ব্যবহারকারী আলাপ:রূপক পাল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

ফেব্রুয়ারি 2022[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


স্বাগতম, আমি Yahya। আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি একটি পাতায় এক বা একাধিক পরীক্ষামূলক সম্পাদনা করেছেন। অভিনন্দন আপনার সম্পাদনা সংরক্ষিত হয়েছিল, আপনি যদি আরও পরীক্ষামূলক সম্পাদনা করতে চান, তবে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনার পরীক্ষামূলক সম্পাদনা অপসারণ করা হয়েছে। আপনি যদি মনে করেন, যে এই কাজটি ভুল হয়েছে অথবা এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করার বিষয়ে[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুধী! আপনি এবার উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করেছেন এবং ভাজক কলা নিবন্ধটি অনুবাদ করার কাজ হাতে নিয়েছেন। কিন্তু আপনি প্রায় গত ১২ দিন নিবন্ধটিতে কোনোরূপ অনুবাদ বা সম্পাদনা করেননি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের তুলনায় নিবন্ধ সংখ্যা সীমিত। যেহেতু নিবন্ধটিতে অনেকদিন ধরে কোনো কাজ করা হয়নি তাই এটি অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এজন্য, প্রতিযোগিতার নিয়মানুসারে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করুন এবং শেষ হলে এখানে জমা দিন। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ১১:২১, ১২ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মাননীয় মহাশয়কে ধন্যবাদ, বিষয়টি দৃষ্টিগোচর করানোর জন্য। আমি চাইনা আমার কারণে অন্য কেউ এই সুন্দর প্রতিযোগীতায় অংশগ্রহন করা থেকে বঞ্চিত থাকুক! তাছাড়াও অনেকদিন ধরে বিষয়টি পরিবর্তন করার ইচ্ছে ছিল কিন্তু সীমিত তালিকার কারনে তা করে ওঠা সম্ভব হয়নি। তাই আজ বিষয়টি দেখা মাত্রই "ভাজক কলা" বিষয়টি থেকে আমার নাম সরিয়ে অন্য একটি বিষয় নিলাম। আশা করি খুব শীঘ্রই এই বিষয়টিকে অনুবাদ করে জমা দিতে পারব। "ভাজক কলা" বিষয়টি এখন সবার জন্য উন্মুক্ত। ধন্যবাদ । রূপক পাল (আলাপ) ১০:৪২, ১৩ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকেও ধন্যবাদ, @রূপক পাল:মোঃ মারুফ হাসান (আলাপ) ০০:৩০, ১৪ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আণবিক ভর নিবন্ধটি অনুবাদ সম্পূর্ণ করার বিষয়ে[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুধী! আপনি এবার উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করেছেন এবং আণবিক ভর নিবন্ধটি অনুবাদ করার কাজ হাতে নিয়েছেন। কিন্তু আপনি প্রায় গত ২৬ দিন ধরে নিবন্ধটিতে কোনোরূপ অনুবাদ বা সম্পাদনা করেননি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের তুলনায় নিবন্ধ সংখ্যা সীমিত। যেহেতু নিবন্ধটিতে অনেকদিন ধরে কোনো কাজ করা হয়নি তাই এটি অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এজন্য, প্রতিযোগিতার নিয়মানুসারে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করুন এবং শেষ হলে এখানে জমা দিন। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ১৫:৩৬, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মাননীয় মহাশয়, আপনার সম্ভবত কোথাও ভুল হচ্ছে। আমি ইতিমধ্যেই "আণবিক ভর" নিবন্ধটি সম্পূর্ণ অণুবাদ করে গত ফেব্রুয়ারি মাসেই পর্যালোচনার জন্য জমা দিয়ে দিয়েছি। উক্ত বিষয়টি জমাদান তালিকায় ৪৬ নম্বরে আছে এবং দীর্ঘদিন যাবৎ মাননীয় পর্যালোচক মোঃ গোলাম মুকিত খান মহাশয় পর্যালোচনা করেই চলেছেন। উল্টে আজ প্রায় একমাস যাবৎ নিবন্ধটিকে সম্পূর্ণ পর্যালোচনা করা হয়ে গেলেও এখনো আপনাদের তরফে আমার মানোন্নয়নকৃত নিবন্ধটিকে গ্রহন করার কোনো খবর পাইনি একারনে দ্বিতীয় কোনো নিবন্ধ ধরারও সাহস পাচ্ছিনা। সুতরাং দ্রুত এই "আণবিক ভর" নিবন্ধটিকে বিচারপূর্বক গ্রহন করার অনুরোধ জানাই। আর দ্বিতীয় বার জমাদানের কোনো কথা কোথাও তো বলা হয়নি। রূপক পাল (আলাপ) ১৬:৩৯, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@মোঃ মারুফ হাসান আমার মনে হচ্ছে, উনি নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করেছেন। @রূপক পাল, আপনি এই একটি নিবন্ধের জন্য অপেক্ষা করে দ্বিতীয় কোনো নিবন্ধ শুরু করছেন না, এটাতো কোনো কাজের কথা নয়। আপনি নিশ্চিন্তে আরেকটি নিবন্ধ শুরু করে দিন। মুহিত খান সম্ভবত বাস্তব জীবনে ব্যস্ত। উনি না করলে আমি পর্যালোচনা করে দিবো। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:৩০, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@রূপক পাল অভিনন্দন। আপনি নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করেছেন। আসলে আমারই একটু ভূল হয়েছে 😅😅😅। এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ০১:২২, ১৮ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@ইয়াহিয়া মহাশয়, নিশ্চিতকরণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমন বিজ্ঞপ্তিতে আমি আসলে চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু, আমাকে চিন্তামুক্ত করার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার দ্বিতীয় নিবন্ধের অনুবাদটির কাজও চলছে এবং প্রায় ২০ শতাংশ কাজও শেষ হয়েছে, আমি যত দ্রুত সম্ভব পর্যালোচনার জন্য জমা দিতে পারব বলেই আমার বিশ্বাস। 
@মোঃ মারুফ হাসান মহাশয়, আমি বুঝতে পেরেছি যে, এত নিবন্ধসমূহ এবং প্রতিযোগীর ভিড়ে এরকম কিছু ভুলভ্রান্তি ঘটতেই পারে। কে, কোন বিষয় নিয়ে কতদিন কাজ করেছেন তা বিচার করা মোটেই সহজ কাজ নয়। তাই এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই, আপনি আপনার ভুল বুঝে, ভুল স্বীকার করেছেন এই যথেষ্ট। ভুলভ্রান্তি ভুলে বাংলা ভাষার প্রসারে আমাদের সবাইকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে, এই আমার ধারণা। আপনার উদার মনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভকামনা জানাই। আপনার সম্পাদনা শুভ হোক এই কামনা করি। রূপক পাল (আলাপ) ০৫:০৫, ১৮ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মাননীয় মহাশয় / মহাশয়া, আমি আমার কথামতো আজ দ্বিতীয় নিবন্ধ অনুবাদের কাজ শেষ করে পর্যালোচনার জন্য জমা দিলাম। আশা করি, ঠিকঠাক ভাবে জমা দিতে এবং কথা রাখতে পারলাম । পর্যালোচনার অপেক্ষায় রইলাম। আপাতত অন্তত একটি গৃহীত হলে কাজে নতুন উদ্যোম পাওয়া যেত। আপনাদের অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই। রূপক পাল (আলাপ) ১২:২২, ২৩ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মাননীয় মহাশয় / মহাশয়া, আমি আমার কথামতো আজ আরো একবার তৃতীয় নিবন্ধ অনুবাদের কাজ শেষ করে পর্যালোচনার জন্য জমা দিলাম। আশা করি, ঠিকঠাক ভাবে জমা দিতে এবং কথা রাখলাম । পর্যালোচনার অপেক্ষায় রইলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানাই। রূপক পাল (আলাপ) ০৮:০৪, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আপনার মানোন্নয়নকৃত মানব স্ত্রী প্রজননতন্ত্র নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুপ্রিয় রূপক পাল,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত মানব স্ত্রী প্রজননতন্ত্র নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ১৩:৫৮, ২৩ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মাননীয় পর্যালোচক মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আমার প্রথম প্রয়াস নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম, কিন্তু কোনওরূপ ভুলত্রুটি ছাড়াই এটি গৃহীত হয়েছে শুনে আমি খুবই খুশি হলাম।আপনাদের এই প্রয়াস আমাকে আরো সমৃদ্ধ এবং এই কাজে আরো উৎসাহিত করবে বলেই আমি মনে করি। দ্রুত পর্যালোচনার জন্য আরো একবার অসংখ্য ধন্যবাদ । রূপক পাল (আলাপ) ১৫:২৮, ২৩ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আপনাকে স্বাগত[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


উইকিপিডিয়া:নারীবাদ এবং লোকগাথা এডিটাথন ২০২২এ আপনার লেখা পড়ে খুব ভালো লাগল। নতুন হিসেবে আপনার পারদর্শিতা সত্যিই প্রশংসার যোগ্য। আশা করি ভবিষ্যতেও এইভাবেই আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করে যাবেন।

আন্তঃভাষার সংযোগ এবং লিঙ্ক নিয়ে আপনার একটু সমস্যা আছে। এছাড়া বিষয়শ্রেণীও যোগ করা হয়নি। সেগুলি আমি ঠিক করে দিয়েছি। এই টেকনিকাল ব্যাপারগুলিতে যে কোন সমস্যায় আমাকে জানাতে পারেন। আমার জানা থাকলে আমি সাধ্যমত চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। ভালো থাকবেন। Nettime Sujata (আলাপ) ১৮:১৩, ৩০ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Nettime Sujata: আপনার মূল্যবান সময় এবং দ্রুত পর্যালোচনার জন্য মাননীয় পর্যালোচক মহাশয়াকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আমি উইকিপিডিয়া:নারীবাদ এবং লোকগাথা এডিটাথন ২০২২ অংশগ্রহন করতে পেরে গর্বিত বোধ করছি। আমি ভবিষ্যতেও একই ভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে চেষ্টা করে যাব বলে বিশ্বাস করি।

হ্যাঁ, নবাগত বলে আমাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বটে। কিন্তু, আপনাদের মত দক্ষ গুরুদের সহচর্যে একদিকে যেমন সেই সমস্যার সমাধান করতে সক্ষম হচ্ছি তেমনি অনেক নতুন জিনিসও শিখতে পারছি। তাই আপনাদের প্রতি এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়!! আশা করি, আপনাদের ভবিষ্যতেও একই ভাবে পাশে পাব এবং আপনাদের এই বিশ্বাসের মর্যাদা রেখে বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে সাহায্য করতে পারব বলেই আমি মনে করি।

একটি ছোট্ট জিজ্ঞাস্য: উইকিপিডিয়া:নারীবাদ এবং লোকগাথা এডিটাথন ২০২২ এই প্রতিযোগীতায় শীর্ষদের তালিকায় না থাকলেও, এতে অবদান রাখার জন্য কোনো ডিজিটাল সনদপত্র বা পদক বা সেই জাতীয় সম্মানীয় কিছু কি সেই প্রতিযোগীর পরিশ্রম এবং তার কাজে উৎসাহ দেওয়ার জন্য দেওয়া হতে পারে? ধন্যবাদান্তে, রূপক পাল (আলাপ) ০৫:৩৩, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আপনার মানোন্নয়নকৃত আণবিক ভর নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুপ্রিয় রূপক পাল,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত আণবিক ভর নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! গোলা মুকি(আলাপ)১৯:২১, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Md. Golam Mukit Khan: মাননীয় পর্যালোচক মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আপনাদের এই প্রয়াস নবাগত হিসেবে আমাকে আরো সমৃদ্ধ এবং এই কাজে আরো উৎসাহিত করবে বলেই আমি মনে করি। পর্যালোচনার জন্য আরো একবার অসংখ্য ধন্যবাদ । রূপক পাল (আলাপ) ০৪:৩৭, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আপনার জন্য একটি পদক![সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


বিশেষ পদক
নবাগত সম্পাদক হিসাবে আপনার নির্ভুল কাজের জন্য আপনাকে এই পদক দেওয়া হল। আপনার অনেক উন্নতি কামনা করি। Nettime Sujata (আলাপ) ১৪:১০, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Nettime Sujata: এই সম্মান পেয়ে আমি আপ্লুত। এই সম্মানের যোগ্য হিসাবে আমাকে মনোনীত করার জন্য আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মান আমাকে আরো কাজ করতে উৎসাহিত করবে বলেই আমার বিশ্বাস।--রূ পা(আলাপ)

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

অনুচ্ছেদ অনুবাদ নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানান এবং সরঞ্জামটি উন্নত করে তুলতে সহায়তা করুন[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুপ্রিয় রূপক পাল

আমি উজোমা অজুরুম্বা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের সাথে কমিউনিটি রিলেশনস স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমাদের দল অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম উন্নতকরণ নিয়ে কাজ করছে। আমরা বাংলা উইকিপিডিয়ায় সাম্প্রতিক অবদানে এই সরঞ্জামের ব্যভার দেখেছি। আপনার মূল্যবান অবদানের ভিত্তিতে, আমরা অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিয়ে আরো জানতে চাই। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করে তুলতে পারব।

আমার দল অত্যন্ত খুশি হবে যদি আপনি পৃথিবীর যেকোনো স্থানের সময় অনুযায়ী আগামী ১০ই মের মধ্যে এই জরিপটিতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করব এবং আপনাকে আরো ভালোভাবে সহায়তা করতে পারব। গোপনীয়তার বিবৃতির লিঙ্ক

ধন্যবাদ, এবং আমরা আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

UOzurumba (WMF) (আলাপ) ২০:২৯, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি) উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের পক্ষ থেকে, অনুবাদ করেছেন User: Ankan (WMF)[উত্তর দিন]

আমি আমার মতামত জরিপ মারফত জানিয়েছি। ধন্যবাদ রূ পা(আলাপ)১০:৪১, ২৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


ইদ মোবারক[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


ইদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, আপনার জীবন খুশি ও আনন্দে ভরে উঠুক, ইদ মোবারক

~ নাহিয়ান, ১৪:৫৪, ২ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Nahian: ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য এই শুভকামনা পাঠালাম -
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় নাহিয়ান ভাই,

"পড়ছে আজ চাঁদের নজর
এল ঈদের খুশির খবর,
হাসছে চাঁদ জুড়ে আকাশ
সবাই পেল ঈদের বাতাস।
আকাশে ঐ চাঁদের হাসি
জানাই তোমায় ঈদের খুশি"।।

ঈদ নিয়ে আসে আনন্দ, ঈদ নিয়ে আসে সুখের বার্তা।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ঈদ মোবারক!

মোবারকবাদে, রূপ পা(আলাপ) ০৩:৪৮, ৩ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

আপনার মানোন্নয়নকৃত ঘূর্ণিঝড় হুদহুদ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


সুপ্রিয় রূপক পাল,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত ঘূর্ণিঝড় হুদহুদ নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! —শাকিল (আলাপ · অবদান) ১৬:০২, ১৭ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: মাননীয় পর্যালোচক মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আপনাদের এই প্রয়াস নবাগত হিসেবে আমাকে আরো সমৃদ্ধ এবং এই কাজে আরো উৎসাহিত করবে বলেই আমি মনে করি। পর্যালোচনার জন্য আরো একবার অসংখ্য ধন্যবাদ । ☆ 🙏 রূপ পা 💬 (আলাপ) 💭 ০৩:৫২, ১৮ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

ইসলাম বিষয়ক এডিটাথন পদক[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



শীর্ষ অবদানকারী পদক
প্রিয় রূপক পাল,
বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২ এ অংশ নিয়ে নবম স্থান অর্জন করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে এই এডিটাথনে আপনার ৩টি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।

—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৯:৫৫, ২৯ মে ২০২২ (ইউটিসি)

@উইকিপ্রকল্প ইসলাম: এবং @MdsShakil:- এই সম্মান পেয়ে আমি আপ্লুত। সম্পাদনাকালীন (নবাগত হিসাবে) আমার প্রয়োজনে নানাবিধ সাহায্য করার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মান আমাকে আরো কাজ করতে উৎসাহিত করবে বলেই আমার বিশ্বাস। সকলের আরোগ্য কামনা করি। ধন্যবাদ -☆🙏রূপক পাল 💬 💭🙏 ১২:১১, ৩০ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ - ফরম পূরণ করুন[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ সম্প্রসারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। অংকন ১৮:২০, ৩০ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@ANKAN: মহাশয়, গুগল ফর্মটি সফলভাবে এবং যথাযথ পূরণ করে পাঠানো হয়েছে। প্রাপ্তিস্বীকার করলে চিন্তামুক্ত হই। প্রসঙ্গতঃ, এটি কি ডিজিটাল সনদপত্রের ফর্ম ? এরপরে কি মুদ্রিত সনদপত্রের ফর্ম পাঠানো হবে এবং তা আমাদের আবার পূরণ করতে হবে? ☆🙏রূপক পাল 💬 💭🙏 ০৭:১৭, ১ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ঈদ মোবারক[সম্পাদনা]

@Abazizfahad: অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক ☪ ☆🙏রূপক পাল 💬 💭🙏 ১৭:৫৯, ৯ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ায় আপনি সর্বোচ্চ কোন পদটি লাভ করেছেন এবং এর সুবিধা সমূহ কী?[সম্পাদনা]

বলুন ভাই Saaty121 (আলাপ) ০৪:০৮, ৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আমি উইকিপিডিয়ায় নবাগত এবং এখনও পর্যন্ত নবীন সম্পাদক হিসাবে কর্মপদক এবং বার্বা প্রদর্শনের যোগ্য। এটি কোনো পদ নয়, এটি আপনার উইকিপিডিয়া যাত্রার পরিচায়ক মাত্র। কোনো পদ বা/এবং সুবিধা প্রদানের অধিকার একমাত্র মাননীয় প্রশাসকবৃন্দের। এ বিষয়ে বিস্তারিত আপনাকে Yahya মহাশয় বা MdsShakil মহাশয় বা আপনার মেন্টর মহাশয় বলতে পারবেন। ধন্যবাদ ☆🙏রূপক পাল 💬 💭🙏 ০৫:০৪, ৮ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

মোবাইলের উন্নতি - আপনি কি মনে করেন তা আমাদের জানান![সম্পাদনা]

হাই, আমার নাম স্যাম এবং আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের একজন প্রোডাক্ট ম্যানেজার। আমার টিম উইকিপিডিয়ার মোবাইল ওয়েবসাইটে উন্নতি করার জন্য কাজ করছে, এবং একজন সম্পাদক হিসাবে যিনি মোবাইল ওয়েবে প্রচুর পরিমাণে সম্পাদনা করেছেন, আমরা সত্যিই আপনার ইনপুটের প্রশংসা করি।

আমরা বর্তমানে ডিফ পৃষ্ঠার জন্য নতুন ডিজাইন অন্বেষণ করছি যা আপনি আমাদের টিমের প্রকল্প পৃষ্ঠায় পড়তে পারবেন। মোবাইলে ডিফ সম্পর্কে এই মুহুর্তে আপনি কী ভাবছেন এবং আমরা কিভাবে সেগুলিকে আরও ভাল করতে পারি সে সম্পর্কে আমাদের কিছু প্রশ্ন রয়েছে। অনুগ্রহ করে সেখানে যান এবং আপনি কি মনে করেন তা আমাদের জানান!

আমরা আপনাকে জানাতে চাই যে আমরা একটি নিউজলেটার শুরু করছি। মোবাইল ওয়েব অভিজ্ঞতায় আমরা যে পরিবর্তনগুলি করছি তার সাথে আপনি যদি আপ টু ডেট থাকতে চান তবে আপনি আমাদের নিউজলেটারের জন্য সাইন আপ করতে পারেন।

যেহেতু আমাদের দলে সাবলীল [বাংলা] ভাষী নেই তাই আমরা আপনার প্রতিক্রিয়ার দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম নাও হতে পারি কিন্তু আমরা আমাদের প্রকল্পের পৃষ্ঠাগুলিতে আপনার পোস্ট করা সমস্ত কিছু পড়ব এবং অনুবাদ করব। আপনার সময়ের জন্য ধন্যবাদ! Samwalton9 (WMF) (talk) 11:44, 21 September 2022 (UTC)

সুপ্রিয় রূপক পাল, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০২:০৪, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ[সম্পাদনা]

বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:৫৫, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো অবদান রাখার জন্য ধন্যবাদ!![সম্পাদনা]

সুপ্রিয় রূপক পাল, আমি আপনার মেন্টর। উইকিপিডিয়ায় আপনার অবদান দেখে খুশি হলাম ও অবদান রাখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আশা করি আপনি উইকিপিডিয়ার সাথেই থাকবেন এবং অবদান রাখা চালিয়ে যাবেন। কোনো সমস্যায় পড়লে নির্দ্বিধায় আমার আলাপ পাতায় একটি বার্তা দিন। আপনার জন্য শুভেচ্ছা রইল। —শাকিল (আলাপ · অবদান) ০৮:২৭, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় মেন্টর মহাশয় কে আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ।
উইকিতে ভালো অবদান রাখার জন্য অবদানকারীদের উইকি পদক প্রদান করা হয় কি? এমন উইকি পদক পাওয়ার যোগ্যতা আমার আছে কি? ধন্যবাদ ☆🙏রূপক পাল 💬 💭🙏 ১১:৩৬, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@রূপক পাল যোগ্যতার প্রয়োজন নেই। যে কেউ খুশি হয়ে উইকিপদক দিতে পারে। মেহেদী আবেদীন ১১:৪০, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin আচ্ছা! অসংখ্য ধন্যবাদ 🌟 ☆🙏রূপক পাল 💬 💭🙏 ১২:১৮, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার জন্য একটি উইকিপদক[সম্পাদনা]

Wikipedia Motivation Award উইকিপিডিয়া প্রণোদনা পদক
উইকিপিডিয়ায় অবদান রাখতে আরো উৎসাহিত করতে এই উইকিপদক প্রদান করলাম। মেহেদী আবেদীন ১১:৪৬, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin এই সম্মান/উইকিপদক পেয়ে আমি আপ্লুত। এই সম্মানের যোগ্য হিসাবে আমাকে মনোনীত করার জন্য আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মান আমাকে আরো কাজ করতে উৎসাহিত করবে বলেই আমার বিশ্বাস। ☆🙏রূপক পাল 💬 💭🙏 ১২:১৯, ৩০ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]