ব্যবহারকারী আলাপ:এসবিবি১৪১৩
আলোচনা যোগ করুনমূল পাতা | বাবেল | আলাপ | প্রভাব | খেলাঘর | উপপাতা |
- ২০২৫ খ্রিস্টাব্দের ২৩ মার্চ ৬:০৫:০৪ অপরাহ্ণ
- ১৪৩১ বঙ্গাব্দের ৯ চৈত্র ৬:০৫:০৪ অপরাহ্ণ
![]() | এই ব্যবহারকারী বাস্তব জীবনে ব্যস্ত এবং সম্ভবত কোনো প্রশ্নের বা বার্তার ত্বরিত উত্তর দেবেন না। |
এই পাতাটি Sbb1413'র আলাপ পাতা, যেখানে আপনি Sbb1413 কে বার্তা দিতে ও মন্তব্য করতে পারবেন। | |||
| |||
সংগ্রহশালা: ১, ২ | |||
| ||
উইকিমিডিয়া সার্ক সম্মেলন সাম্প্রয়দায়িক অঙ্গীকার সমীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ
[সম্পাদনা]সুধী সম্প্রদায়ের সদস্যগণ,
আশা করি এই বার্তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছে।
উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণে দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায়দের মনোভাব, চাহিদা ও আগ্রহ মূল্যায়নের জন্য আমরা একটি সাম্প্রদায়িক অঙ্গীকার সমীক্ষা পরিচালনা করব। নেপালের কাঠমান্ডুতে উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলন আয়োজন করা হবে বলে প্রস্তাবিত।
এই উদ্যোগের মাধ্যমে সাধারণ লক্ষ্যের উদ্দেশ্যে সহযোগিতার জন্য আটটি রাষ্ট্রের অংশগ্রহণকারীদের এক ছাতার তলায় আনা হবে। আপনাদের অন্তদৃষ্টি এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু গড়তে, অগ্রাধিকারীদের শনাক্ত করতে এবং এই যুগান্তকারী সম্মেলনের কৌশলগত পরিকল্পনার হাল ধরতে অপরিহার্য ভূমিকা পালন করবে।
সমীক্ষার সংযোগ: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6
সমীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিছু সময় ব্যয় করার অনুরোধ করছি। এই সম্মেলন যাতে সম্প্রদায়ের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার জন্য আপনদের মতামত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সমীক্ষাটি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫
উইকিমিডিয়া সার্ক সম্প্রদায়ের ভবিষ্যৎ গড়তে এবং আঞ্চলিক সহযোগিতা পোষণ করতে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। আপনাদের সময় ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা,
Biplab Anand (বিপ্লব আনন্দ)