2022. The motive of conducting this edit-a-thon is to celebrate International Mother Language Day.
This time we will celebrate the day by creating & developing articles on local Wikimedia projects, such as proofreading the content on Wikisource, items that need to be created on Wikidata [edit Labels & Descriptions], some language-related content must be uploaded on Wikimedia Commons and so on. It will be a two-days long edit-a-thon to increase content about languages or related to languages. Anyone can participate in this event and editors can add their names here. Thank you MediaWiki message delivery (আলাপ) ১৩:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
On behalf of User:Nitesh (CIS-A2K)
International Women's Month 2022 edit-a-thon
Dear Wikimedians,
Hope you are doing well. Glad to inform you that to celebrate the month of March, A2K is to be conducting a mini edit-a-thon, International Women Month 2022 edit-a-thon. The dates are for the event is 19 March and 20 March 2022. It will be a two-day long edit-a-thon, just like the previous mini edit-a-thons. The edits are not restricted to any specific project. We will provide a list of articles to editors which will be suggested by the Art+Feminism team. If users want to add their own list, they are most welcome. Visit the given link of the event page and add your name and language project. If you have any questions or doubts please write on event discussion page or email at nitesh@cis-india.org. Thank you MediaWiki message delivery (আলাপ) ১২:৫৩, ১৪ মার্চ ২০২২ (ইউটিসি)
On behalf of User:Nitesh (CIS-A2K)
Growth Newsletter #20
গ্রোথ দলের বিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
গ্রোথ দলের লক্ষ্য হল সফটওয়্যারজনিত পরিবর্তনের মাধ্যমে উইকিমিডিয়া প্রকল্পসমূহে নবাগতদের ধরে রাখতে সহায়তা করা।
পরামর্শকৃত সম্পাদনা
২০১৯ সালের ডিসেম্বরে প্রথম গ্রোথ দলের বৈশিষ্ট্য প্রযুক্ত হওয়ার পর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩ লক্ষ পরামর্শকৃত সম্পাদনা করা হয়েছে।
একটি লিঙ্ক যুক্ত করুন হলো দলের প্রথম কাঠামোবদ্ধ কাজ, যা ২০২১ এর মে মাসে প্রযুক্ত হয়। এটা নবাগতদের কাজের মান উন্নত করেছে। দল বর্তমানে দ্বিতীয় চক্র (iteration) নিয়ে কাজ করছে যা নিয়ে সম্প্রদায়ের মতামত ও উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আগানো হচ্ছে। উন্নতির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে: উন্নত অ্যালগরিদম-ভিত্তিক পরামর্শ, একইরকম লিঙ্ক অতিরিক্ত যুক্ত করা প্রতিহত করার জন্য নিরাপত্তাবেষ্টনী এবং ব্যবহারকারীদের সম্পাদনা চালিয়ে যাওয়ার জন্য আরো সুস্পষ্ট উৎসাহ। এই উন্নতিগুলি যোগ করার পরে আমরা আরো বেশি উইকিপিডিয়ায় এই কাজটি প্রয়োগ করব।
একটি ছবি যুক্ত করুন হলো আমাদের দল দ্বারা নির্মিত দ্বিতীয় কাঠামোবদ্ধ কাজ। এটি ২০২১ সালের নভেম্বরে চারটি পাইলট উইকিপিডিয়ায় মোতায়েন করা হয়। নবাগতদের জন্য এটা আরো বেশি কঠিন কাজ ছিল। তবে কাজটি নিবন্ধসমূহের মান আরো বাড়িয়ে তোলে (এখন পর্যন্ত, ১০০০টিরও বেশি ছবি যুক্ত করা হয়েছে)। আমরা বর্তমানে সম্প্রদায়গুলি থেকে শিখছি এবং একইসাথে কোন কোন দিক ভাল কাজ করছে বা কোন কোন দিকে উন্নতি প্রয়োজন, সে সম্পর্কে প্রাপ্ত তথ্য থেকেও শিখছি। প্রকল্প পাতায় প্রোটোটাইপের মিথস্ক্রিয় ধাঁচের একটি লিঙ্ক রয়েছে। আমরা প্রাথমিক সংস্করণ নির্মাণ ও পরীক্ষা চালানোর ক্ষেত্রে আমাদের এই পরিকল্পনা নিয়ে আপনার ভাবনা জানতে অত্যন্ত আগ্রহী। আমরা পরীক্ষামূলকভাবে আরো বিভিন্ন উইকিপিডিয়াতে এই কাজ প্রয়োগ করব।
"একটি লিঙ্ক যুক্ত করুন" এবং "একটি ছবি যুক্ত করুন" বৈশিষ্ট্যদুইটি প্রতিদিন নবাগতরা কতটা কাজ করতে পারবে তা সীমিত করে তোলে। এর মাধ্যমে অসতর্ক নবাগতরা যেন অতিরিক্ত ভুল সম্পাদনা না করতে পারে, তা নিশ্চিত করে তোলা হয়।
ইতিবাচক প্রেরণা
গত দুই বছর ধরে, গ্রোথ দল পরামর্শকৃত সম্পাদনাসমূহ নির্মাণের দিকে মনোনিবেশ করেছে: নবাগতদের শুরু করার জন্য কিছু সহজ কাজ তৈরির মাধ্যমে। আমরা এই অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পেরেছি যে এই কাজগুলো অনেক নবাগতকে তাদের প্রথম সম্পাদনা করতে সহায়তা করে। বর্তমানে আমাদের দল একটি নতুন প্রকল্প নিয়ে কাজ করছে, যার নাম "ইতিবাচক প্রেরণা"। এ প্রকল্পের উদ্দেশ্য হলো নবাগতরা যেন তাদের সম্পাদনা নিয়ে গর্ব বোধ করেন এবং আবারও ফিরে এসে একই ধরনের কাজ করতে আগ্রহী হোন। ইতিবাচক প্রেরণা প্রকল্পে আমরা তিন ধরণের বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করছি:
- অবদানের পরিসংখ্যান: নবাগতরা যেন দেখতে পান তাদের অবদান রাখা নিবন্ধ কতজন পড়ছেন।
- ক্রমান্বয়ে ধাপ অতিক্রম: নবাগতদের সহজ থেকে তুলনামূলক কঠিন কাজের দিকে যেতে উৎসাহিত করা।
- ব্যক্তিগত প্রশংসা: মেন্টর এবং অন্যান্য অবদানকারীগণ যেন নতুনদের "ধন্যবাদ" এবং পুরস্কার প্রদান করেন, সে ব্যাপারে তাদের উৎসাহিত করে তোলা।
প্রকল্পটি শুরুর দিকে আছে, এবং আমরা গতিবিধির ক্ষেত্রে সম্প্রদায়ের চিন্তা কামনা করি। আমরা জানি যদি নবাগতদের ভুলভাবে উৎসাহিত করা হয়, তবে ব্যাপারটি খারাপ দিকে যাবে। তাই আমরা সচেতন থাকতে চাই। এই আলাপ পাতায় গিয়ে প্রকল্প নিয়ে মতামত দিয়ে আমাদের সহায়তা করুন!
মেন্টরদের জন্য সংবাদ
- মেন্টর ড্যাশবোর্ড বর্তমানে সকল উইকিতে পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে মেন্টরগণ তাদের পরামর্শগ্রহীতাদের দেখতে পারেন এবং কাজের ব্যাপারে অবহিত থাকেন। মেন্টরদের তালিকা তৈরির পরে স্বয়ংক্রিয়ভাবেই এটি তৈরি হয়ে যাচ্ছে। যদি মেন্টরদের তালিকা তৈরিতে আপনার কোনোপ্রকার সহায়তার প্রয়োজন হয়, তবে নির্দ্বিধায় আমাদের জানান।
- মেন্টর ড্যাশবোর্ডের একটি নতুন মডিউল রয়েছে: সেটিংস। এর মাধ্যমে বর্তমানে মেন্টরগণ তাদের সক্রিয়তার অবস্থা (সক্রিয় বা নিষ্ক্রিয়) জানাতে পারেন। তারা কী পরিমাণ প্রশ্ন চাইছেন তাও জানাতে পারেন, এবং নবাগতদের দাবিকরণ প্রক্রিয়াও আগের চেয়ে সহজতর হয়েছে। এর মাধ্যমে মেন্টরগণ দায়িত্ব থেকে অব্যাহতিও নিতে পারেন এবং স্বয়ংক্রিয়ভাবে ঐ মেন্টরের পরামর্শগ্রহীতারা নতুন মেন্টর পাবেন।
- আমরা কাজ করছি যেন পরামর্শগ্রহীতা মেন্টর সুবিধা থেকে সরে আসতে পারেন কিংবা আবার ফিরে আসতে পারেন।
- পূর্বে পরামর্শগ্রহীতাদের সক্রিয়তা নির্দেশক সারণি সকল পরামর্শগ্রহীতাদেরকেই দেখাতো, এমনকি যারা শূন্য সম্পাদনা করেছে কিংবা অনেক সম্পাদনা করেছে। আমরা এটি পরিবর্তন করেছি যেন এখন ১ থেকে ৫০০ সম্পাদনাবিশিষ্ট পরামর্শগ্রহীতাদেরকেই কেবলমাত্র প্রদর্শন করা হয়। মেন্টর ছাঁকনি ব্যবহার করে প্রয়োজনমত উপাত্ত দেখতে পারবেন।
- আমরা বর্তমানে মেন্টরগণের দায়িত্ব গ্রহণের জন্য একটি বিশেষ পাতা নিয়ে কাজ করছি।
কিছু উইকি ব্যবহারকারীবাক্স তৈরি করেছে যেন মেন্টরগণ তাদের ব্যবহারকারী পাতায় তা প্রদর্শন করতে পারেন। যদি আপনার উইকিতেও এমনটা থেকে থাকে, তবে তা উইকিউপাত্তের সাথে লিঙ্ক করুন!
আকার পরিবর্তনকরণ
পূর্বে, অধিকাংশ উইকিপিডিয়াতে, কেবল ৮০% নবাগত গ্রোথ বৈশিষ্ট্য পেতেন। এর কারণ ছিল পরীক্ষণ, যেন আমাদের একটি নিয়ন্ত্রণ দল থাকে। আমরা এই সেটিংসে পরিবর্তন এনেছি। বর্তমানে সকল উইকিপিডিয়ায় ১০০% নবাগত গ্রোথ বৈশিষ্ট্য পাবেন (হাতেগোণা কিছু উইকিপিডিয়া বাদে, যা পরীক্ষামূলক উইকি হিসেবে গণ্য হচ্ছে)। আমরা সম্প্রদায়কে আহ্বান জানাব তাদের নথি ও টিউটোরিয়াল হালনাগাদের জন্য। অনুগ্রহ করে সেগুলোর মধ্যে গ্রোথ বৈশিষ্ট্য যুক্ত করুন। আপনাকে সহায়তার জন্য আমরা একটি সাহায্য পাতা তৈরি করেছি যা আপনার উইকির জন্য অনূদিত ও পরিমার্জিত করে তোলা যেতে পারে।
কীভাবে সহায়তা করবেন
আপনার কি গ্রোথ বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন আছে? এই অনুবাদযোগ্য প্রাজিপ্রতে গ্রোথ দলের কাজ নিয়ে প্রায়শ জিজ্ঞাসাকৃত প্রশ্ন রয়েছে। আমরা নিয়মিত এটি হালনাগাদ করি।
নবাগতদের জন্য ইন্টারফেস অনুবাদ গুরুত্বপূর্ণ। আপনার ভাষার জন্য সহায়তা করুন, গ্রোথ বৈশিষ্ট্যসমূহের ইন্টারফেসের রচনা সংশোধন বা অনুবাদের মাধ্যমে।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৭:১২, ১৬ মার্চ ২০২২ (ইউটিসি)
অনুচ্ছেদ অনুবাদ নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানান এবং সরঞ্জামটি উন্নত করে তুলতে সহায়তা করুন
সুপ্রিয় Md. Golam Mukit Khan
আমি উজোমা অজুরুম্বা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের সাথে কমিউনিটি রিলেশনস স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমাদের দল অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম উন্নতকরণ নিয়ে কাজ করছে। আমরা বাংলা উইকিপিডিয়ায় সাম্প্রতিক অবদানে এই সরঞ্জামের ব্যভার দেখেছি। আপনার মূল্যবান অবদানের ভিত্তিতে, আমরা অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিয়ে আরো জানতে চাই। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করে তুলতে পারব।
আমার দল অত্যন্ত খুশি হবে যদি আপনি পৃথিবীর যেকোনো স্থানের সময় অনুযায়ী আগামী ১০ই মের মধ্যে এই জরিপটিতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করব এবং আপনাকে আরো ভালোভাবে সহায়তা করতে পারব। গোপনীয়তার বিবৃতির লিঙ্ক
ধন্যবাদ, এবং আমরা আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
UOzurumba (WMF) (আলাপ) ২২:৪৭, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি) উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের পক্ষ থেকে, অনুবাদ করেছেন User: Ankan (WMF)
New Wikipedia Library Collections Available Now - April 2022
Hello Wikimedians!
The Wikipedia Library has free access to new paywalled reliable sources. You can these and dozens more collections at https://wikipedialibrary.wmflabs.org/:
- Wiley – journals, books, and research resources, covering life, health, social, and physical sciences
- OECD – OECD iLibrary, Data, and Multimedia published by the Organisation for Economic Cooperation and Development
- SPIE Digital Library – journals and eBooks on optics and photonics applied research
Many other sources are freely available for experienced editors, including collections which recently became accessible to all eligible editors: Cambridge University Press, BMJ, AAAS, Érudit and more.
Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: log in today!
--The Wikipedia Library Team ১৩:১৭, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- This message was delivered via the Global Mass Message tool to The Wikipedia Library Global Delivery List.
ইদ মোবারক
ইদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, আপনার জীবন খুশি ও আনন্দে ভরে উঠুক, ইদ মোবারক। |
~ নাহিয়ান, ১৪:৩৩, ২ মে ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ @Nahian: ভাই। আপনাকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক! —গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ২০:৩৫, ২ মে ২০২২ (ইউটিসি)
ঈদ মোবারক
ঈদ মোবারক Md. Golam Mukit Khan/মহাফেজখানা ভাই! পবিত্র মাহে রমজানের সংযম সাধনা শেষে এলো খুশির ঈদ! এই অনাবিল আনন্দের দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের মোবারকবাদ। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এই ঈদ হয়ে উঠুক আপনার ও আপনার পরিবারের জন্য অফুরন্ত আনন্দের উৎস। শুভকামনা রইল। |
মোবারকবাদে: আঃ আজিজ ফাহাদ (আলাপ)
- ধন্যবাদ @Abazizfahad: ভাই। আপনাকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক! —গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ২০:৩৭, ২ মে ২০২২ (ইউটিসি)
ঈদ মোবারক!
ঈদ মোবারক!
প্রিয় উইকিপিডিয়ান,
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়ায় আপনার কার্যক্রমে আমরা আনন্দিত। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
শুভেচ্ছান্তে
মজুমদার সাহেব
-মজুমদার সাহেব (আলাপ) ১৫:৫০, ২ মে ২০২২ (ইউটিসি)
- @মজুমদার সাহেব: ধন্যবাদ ভাই। আপনাকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক! —গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ২০:৪০, ২ মে ২০২২ (ইউটিসি)
ঈদ মোবারক!!!
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
শ্রদ্ধেয় গোলাম মুকিত খান মহাশয়,
ঈদ নিয়ে আসে আনন্দ, ঈদ নিয়ে আসে শান্তি ও সুখের বার্তা। সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন। মোবারকবাদে, রূপক পাল ☆ (আলাপ) ০৪:১১, ৩ মে ২০২২ (ইউটিসি) |
- ধন্যবাদ @রূপক দা। আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক! -- গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১৫:৪৬, ৩ মে ২০২২ (ইউটিসি)
নিবন্ধ পর্যালোচনা
সুপ্রিয় গোলাম মুকিত, আশা করি ভালো আছেন। আপনাকে এই বার্তা প্রেরণ করা হচ্ছে কারণ আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২-এ পর্যালোচক হিসেবে কাজ করেছেন বা কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। পরিতাপের সাথে জানাতে হচ্ছে যে প্রতিযোগিতা শেষ হওয়ার পরে ২ মাস পেরিয়ে গেলেও এখনো নিবন্ধ পর্যালোচনা সমাপ্ত হয়নি। আয়োজকদের পক্ষ থেকে নিবন্ধ পর্যালোচনার জন্য আপনার সহযোগিতা কামনা করছি। আশা করছি কমপক্ষে নতুন ৫টি নিবন্ধ পর্যালোচনা করবেন। সহযোগিতার জন্য আপনাকে আগাম ধন্যবাদ। মাসুম-আল-হাসান (আলাপ) ০৯:২৬, ৩১ মে ২০২২ (ইউটিসি)
স্যার, আমি সৌমেন্দু লাহিড়ীর নিবন্ধটিতে তথ্যসূত্র যোগ করছি, কাজ চলছে নিবন্ধটির । দয়া করে অপসারণ ট্যাগটি সরিয়ে দিলে বাধিত থাকবো । শ্রদ্ধা ও ভালোবাসা নেবেন ।। Tbengalieditor (আলাপ) ০৬:২৩, ১২ জুন ২০২২ (ইউটিসি)
June Month Celebration 2022 edit-a-thon
Dear User,
CIS-A2K is announcing June month mini edit-a-thon which is going to take place on 25 & 26 June 2022 (on this weekend). The motive of conducting this edit-a-thon is to celebrate June Month which is also known as pride month.
This time we will celebrate the month, which is full of notable days, by creating & developing articles on local Wikimedia projects, such as proofreading the content on Wikisource if there are any, items that need to be created on Wikidata [edit Labels & Descriptions], some June month related content must be uploaded on Wikimedia Commons and so on. It will be a two-days long edit-a-thon to increase content about the month of June or related to its days, directly or indirectly. Anyone can participate in this event and the link you can find here. Thank you Nitesh (CIS-A2K) (talk) 12:46, 21 June 2022 (UTC)
On behalf of User:Nitesh (CIS-A2K)
প্রিয় পর্যালোচক, ফরমটি পূরণ করুন
সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ পর্যালোচনা করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি এই প্রতিযোগিতাটি সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উইকিমিডিয়া বাংলাদেশ আপনাকে একটি শুভেচ্ছা উপহার দিতে চায়। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। -- ১৯:৪৯, ৩০ জুন ২০২২ (ইউটিসি)
Growth team newsletter #21
গ্রোথ দলের একবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
নতুন প্রকল্প: ইতিবাচক প্রেরণা
- গ্রোথ দল ইতিবাচক প্রেরণা শীর্ষক নতুন একটি প্রকল্প চালু করেছে। আমরা নবাগতদের বোঝাতে চাই যে নিয়মিত উইকিপিডিয়ায় অবদান রাখতে ভালো লাগে এবং আমরা নতুন অবদানকারীদের ধরে রাখতে চাই।
- আমরা আরবি, বাংলা, চেক ও ফরাসি উইকিপিডিয়া থেকে মন্তব্য চেয়েছিলাম। কেউ কেউ mediawiki.org-এও অংশ নিয়েছেন।
- আমরা সম্প্রদায়ের সাথের আলোচনা থেকে পাওয়া মন্তব্যের সারসংক্ষেপ এবং কীভাবে সেই মন্তব্যের উপর ভিত্তি করব সামনে এগোব তা নথিবদ্ধ করেছি।
- ইতিবাচক প্রেরণার প্রথম দিক হচ্ছে অবদানের প্রভাব মডিউলটিকে নতুনভাবে গড়ে তোলা। এখানে পরিসংখ্যান, লেখচিত্র, এবং অন্যান্য অবদানবিষয়ক তথ্য থাকবে। এই ভাবনার প্রতি সমর্থন সবচেয়ে বেশি পাওয়া গেছে এবং আমরা প্রাথমিকভাবে এই ভাবনা নিয়েই কাজ করতে চাই।
- যেকোনো ভাষায় জানান আপনি এই প্রকল্প নিয়ে কী ভাবছেন।
মেন্টরদের জন্য
- আমরা দুইটি নতুন বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, তাদেরকে মেন্টরশিপ নিয়ে জানানোর জন্য:
আকার বর্ধিতকরণ
- "একটি লিঙ্ক যুক্ত করুন" এখন আরো বেশি উইকিতে পাওয়া যাচ্ছে ― একটি লিঙ্ক যুক্ত করুন বৈশিষ্ট্যটি আরো বিভিন্ন উইকিতে যুক্ত করা হয়েছে: কাতালান উইকিপিডিয়া, হিব্রু উইকিপিডিয়া, হিন্দি উইকিপিডিয়া, কোরীয় উইকিপিডিয়া, নরওয়েজীয় বোকমাল উইকিপিডিয়া, পর্তুগীজ উইকিপিডিয়া, সরল ইংরেজি উইকিপিডিয়া, সুয়েডীয় উইকিপিডিয়া, ইউক্রেনীয় উইকিপিডিয়া, আবখাজীয় উইকিপিডিয়া, অ্যাচাইনি উইকিপিডিয়া, আদেগে উইকিপিডিয়া, আফ্রিকান্স উইকিপিডিয়া, আকান উইকিপিডিয়া, Alemannisch Wikipedia, আমহারিক উইকিপিডিয়া, আর্গোনীয় উইকিপিডিয়া, প্রাচীন ইংরেজী উইকিপিডিয়া, সিরিয়াক উইকিপিডিয়া, মিশরীয় আরবি উইকিপিডিয়া, আস্তুরিয় উইকিপিডিয়া, Atikamekw Wikipedia, আভেরিক উইকিপিডিয়া, আয়মারা উইকিপিডিয়া, আজারবাইজানি উইকিপিডিয়া, দক্ষিণ আজারবাইজানি উইকিপিডিয়া। এটা আরো বিভিন্ন উইকিপিডিয়াতে এই সরঞ্জাম প্রয়োগ করার ধারাবাহিক উন্নয়নের অংশ। সম্প্রদায় নির্ধারণ করতে পারবে কীভাবে এই বৈশিষ্ট্যটি তাদের উইকিতে কাজ করবে।
- "একটি ছবি যুক্ত করুন" এখন আরো বেশি উইকিতে পাওয়া যাচ্ছে ― একটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্যটি আরো বিভিন্ন উইকিতে যুক্ত করা হয়েছে: গ্রিক উইকিপিডিয়া, ইন্দোনেশীয় উইকিপিডিয়া, পোলিশ উইকিপিডিয়া, চীনা উইকিপিডিয়া। সম্প্রদায় নির্ধারণ করতে পারবে কীভাবে এই বৈশিষ্ট্যটি তাদের উইকিতে কাজ করবে। [১]
পরামর্শকৃত সম্পাদনা
- বিষয় নির্ধারণ ― আমরা বিশেষ:নীড়পাতায় একটি "সকল বিষয়" ছাঁকুনি যুক্ত করেছি। এর মাধ্যমে নবাগতরা খুব সুনির্দিষ্ট বিষয় নির্ধারণ করতে পারবেন ("যোগাযোগ" এবং "এশিয়া") বা আরো বৃহত্তর পরিধির বিষয় নির্ধারণ করতে পারবেন ("যোগাযোগ" অথবা "এশিয়া")। বর্তমানে এই বৈশিষ্ট্য পাইলট উইকিতে পরীক্ষিত হচ্ছে।
- একটি লিঙ্ক যুক্ত করুনের পরিবর্তন ― আমরা বেশকিছু উন্নয়ন করেছি যা উপাত্ত বিশ্লেষণ এবং সম্প্রদায়ের আলোচনার ভিত্তিতে হয়েছে। এটা দ্রুতই সকল উইকিতে চালু করা হবে।
- অ্যালগোরিদমের মানোন্নয়ন ― এই অ্যালগোরিদম বর্তমানে নামের প্রথমাংশ এবং যেসকল অনুচ্ছেদে সাধারণভাবে উইকিসংযোগ থাকে না, সেগুলো নিয়ে পরামর্শ দেবে না। একই সাথে এটা প্রতিটি নিবন্ধে মাত্র তিনটা লিঙ্ক পরামর্শ নির্ধারণ করে দিয়েছে (প্রতিটি নিবন্ধের জন্য সর্বোচ্চ সম্ভাবনাবিশিষ্ট নিবন্ধের পরামর্শ দেয়া হবে)।
- ব্যবহারকারী অভিজ্ঞতার মানোন্নয়ন ― যখন একজন ব্যবহারকারী পরিবর্তন করার আগে পরামর্শ মোড থেকে সরে সান, তখন আমরা একটি নিশ্চিতকরণ বার্তা যুক্ত করেছি। আমরা সম্পাদনা-পরবর্তী বার্তার অভিজ্ঞতারও মানোন্নয়ন করেছি এবং নবাগতদের সম্পাদনা-পরবর্তী বার্তা থেকে কাজের পরামর্শ বাছাই করার সুযোগ প্রদান করেছি।
- সম্প্রদায় কনফিগারেশন ― আমরা সম্প্রদায়কে Special:EditGrowthConfig এর মাধ্যমে প্রতিটি নিবন্ধের জন্য সর্বোচ্চ সংখ্যক লিঙ্কের মাত্রা বেঁধে দেয়ার ক্ষমতা প্রদান করেছি।
- একটি লিঙ্ক যুক্ত করুন বৈশিষ্ট্যের ভবিষ্যৎ পরিবর্তন ― আমরা কম লিঙ্কবিশিষ্ট নিবন্ধের পরামর্শ সর্বোচ্চ গুরুত্বসহকারে প্রদান করব। [২]
- পরামর্শকৃত সম্পাদনা পরীক্ষণ ― আরবি, স্প্যানিশ, এবং রাশান উইকিপিডিয়ার কয়েকজন ব্যবহারকারী আমাদের জানিয়েছেন যে "একটি লিঙ্ক যুক্ত করুন" এবং "একটি ছবি যুক্ত করুন" সম্পাদনাসমূহ পরীক্ষণ করাটা কঠিন হতে পারে। আমরা এই ব্যাপারটি সমাধান করার সম্ভাব্য উপায় নিয়ে ভাবছি। আমরা ইতিমধ্যে কিছু ভাবনা নিয়ে কাজ এগিয়ে নিয়েছি, এবং চ্যালেঞ্জ মোকাবোলার জন্য কাজ করছি। এই কাজগুলো পর্যালোচনাকালে আপনার যদি কোনো চিন্তা এসে থাকে যা কাজকে বাধাগ্রস্থ করতে পারে বা কীভাবে এই কাজগুলো আরো ভালো করে তোলা যায়, অনুগ্রহ করে যেকোনো ভাষায় আমাদের জানান।
সম্প্রদায় কনফিগারেশন
সম্প্রদায় Special:EditGrowthConfig ব্যবহারের মাধ্যমে ঠিক করতে পারবে কীভাবে বৈশিষ্ট্যসমূহ কাজ করবে।
- সম্প্রদায় ঠিক করে দিতে পারবে, একজন নবাগত মোট কয়টি "একটি ছবি যুক্ত করুন" বৈশিষ্ট্যের পরামর্শকৃত সম্পাদনা করতে পারবেন। [৩]
- ভবিষ্যৎ পরিবর্তন: সম্প্রদায়কে Special:EditGrowthConfig ব্যবহারের মাধ্যমে "একটি লিঙ্ক যুক করুন" বৈশিষ্ট্যের মাননিয়ন্ত্রণকারী দরজার সংখ্যা সহজে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দেয়া হবে। [৪]
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৩:০৩, ৫ জুলাই ২০২২ (ইউটিসি)
ঈদ মোবারক
الله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد |
ঈদ মোবারক Md. Golam Mukit Khan/মহাফেজখানা ভাই!
এই পবিত্র জ্বিলহজ্জে আত্মত্যাগ, উৎসর্গ আর তাকওয়া অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ।
|
- @Abazizfahad: ধন্যবাদ ফাহাদ ভাই। আপনাকেও ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক! —গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১৭:০০, ৯ জুলাই ২০২২ (ইউটিসি)
উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২২/টেমপ্লেট অনুবাদ/তালিকা
সুপ্রিয়, গোলাম মুকিত ভাই, শুভেচ্ছা নিন। উপরিউক্ত পাতায় ভুলক্রমে রোলব্যাক হয়ে গেছে। অনুগ্রহ করে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।~ নোমান (📨আলাপ│📝অবদান) ১০:৪০, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)
- @MdaNoman ঠিক আছে, সমস্যা নেই -- গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১০:৪৯, ২৮ জুলাই ২০২২ (ইউটিসি)
টেমপ্লেট এডিটাথন পদক
অবদানকারী পদক | ||
প্রিয় Md. Golam Mukit Khan/মহাফেজখানা, বাংলা উইকিপিডিয়ায় টুইংকল গ্যাজেটে ব্যবহৃত টেমপ্লেট অনুবাদ ও মানোন্নয়নে আয়োজিত টেমপ্লেট অনুবাদ এডিটাথন ২০২২ -এ অংশ নেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। এই তালিকায় বাকি থাকা টেমপ্লেটগুলোও তৈরি করার অনুরোধ করছি। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। |
—ধন্যবাদান্তে, Yahya ১৭:২৭, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি)
আপনার একটি মেইল এসেছে!
সুধী,
আপনি উইকিম্যানিয়া ২০২২ – বাংলাদেশ পর্বে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। আপনাকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ইমেইল পাঠানো হয়েছে। দয়া করে, ইমেইলের নির্দেশনা অনুসরণ করে ৫ আগস্টের মধ্যে একটি প্রত্যুত্তর দিন। মেইল না পেয়ে থাকলে আপনার মেইলবক্সের স্প্যাম ও প্রমোশনস (Promotions) ফোল্ডার চেক করুন। আয়োজক দলের পক্ষে –Yahya (আলাপ) ১৬:১২, ৩ আগস্ট ২০২২ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদকের পদক | |
গোলাম মুকিত ভাইয়ের অসামান্য অবদান বাংলা উইকিতে সমৃদ্ধ করে চলছে অনবরত। তাই আমার পক্ষ থেকে এই সামান্য পদক। আমার পক্ষ থেকে পরবর্তী পদক পাওয়ার জন্য বাংলা উইকির সাথেই থাকুন। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৮:৩৪, ১৩ আগস্ট ২০২২ (ইউটিসি) |
- @DeloarAkram: ধন্যবাদ ভাই -- গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১২:৩৫, ১৪ আগস্ট ২০২২ (ইউটিসি)
আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।
আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -— ইয়াহিয়া (আলাপ • অবদান) -, রবিবার ১১:১২, ০৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ @Yahya ভাই গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ০৭:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Pwab2011-এর প্রশ্ন (০৭:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২২)
আমি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি নামের সংগঠনটির তথ্য উপাত্ত উইকিপিডিয়ায় অর্ন্তভূক্ত করতে চাই। আপনার আন্তরিক সহযোগিতা চাই --Pwab2011 (আলাপ) ০৭:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
মোবাইলের উন্নতি - আপনি কি মনে করেন তা আমাদের জানান!
হাই, আমার নাম স্যাম এবং আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন প্রোডাক্ট ম্যানেজার। আমার টিম উইকিপিডিয়ার মোবাইল ওয়েবসাইটে উন্নতি করার জন্য কাজ করছে, এবং একজন সম্পাদক হিসাবে যিনি মোবাইল ওয়েবে প্রচুর পরিমাণে সম্পাদনা করেছেন, আমরা সত্যিই আপনার ইনপুটের প্রশংসা করি।
আমরা বর্তমানে ডিফ পৃষ্ঠার জন্য নতুন ডিজাইন অন্বেষণ করছি যা আপনি আমাদের টিমের প্রকল্প পৃষ্ঠায় পড়তে পারবেন। মোবাইলে ডিফ সম্পর্কে এই মুহুর্তে আপনি কী ভাবছেন এবং আমরা কিভাবে সেগুলিকে আরও ভাল করতে পারি সে সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। অনুগ্রহ করে সেখানে যান এবং আপনি কি মনে করেন তা আমাদের জানান!
আমরা আপনাকে জানাতে চাই যে আমরা একটি নিউজলেটার শুরু করছি। মোবাইল ওয়েব অভিজ্ঞতায় আমরা যে পরিবর্তনগুলি করছি তার সাথে আপনি যদি আপ টু ডেট থাকতে চান তবে আপনি আমাদের নিউজলেটারের জন্য সাইন আপ করতে পারেন।
যেহেতু আমাদের দলে সাবলীল [বাংলা] ভাষী নেই তাই আমরা আপনার প্রতিক্রিয়ার দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম নাও হতে পারি কিন্তু আমরা আমাদের প্রকল্পের পৃষ্ঠাগুলিতে আপনার পোস্ট করা সমস্ত কিছু পড়ব এবং অনুবাদ করব। আপনার সময়ের জন্য ধন্যবাদ! Samwalton9 (WMF) (talk) 11:44, 21 September 2022 (UTC)
Growth team newsletter #22
গ্রোথ দলের দ্বাবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
নবাগতদের কাজ ৫ লক্ষ সম্পাদনার মাইলফলক অতিক্রম করেছে — এ সংক্রান্ত বিস্তারিত উপাত্ত গণপ্রকাশিত হয়েছে
২০২০ সালের জুনের শেষ সপ্তাহ পর্যন্ত নবাগতরা বিশ্বব্যাপী ৫ লক্ষেরও অধিক নবাগতদের কাজ সম্পন্ন করেছে। অন্য ভাষায়, নবাগতরা গ্রোথের "পরামর্শকৃত সম্পাদনা" মডিউল ব্যবহার করে ৫ লক্ষ সম্পাদনা করতে সক্ষম হয়েছে।
- এর মধ্যে প্রায় ৩০% সম্পাদনা মোবাইল দিয়ে করা হয়েছে।
- ব্যবহার বেড়ে চলেছে; ২০২২ সালের জুনেই প্রায় ৫০,০০০ নবাগতদের কাজ সম্পাদিত হয়েছে।
আমরা গ্রাফানাতে কিছু নতুন উপাত্ত যুক্ত করেছি। আপনি সম্পাদনার সংখ্যা এবং বাতিল করার হাত নির্দিষ্ট কাজভেদে দেখতে পারবেন, বা মেন্টরদের করা প্রশ্নের সংখ্যাও দেখতে পারবেন। আপনি উইকি অনুযায়ী উপাত্ত ছাঁকতে পারবেন।
আপনার কোনো প্রশ্ন থাকলে বা আরো কোনো উপাত্ত সম্পর্কে জানতে চাইলে আমাদের জানান।
চলমান প্রকল্প এবং উদ্ভাবনী
আমরা ইতিবাচক প্রেরণা শীর্ষক আমাদের নতুন প্রকল্প নিয়ে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে ইতিবাচক প্রেরণার নকশার ব্যবহারকারী পরীক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। আরবি, ইংরেজি, ও স্প্যানিশে সাক্ষাৎকার নেয়া হয়েছে। এর ফলাফল ইতিবাচক প্রেরণার পাতায় প্রকাশিতও হয়েছে। আমরা বর্তমানে পূর্বের সম্প্রদায়ের মতামতের প্রেক্ষিতে ব্যবহারকারী পরীক্ষণ অনুযায়ী নকশার মানোন্নয়ন করে চলেছি।
আমরা রচনা সংশোধনের কাঠামোবদ্ধ কাজ ভাবনা নিয়ে এগোচ্ছি। আমরা আরবি, বাংলা, চেক, স্প্যানিশ ভাষার উইকিপিডিয়াতে (তথা গ্রোথের পাইলট উইকিতে) এবং ইংরেজি উইকিতে ল্যাঙ্গুয়েজটুল এবং হানস্পেল, এই দুইটি পদ্ধতিতে রচনা সংশোধনের পরীক্ষা চালিয়েছি। আমরা শীঘ্রই যাচাই শেষে রচনা সংশোধনী পাতায় এ সংক্রান্ত বিস্তারিত ফলাফল উপস্থাপন করব।
একটি ছবি যুক্ত করুন ব্যবহৃত হয়েছে গ্ল্যাম প্রকল্পে: আর্জেন্টিনা, মেক্সিকো, এবং চিলিতে এই বৈশিষ্ট্যটি ব্যবহৃত হয়েছে। এই সকল কার্যক্রম থেকে আমরা কী শিখেছি, তা পড়তে দেখুন #1Pic1Article I: how Latin American heritage experts added images to Wikipedia (ইংরেজিতে)।
পরীক্ষণ বিশ্লেষণ
একটি লিঙ্ক যুক্ত করুনের পরীক্ষামূলক বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুল হচ্ছে:
- নবাগতদের মধ্যে যারা একটি লিঙ্ক যুক্ত করুন শীর্ষক কাঠামোবদ্ধ কাজটি পেয়েছেন, তাদের সক্রিয় হওয়ায় সক্ষমতা বেড়েছে (প্রথমবারের মত গঠনমূলক সম্পাদনা করা)।
- আমরা বিশ্বাস করি যে তাদের থেকে নিয়মিতভাবে সম্পাদনা পাওয়ার সম্ভাবনাও বেশি (ফিরে এসে অপর একদিন পুনরায় কোনো নিবন্ধ সম্পাদনা করবেন)।
- এই বৈশিষ্ট্য সম্পাদনার আকার বাড়ায় (প্রথম সপ্তাহসমূহে গঠনমূলক সম্পাদনার করার সংখ্যা), এবং একইসাথে নিবন্ধের মানোন্নয়ন ঘটায় (নবাগতদের সম্পাদনা বাতিল না হওয়ার সম্ভাবনা)।
নবাগতদের কাজে সম্পাদনার ধরণ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে।
- সম্প্রদায় তাদের উদ্বেগ জানিয়েছেন, যেসকল নবাগতদের প্রাথমিক কাজগুলো কাঠামোবদ্ধ, তারা কঠিনতর কাজ শেখার দিকে যান না। গ্রোথ দলের ডেটা সায়েন্টিস্ট একটি নবাগতদের কাজে সম্পাদনার ধরণ বিশ্লেষণ করেছেন এই ব্যাপারটি পরীক্ষা করার জন্য।
- বিশ্লেষণের ফলাফলে দেখা গেছে এটা গুরুতর উদ্বেগ নয়। ৭০%-এরও বেশি ব্যবহারকারী যারা "একটি লিঙ্ক যুক্ত করুন" এর মত সহজ কাজ দিয়ে শুরু করেছেন, তারা অপর কাজগুলোও করেছেন। বিশ্লেষণ ও পরীক্ষাপদ্ধতির বিস্তারিত দেখুন এখানে।
মেন্টরদের জন্য সংবাদ
মেন্টর তালিকার নতুন পদ্ধতি
পরবর্তী সপ্তাহগুলোতে মেন্টরের তালিকার কনফিগারেশন বদলে যাবে। ভবিষ্যতে মেন্টর নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য, শুভেচ্ছাবার্তা যুক্ত করার জন্য কিংবা মেন্টরশিপ থেকে চলে যাওয়ার জন্য বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড ব্যবহার করবেন। এই পদ্ধতি মেন্টরদের জন্য নতুন বৈশিষ্ট্য নির্মাণ সহজতর করে তুলবে।
বর্তমানে মেন্টরের তালিকা একটি সাধারণ পাতা যা সুরক্ষিত করা না হলে সাধারণভাবে যে কেউ সম্পাদনা করতে পারে। নতুন পাতার মাধ্যমে মেন্টরগণ সহজে কেবলমাত্র তাদের নিজ নিজ শুভেচ্ছাবার্তা পরিবর্তন করতে পারবেন এবং প্রশাসকগণ প্রয়োজনে সম্পূর্ণ মেন্টরের তালিকা সম্পাদনা করতে পারবেন।
এটা প্রথমে কেবল পাইলট উইকিতে চালু হবে, এরপরে সকল উইকিতে। বিদ্যমান মেন্টরের তালিকা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে, তাদের কিছু করতে হবে না। [৫][৬]
মেন্টরগণ পরবর্তী ধাপ সম্পর্কে জানতে পারবেন, বিদ্যমান মেন্টরের তালিকার আলাপ পাতায় বার্তা দেয়া হবে।
কাঠামোবদ্ধ পাতা সম্পর্কে আরো জানুন mediawiki.org পাতায়।
মেন্টরের জন্য পরামর্শ
আপনি জানেন কি যে মেন্টর তাদের পরামর্শগ্রহীতাদের করা সম্পাদনা বিশেষ:মেন্টর_ড্যাশবোর্ড পাতার মাধ্যমে দেখতে পান (এবং নির্দিষ্ট কিছু সম্পাদনার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য তারকাচিহ্ন দিতে পারেন)? এই বৈশিষ্ট্য নবাগতদের সম্পাদনার প্রতি নজর রাখার জন্য, তাদের করা ছোট ত্রুটি সংশোধন এবং প্রয়োজনে উৎসাহিত করার জন্য তৈরি।
এবং আপনি জানেন কি যে মেন্টরেরা তাদের পরামর্শগ্রহীতাদের করা পরিবর্তন দেখার জন্য বিশেষ:সাম্প্রতিক_পরিবর্তন পাতায় পৃথক ছাঁকনি যোগ করতে পারবেন? সাম্প্রতিক পরিবর্তন পাতায় এই ছাঁকনিসমূহ দেখুন: আপনার চিহ্নিত পরামর্শগ্রহীতা, আপনার চিহ্নিত হয়নি এমন পরামর্শগ্রহীতা।
অন্যান্য উন্নতি
আসন্ন সপ্তাহগুলোতে মেন্টর ড্যাশবোর্ডের কিছু উন্নয়ন করা হবে:
- আমরা মেন্টরদের ছুটি নেয়ার সুবিধা প্রদান করলেও মেন্টরশিপ ছেড়ে যাওয়ার ব্যাপারটি খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এটার উন্নতি করা হবে। [৭]
- যেসকল উইকিতে ফ্ল্যাগড রিভিশন আছে, সেগুলোতে পরামর্শগ্রহীতাদের ঝুলে থাকা সম্পাদনা দ্রুত আবিষ্কার করার পন্থা নিয়ে কাজ করা হচ্ছে। [৮]
- নতুন মেন্টরদের জন্য ড্যাশবোর্ড খুঁজে পাওয়া সহজ হবে। [৯]
সাম্প্রতিক পরিবর্তন এবং সংশোধিত ত্রুটি
- আমরা একটি নতুন ছবির পরামর্শের এপিআই চালু করেছি। এই এপিআইয়ের মাধ্যমে একটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্য আরো বিভিন্ন উইকিতে চালু করা সম্ভব হয়েছে। [১০]
- ১৯ সেপ্টেম্বর থেকে আরো কিছু উইকি নবাগতদের একটি ছবি যুক্ত করুন বৈশিষ্ট্যটি প্রদান করেছে। এই উইকিগুলো হচ্ছে গ্রিক উইকিপিডিয়া, পোলিশ উইকিপিডিয়া, চীনা উইকিপিডিয়া, ইন্দোনেশীয় উইকিপিডিয়া, রোমানীয় উইকিপিডিয়া। [১১]
- একটি ছবি যুক্ত করুন বৈশিষ্টয়টি কিছু দিনের জন্য প্রযুক্তিগত কারণে নিষ্ক্রিয় করা হয়েছে। "একটি ছবি যুক্ত করুন" ছবির বদলে একটি শূন্য বাক্য যুক্ত করতো। এটা সংশোধিত হয়েছে। [১২]
- বিশেষ:গ্রোথ_কনফিগারেশন_সম্পাদনা ব্যবহৃত হচ্ছে কীনা, তা জানতে আমরা পাতাটি লোড করা এবং কনফিগারেশন সংরক্ষণ করাটা যাচাই করছি। [১৩]
কোনো প্রশ্ন? পরামর্শ?
আমাদেরকে জানান! আপনি আমাদের প্রাজিপ্ত পাতাটি পড়তে পারেন।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
১৭:১৯, ২১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
ALIF AFIF KHAN-এর প্রশ্ন (২০:০৮, ২২ সেপ্টেম্বর ২০২২)
আমি কিভাবে আমার ছবি যোগ করবো? --ALIF AFIF KHAN (আলাপ) ২০:০৮, ২২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @ALIF AFIF KHAN: সাহায্য:চিত্রের সাথে পরিচয় (দৃশ্যমান সম্পাদনা) পাতাটি দেখুন। তবে, দয়া করে উইকিপিডিয়াকে আত্মপ্রচারণার কাজে ব্যবহার করবেন না। ধন্যবাদ! -- গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ০৬:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
মফিজ উদ্দিন আল মাদানী নিয়ে Abful tosika-এর প্রশ্ন (০২:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২২)
আস সালামুয়ালাইকুম। আমি picture add করবো কিভাবে,? --Abful tosika (আলাপ) ০২:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
- @Abful tosika: ওয়ালাইকুমুস সালাম। সাহায্য:চিত্রের সাথে পরিচয় (দৃশ্যমান সম্পাদনা) পাতাটি দেখতে পারেন। — গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ০৭:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)
Shozol bhuiyan-এর প্রশ্ন (১৬:১৫, ১৬ অক্টোবর ২০২২)
শুভ সন্ধ্যা স্যার। আমি সজল। আমি একজন মার্চের নেভী অফিসার৷ অবসরে বাংলা ভাষার সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়াতে সম্পাদনা করতে চাচ্ছি। এবং নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। অনুগ্রহপূর্বক আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। --Shozol bhuiyan (আলাপ) ১৬:১৫, ১৬ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- শুভ সন্ধ্যা @Shozol bhuiyan ভাই। আমাকে স্যার বলার দরকার নেই, আমিও আপনার মতোই একজন উইকিপিডিয়ান। উইকিপিডিয়ায় সম্পাদনা করতে গিয়ে কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। আমি সাহায্য করতে চেষ্টা করব। — গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১১:৪১, ১৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- ভদ্রতার খাতিরে সম্মানিত কাউকে আমরা স্যার বলে সম্মোধন করে থাকি। যাইহোক আপনাকে অসংখ্যক ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই৷ আমি আমার ইউনিয়ন পরিষদ এর সরকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী উইকিপিডিয়াতে ও আমার ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য যোগ করতে চাচ্ছি। এই তথ্যগুলি আমি ইতিমধ্যেই সম্পাদনা করেছি। এগুলকে চিরস্থায়ী তথ্য হিসেবে উইকিপিডিয়া তে সংরক্ষণের জন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য।
- ধন্যবাদ ভাই Shozol bhuiyan (আলাপ) ১৬:৪৩, ১৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)
Shamim2670-এর প্রশ্ন (০১:০৯, ১৮ অক্টোবর ২০২২)
কিভাবে আমার সম্পর্কে আমি উইকিপিডিয়ায় লিখবো? --Shamim2670 (আলাপ) ০১:০৯, ১৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Shamim2670 ভাই, উইকিপিডিয়া আত্মপ্রচারণার স্থান নয়। এখানে নিজের জীবনী লেখা যায় না। (বিস্তারিত উইকিপিডিয়া:আত্মজীবনী পাতায় দেখুন।) তবে আপনি চাইলে নিজের সম্পর্কে কিছু তথ্য আপনার ব্যবহারকারী পাতায় লিখতে পারেন। — গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ০৬:২৪, ১৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
এন.কে.এম ইরফান-এর প্রশ্ন (০৮:৪৭, ১৮ অক্টোবর ২০২২)
আসসালামুয়ালাইকুম। জনাব, আমি কিভাবে উইকিপিডিয়ায় অবদান রাখতে পারবো.? --এন.কে.এম ইরফান (আলাপ) ০৮:৪৭, ১৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @এন.কে.এম ইরফান ওয়ালাইকুমুস সালাম। আপনি উইকিপিডিয়ার নিবন্ধগুলোতে কোনো বানান বা তথ্যে ভুল থাকলে সেগুলো সংশোধন করতে পারেন, ছোট নিবন্ধগুলো সম্প্রসারণ করতে পারেন (অবশ্যই তথ্যসূত্র যোগ করবেন), উল্লেখযোগ্য বিষয়ে নতুন নিবন্ধ তৈরি করতে পারেন। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে, ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলা উইকিতে নিবন্ধ তৈরি করতে পারেন। আরও তথ্যের জন্য আপনার আলাপ পাতার স্বাগতবার্তায় থাকা লিংকগুলো দেখুন। ধন্যবাদ! — গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১৪:৩১, ১৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
Jahidboss78977oeo393o-এর প্রশ্ন (০৮:৫৬, ২৪ অক্টোবর ২০২২)
সাইবার সিকিউরিটি কিভাবে ভালো করে শিখলে।দেশের কাজে লাগাতে পারবো --Jahidboss78977oeo393o (আলাপ) ০৮:৫৬, ২৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)
মূলদীয় অপেক্ষক নিয়ে Abful tosika-এর প্রশ্ন (০৫:৫৫, ২৮ অক্টোবর ২০২২)
স্যার আমি আমার দাদার জীবনী উইকিপিডিয়া তে কিভাবে যোগ করতে পারি স্থায়ী ভাবে । দয়া করে যদি বলতেন প্লিজ! --Abful tosika (আলাপ) ০৫:৫৫, ২৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
- @Abful tosika: প্রথমত, উইকিপিডিয়ায় শুধুমাত্র উল্লেখযোগ্যতার নীতিমালায় উত্তীর্ণ ব্যক্তিদের জীবনী যুক্ত করা যায়। উনার জীবনী এ নীতিমালা পূরণ করে কিনা তা যাচাই করে নিন। দ্বিতীয়ত, উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত নীতি অনুসারে নিজের নিকটাত্মীয়কে নিয়ে নিবন্ধ তৈরি করা উচিৎ নয়। — গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ০৬:২৯, ২৮ অক্টোবর ২০২২ (ইউটিসি)
Mohammad Rabiul Islam Molla-এর প্রশ্ন (২২:০৬, ৩১ অক্টোবর ২০২২)
আমি কিভাবে আমার সমস্ত তত্ত্ব উইকেটকিপায় রাখবো --Mohammad Rabiul Islam Molla (আলাপ) ২২:০৬, ৩১ অক্টোবর ২০২২ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২২" এডিটাথনে অংশ নিন!
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে উইকিপিডিয়ার বার্ষিক প্রতিযোগিতা উইকিপিডিয়া এশীয় মাসের ২০২২ আসর। মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন। Aishik Rehman (আলাপ) - ১১:৫৮, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)
Mahmod Akib-এর প্রশ্ন (১৮:২৩, ১৫ নভেম্বর ২০২২)
আমার নিবন্ধনটির শিরোনাম পরিবর্তন করতে চাইছি? --Mahmod Akib (আলাপ) ১৮:২৩, ১৫ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @Mahmod Akib ভাই, উইকিপিডিয়া:পাতা স্থানান্তর পাতাটি দেখুন — গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ০৬:২৮, ১৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
Dear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (আলাপ) ১১:২৪, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Help us organize!
Dear Wikimedian,
You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.
If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (আলাপ) ১৫:২১, ১৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)
(on behalf of the WCI Organizing Committee)
বিশ্ব সেরেব্রাল পালসি দিবস নিয়ে সেলিনা পারভীন-এর প্রশ্ন (০২:৩৩, ২১ নভেম্বর ২০২২)
শুভ সকাল, সম্মানিত মহোদয়, অনুগ্রহ করে উৎসহীন হ্যাশট্যাগ বলতে কী বোঝানো হয়েছে যদি বুঝিয়ে বলতেন। --সেলিনা পারভীন (আলাপ) ০২:৩৩, ২১ নভেম্বর ২০২২ (ইউটিসি)
- @সেলিনা পারভীন: শুভ সকাল। উৎসহীন বলতে বুঝানো হয়েছে যে, সেই নিবন্ধে কোনো তথ্যসূত্র যোগ করা হয়নি। আপনি তথ্যসূত্র যোগ করে ট্যাগটি মুছে ফেলতে পারেন। তথ্যসূত্র যোগ করার নিয়ম উইকিপিডিয়া:কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন? পাতায় দেখুন। ধন্যবাদ — গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ০৬:২৮, ২১ নভেম্বর ২০২২ (ইউটিসি)
Growth team newsletter #23
গ্রোথ দলের ত্রয়োবিংশ নিউজলেটারে আপনাকে স্বাগতম!
এক নজরে
- মেন্টরশিপ: আমরা সকল উইকিতে নতুন কাঠামোবদ্ধ মেন্টরের তালিকা চালু করেছি। এর মাধ্যমে মেন্টরশিপ চালু, নিয়ন্ত্রণ, ও ব্যবহার আরো সহজতর হয়ে উঠবে।
- ইতিবাচক প্রেরণা: অবদানের প্রভাবের একটি উন্নত মডিউল পরীক্ষণের জন্য প্রস্তুত।
ইতিবাচক প্রেরণা: অবদানের প্রভাবের উন্নত মডিউল পরীক্ষণের জন্য
গ্রোথ দলের উদ্দেশ্য হচ্ছে নবাগতদেরকে তাদের প্রথম সম্পাদনা করতে সহায়তা করা এবং উৎসাহিত করা। নবাগতদের সম্পাদনা কতটা অবদান রাখছে তা জানানোর মাধ্যমে আমরা নবাগতদের প্রেরণা বাড়াতে চাই।
নবাগতরা একটি অবদানের মডিউল দেখতে পাবেন; আপনি বিশেষ:প্রভাব-এ গিয়ে আপনারটা দেখতে পারবেন। এই উন্নত অবদানের মডিউল নবাগতদের তাদের প্রভাব সম্পর্কে আরো তথ্য দেবে। এই এটা সম্পাদনার সংখ্যা, প্রাপ্ত ধন্যবাদ সংখ্যা, তাদের করা শেষ সম্পাদনার তারিখ, বিরতিহীন সম্পাদনা করার দিন, এবং সম্পাদিত নিবন্ধ পরিদর্শন সংখ্যা।
ডিসেম্বরের ১ তারিখ থেকে আমাদের পাইলট উইকিতে এই মডিউল চালু হবে। আপনি বেটা উইকিপিডিয়াতে এই মডিউল পরীক্ষা করতে পারবেন। নিরাপত্তার কারণে বেটা উইকিতে আপনার নিয়মিত অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ব্যবহার করবেন না। ভিন্ন পাসওয়ার্ডসহ এই উইকিতে একটি নতুন, নির্দিষ্ট অ্যাকাউন্ট তৈরি করুন।
কাঠামোবদ্ধ কাজ: নিরীক্ষকগণের মতামতের ভিত্তিতে করা উন্নতি
কাঠামোবদ্ধ কাজ চালুর পর থেকে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মতামত পেয়েছি। তারা জানিয়েছে কীভাবে সাম্প্রতিক পরিবর্তনে পরীক্ষা করা প্রয়োজন এমন সম্পাদনার সংখ্যাবৃদ্ধিতে নিরীক্ষকগণের কাজের চাপ বেড়েছে এবং কিছু সম্পাদনার মান বা প্রাসঙ্গিকতাও ভালো হচ্ছে না।
আমরা গৃহীত মতামতের ভিত্তিতে কিছু পরিবর্তন এনেছি। যা যা ঠিক করা হয়েছে:
- নিরীক্ষকদের ক্লান্তি
- স্বয়ংক্রিয়ভাবে নবাগতদের প্রতিদিন মোট ২৫টি "একটি লিঙ্ক যুক্ত করুন" এবং ২৫টি "একটি ছবি যুক্ত করুন" কাজ করতে পারেন। যদি নিরীক্ষকগণ ক্লান্ত হয়ে যান, তবে সম্প্রদায় বিশেষ:গ্রোথ_কনফিগারেশন_সম্পাদনা-তে গিয়ে এই সীমা কমিয়ে দিতে পারেন।
- সম্পাদনার মান: "মানসম্মত সম্পাদনা" কোনো সঠিকভাবে সংজ্ঞায়িত বিষয় না। আমরা একটি আলোচনা চালু করেছি এবং আমাদের প্রাপ্ত দিকগুলোর সারসংক্ষেপ তুলে ধরেছি। আমরা নিম্নোক্ত বিষয় নিয়ে কাজ করেছি:
- একটি লিঙ্ক যুক্ত করুন
- কম লিঙ্কবিশিষ্ট নিবন্ধগুলোর প্রতি গুরুত্বারোপ করা হচ্ছে, তাই নবাগতরা ইতিমধ্যে অনেক লিঙ্ক আছে এমন নিবন্ধে লিঙ্ক যুক্ত করবেন এর সম্ভাবনা কম।
- কনফিডেন্স স্কোর বাড়ানো হয়েছে, এর ফলে পরামর্শগুলো আরো সঠিকতর হবে।
- প্রতি নিবন্ধে স্বয়ংক্রিয়ভাবে পরামর্শকৃত লিঙ্কের সংখ্যা কমিয়ে ৩ করা হয়েছে। বিশেষ:গ্রোথ_কনফিগারেশন_সম্পাদনা-তে গিয়ে এর পরিবর্তন করা যাবে। সম্প্রদায় চাইলে নির্দিষ্ট টেমপ্লেট বা বিষয়শ্রেণী পরামর্শের তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারবেন।
- একটি ছবি যুক্ত করুন
- তালিকা নিবন্ধগুলো আর "একটি ছবি যুক্ত করুন" পরামর্শ পাবে না।
- দ্ব্যর্থতানিরসনকারী পাতাগুলোও আর "একটি ছবি যুক্ত করুন" পরামর্শ পাবে না।
- আমরা ২০২৩-এর শুরুর দিকে "একটি লিঙ্ক যুক্ত করুন" বৈশিষ্ট্যটিকে আরো উন্নত করে তুলব। [১৪]
- একটি লিঙ্ক যুক্ত করুন
ইতিবাচক প্রেরণা প্রকল্পটি ইতিমধ্যে নবাগতদের অধিক গুরুত্ববিশিষ্ট সম্পাদনার প্রতি উৎসাহিত করে তুলবে। গ্রোথ দল "উচ্চতর ধাপে গমন" কৌশল নিয়ে শীঘ্রই কাজ করবে। এর মাধ্যমে সহজ থেকে অধিকতর কঠিন কাজের দিকে তারা যেতে পারবেন।
সাম্প্রতিক পরিবর্তন
- সকল উইকিপিডিয়ায় এখন একই প্রারম্ভিক অভিজ্ঞতা বিদ্যমান। আগে কিছু উইকির নতুন অ্যাকাউন্টের ২০% গ্রোথ বৈশিষ্ট্য পেত না। এই ২০% নতুন অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ দল হিসেবে ব্যবহৃত হতো যেন নবাগতদের আচরণ গ্রোথ বৈশিষ্ট্য আসলেই পরিবর্তন করতে পারছে কীনা তা জানা যায়। পরীক্ষা করে দেখা গেছে যে গ্রোথ বৈশিষ্ট্য সক্রিয়তা এবং ফিরে আসার হার বাড়ায় এবং আমরা এই প্রারম্ভিক অভিজ্ঞতা সকল উইকিপিডিয়ায় দিতে চেয়েছি। আমরা তাই নিয়ন্ত্রণ দল সরিয়ে নিয়েছি। নতুন বৈশিষ্ট্য চালুর ক্ষেত্রে আবারও নিয়ন্ত্রণ দলের প্রয়োজন পড়বে। জার্মান উইকিপিডিয়া তাদের অনুরোধের প্রেক্ষিতে একটি নিয়ন্ত্রণ দল রাখছে। [১৫]
- "একটি লিঙ্ক যুক্ত করুন" পরামর্শের মানের নম্বর তথা কোয়ালিটি স্কোর পরিবর্তিত হচ্ছে। আমরা প্রতি নিবন্ধের জন্য কম লিঙ্কের পরামর্শ দেব, তবে পরামর্শগুলো আরো সঠিক হবে। আমরা প্রথমে পাইলট উইকিতে চালু করব, এবং ধীরে ধীরে এই বৈশিষ্ট্য আছে এমন বাকি সব উইকিতেও চালু করব। [১৬][১৭]
- গ্রোথ বৈশিষ্ট্যের প্রাজিপ্র হালনাগাদ ও বিস্তৃত হয়েছে। এই পাতায় গ্রোথ বৈশিষ্ট্যের সকল তথ্যের কেন্দ্রীয় ভাণ্ডার রয়েছে। আমরা আপনাকে এটা পড়তে, এবং সম্ভব হলে অনুবাদ করার আমন্ত্রণ জানাচ্ছি।
মেন্টরদের জন্য সংবাদ
- সকল উইকিপিডিয়া বর্তমানে মেন্টরশিপ প্রোগ্রাম চালু ও নিয়ন্ত্রণ করতে পারেব আরো সহজভাবে।
- আমরা প্রক্রিয়া পরিবর্তন করে আরো নির্ভরযোগ্য, মানোন্নয়ন উপযোগী, এবং সহজে ব্যবহারযোগ্য করে তুলেছি।
- যেসকল উইকিপিডিয়াতে এখনো মেন্টরশিপ চালু হয়নি, তারা নতুন প্রক্রিয়া অনুসরণ করে মেন্টরশিপ চালু করতে পারবেন। চালুর পরে মেন্টরগণ
Special:MentorDashboard
-এ গিয়ে নিজের নাম যুক্ত করতে পারবেন। - যেসকল উইকিপিডিয়াতে আগেই মেন্টরের তালিকা ছিল, তারা নতুন পদ্ধতিতে পরিবর্তিত হয়ে গেছে।
- একটি নতুন বিশেষ পাতা —
Special:ManageMentors
— বর্তমানে সকল মেন্টরের তালিকা প্রদর্শন করছে। এই পাতাটিকে অন্য পাতায় অন্তর্ভুক্ত করিয়ে নেয়া সম্ভব। মেন্টর হিসেবে যুক্ত হোন বা মেন্টরশিপ ত্যাগ করুন-এর জন্যও নতুন পদ্ধতি চালু আছে। আমরা সম্প্রদায়ের মেন্টরশিপ ব্যবস্থাপনা উন্নত করেছি।
- মেন্টর ড্যাশবোর্ডের "আপনার পরামর্শগ্রহীতা" মডিউলে একটি নতুন ফুটার বর্তমানে দেখা যাবে, যেখানে "আপনার পরামর্শগ্রহীতাদের করা সাম্প্রতিক পরিবর্তন"-এ সাম্প্রতিক পরিবর্তনে যাওয়ার লিঙ্ক থাকবে। এর মাধ্যমে মেন্টরগণ কেবলমাত্র তাদের পরামর্শগ্রহীতাদের সম্পাদনাই দেখতে পারবেন। [১৮]
প্রয়োগ
- একটি লিঙ্ক যুক্ত করুন পঞ্চম দফায় উইকিতে চালু করা হয়েছে। [১৯]
নিউজলেটারের মানোন্নয়ন
আমরা আরো নিয়মিত, প্রতি দুই মাসের মধ্যে একটি নিউজলেটার প্রকাশ করতে চাই। আমরা জানতে চাই বর্তমান ফরমেট আপনার পছন্দ হয়েছে কীনা! জানান, আপনি কী পছন্দ করেন, কী কম পছন্দ করেন, বা কোথায় উন্নয়ন করা যায়। আপনার পছন্দসই ভাষায় মতামত দিন।
গ্রোথ দলের নিউজলেটার প্রস্তুত করেছে গ্রোথ দল এবং বার্তা রেখেছে বট • মতামত দিন • সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করুন।
২০:৫৮, ২৯ নভেম্বর ২০২২ (ইউটিসি)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
Dear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ১৬:২১, ২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
On Behalf of, WCI 2023 Core organizing team.
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে MD MARJANUL ISLAM-এর প্রশ্ন (০৯:০২, ৪ ডিসেম্বর ২০২২)
কি কি সাবজেক্ট রয়েছে 3 বছরে? --MD MARJANUL ISLAM (আলাপ) ০৯:০২, ৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
অনাথ অ-মুক্ত চিত্র:ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদের লোগো.png সম্পর্কে
চিত্র:ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদের লোগো.png আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।
লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১২:০৮, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
অনাথ অ-মুক্ত চিত্র:হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের লোগো.png সম্পর্কে
চিত্র:হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের লোগো.png আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।
লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১২:০৮, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
Tahmidul Tahim-এর প্রশ্ন (১৪:৪৯, ৯ ডিসেম্বর ২০২২)
Hello, How are you? Please give me a math book --Tahmidul Tahim (আলাপ) ১৪:৪৯, ৯ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
Indic Wiki Improve-a-thon 2022
Dear Wikimedian, Glad to inform you that CIS-A2K is going to conduct an event, Indic Wiki improve-a-thon 2022, for the Indic language. It will run from 15 December to 5 January 2023. It will be an online activity however if communities want to organise any on-ground activity under Improve-a-thon that would also be welcomed. The event has its own theme Azadi Ka Amrit Mahatosav which is based on a celebration of the 75th anniversary of Indian Independence. The event will be for 20 days only. This is an effort to work on content enrichment and improvement. We invite you to plan a short activity under this event and work on the content on your local Wikis. The event is not restricted to a project, anyone can edit any project by following the theme. The event page link is here. The list is under preparation and will be updated soon. The community can also prepare their list for this improve-a-thon. If you have question or concern please write on here. Regards MediaWiki message delivery (আলাপ) ০৭:৩৫, ১২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
Touhidul Islam Touhid (Journalist)-এর প্রশ্ন (২১:৩৮, ১২ ডিসেম্বর ২০২২)
আমি একজন সাংবাদিক হিসেবে নিজের পাতা তৈরী করতে চাচ্ছি এটা কি সম্ভব ? --Touhidul Islam Touhid (Journalist) (আলাপ) ২১:৩৮, ১২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Touhidul Islam Touhid (Journalist): না। প্রথমত, উইকিপিডিয়ায় কেবল উল্লেখযোগ্যতার নীতিমালায় উত্তীর্ণ ব্যক্তিদের জীবনী যুক্ত করা যায়। দ্বিতীয়ত, উইকিপিডিয়ায় আত্মজীবনী লেখা উচিৎ নয়। (বিস্তারিত উইকিপিডিয়া:আত্মজীবনী পাতায় দেখুন।) তবে আপনি চাইলে নিজের সম্পর্কে কিছু তথ্য আপনার ব্যবহারকারী পাতায় যোগ করতে পারেন। ধন্যবাদ — গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ০৫:৫১, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- নিজের সম্পর্কে কেমন তথ্য ব্যবহার কারী পাতায় যোগ করতে পারবো ? 103.73.197.73 (আলাপ) ০৫:৫৫, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
মোহাম্মদ মুরাদ-এর প্রশ্ন (১৮:২২, ১৪ ডিসেম্বর ২০২২)
কিভাবে আমি কাউকে নিয়ে উইকিপিডিয়া তে তথ্য দিবো। --মোহাম্মদ মুরাদ (আলাপ) ১৮:২২, ১৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @মোহাম্মদ মুরাদ: উইকিপিডিয়ার প্রায় সব নিবন্ধের উপরে এবং অনুচ্ছেদগুলোর ডানে আপনি কলম আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি সে বিষয়ে তথ্য যোগ করতে পারেন। নতুন নিবন্ধ তৈরি করতে চাইলে বিশেষ:CreateTopicPage-এ গিয়ে নিবন্ধের শিরোনাম লিখে "তৈরি করুন" বোতাম চাপুন। এক্ষেত্রে খেয়াল রাখবেন, নিবন্ধের বিষয়বস্তু যেন উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হয়। অন্যথায় নিবন্ধটি অপসারণ করা হবে। আর উইকিপিডিয়ায় যে কোনো তথ্য যোগ করার সময় নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্র যোগ করতে ভুলবেন না। — গোলাম মুকিত ☆ (আলাপ) ☆ ১৮:৫৬, ১৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
Indic Wiki Improve-a-thon 2022 has started
Dear Wikimedians, As you already know, Indic Wiki improve-a-thon 2022 has started today. It runs from 15 December (today) to 5 January 2023. This is an online activity however if communities want to organise any on-ground activity under Improve-a-thon please let us know at program@cis-india.org. Please note the event has a theme Azadi Ka Amrit Mahatosav which is based on a celebration of the 75th anniversary of Indian Independence. The event will be for 20 days only. This is an effort to work on content enrichment and improvement. The event is not restricted to a particular project. The event page link is here please add your name in the participant's section. A few lists are there and we will add more. The community can also prepare their list for this improve-a-thon but we suggest you list stub articles from your Wiki. If you have a question or concern please write here. Regards MediaWiki message delivery (আলাপ) ০৮:৩০, ১৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022
Dear Wikimedian,
As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.
- [WCI 2023] Open Community Call
- Date: 18 December 2022
- Time: 1900-2000 [7 pm to 8 pm] (IST)
- Google Link: https://meet.google.com/wpm-ofpx-vei
Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (আলাপ) ০৮:১১, ১৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
On Behalf of, WCI 2023 Organizing team
ParvesAlom-এর প্রশ্ন (১৮:২১, ৩১ ডিসেম্বর ২০২২)
শুভেচ্ছা নিবেন, আমি আমার গ্রাম সম্পর্ক সংক্ষিপ্ত কিছু লিখেছিলাম কিন্ত তা মুছে ফেলা হয়েছে। করণীয় কী --ParvesAlom (আলাপ) ১৮:২১, ৩১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)