বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:এসবিবি১৪১৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মূল পাতা বাবেল আলাপ অনুবাদ করা নিবন্ধ খেলাঘর উপপাতা  
বর্তমান সময় (ভারতীয় প্রমাণ সময়; পুনঃসতেজ করুন):

বানান

[সম্পাদনা]

AR Murugadoss-এর বাংলা বানান কী হবে? Ahmed Reza Khan (আলাপ) ১২:১০, ২৭ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Sbb1413, আপনি এখন সক্রিয় আছেন দেখলাম। আমার প্রশ্নটির উত্তর দিলে কৃতজ্ঞ হবো। আমি আসলে বাংলা উইকিপিডিয়ায় উনার নামে নিবন্ধ তৈরি করতে চাই, কিন্তু বানানটা ঠিক কী হবে না জানায় শুরু করতে পারছি না! Ahmed Reza Khan (আলাপ) ১১:৫৫, ৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি জীবনী নিয়ে অতটা আগ্রহী নই, সেইজন্য একে বেশি গুরুত্ব দিইনি। যাইহোক, মূল তামিল নামানুযায়ী তাঁর বাংলা বানান "এ. আর. মুরুগদাস" হবে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১২:২৪, ৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ahmed Reza Khan@Sbb1413 তামিল শব্দ "முருகதாஸ்" এর আধ্বব এরকম:- /murukɐt̪aːs/ যার বাংলা প্রতিবর্ণী হয় মুরুকতাস > মুরুকোতাশ্। তবে তামিল উচ্চারণে তাস্ < দাস্ হয়। তাই সর্বোৎকৃষ্ট বাংলা প্রতিবর্ণী হতে পারে মুরুকদাস যেখানে "ক" বর্ণ হিসেবে উচ্চারিত হবে এবং উচ্চারণ হবে মুরুকোদাশ্। (نقاش) عبد الله ১৪:৪৩, ৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
মনে হয় বাংলা প্রতিবর্ণীর জন্য তামিল উচ্চারণ সম্বন্ধে জানা জরুরি, কারণ তামিল লিপি বাংলার মতো ঘোষ ও অঘোষ ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য করতে পারে না। আর তামিল শব্দে এধরনের পার্থক্যের প্রয়োজন থাকে না, কারণ তামিল লিপিতে মাঝের একক "ক" উচ্চারিত হয় "গ" এবং দ্বৈত "ক্ক" উচ্চারিত হয় "ক্ক"। "চ", "ট", "ত" ও "প"-এর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এছাড়া ইংরেজি বানান থেকেও সঠিক তামিল উচ্চারণের আভাস পাওয়া যায়। সেই হিসাবে এর সঠিক তামিল উচ্চারণ [muruɡɐd̪aːs] ও বাংলা বানান "মুরুগদাস"। আমি বাংলা উচ্চারণ নিয়ে অতটা আগ্রহী নই, কারণ আমি এটা পাঠকদের হাতে ছেড়ে দিই। আমি বাংলায় "সালমান খান"-কে অনেকসময় "সলমন খান" বলে থাকি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৬:৪৫, ৪ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
তামিল বর্ণমালায় "গ্" ধ্বনি উচ্চারণের জন্য স্বতন্ত্র কোন হরফ নেই, প্রয়োজনে "ক"-এর সাথে "অ" ভিন্ন অন্য কোন স্বরধ্বনি যুক্ত হয়ে "গ" উচ্চারিত হয়। কিন্তু এখানে এমনটা ঘটেনি। এখানে (க்+அ = க) অর্থাৎ "ক্+অ = ক" হয়েছে; "গ" উচ্চারিত হয়নি। Help:IPA/Tamil এবং Tamil Script দেখুন। আপনি আধ্বব আর উচ্চারণকে ঘুলিয়ে ফেলেছেন। এটা (/murukɐt̪aːs/) হলো সম্ভাব্য আধ্বব রূপ আর উচ্চারণ আধ্বব (phonetic alphabet) দিয়ে লেখা হয় না। উচ্চারণ ব্যাকরণের নিয়মের উপর নির্ভরশীল। যেমন মুরুকদাস শব্দের উচ্চারণে (মুরুকোদাশ্) "ক" বর্ণের "অ" ধ্বনি অর্থাৎ "মধ্য অ" উচ্চারণের সাধারণ নিয়মগুলো কোনোটিই এখানে কাটেনি।[ক] তবুও তামিল উচ্চারণের আবেদন ঠিক রাখতে ব্যতিক্রম হিসেবে "ক" এর সাথে "ও" ধ্বনি উচ্চারিত হবে। (نقاش) عبد الله ০৩:৫৯, ৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
Help:IPA/Tamil পাতায় দেখানো হয়েছে যে তামিল বর্ণ "ক"-এর উচ্চারণ "ক" ও "গ" দুটিই হতে পারে। আপনি আধ্বব আর উচ্চারণকে ঘুলিয়ে ফেলেছেন। এখানে বিভ্রান্তির কিছু নেই, আধ্বব হচ্ছে কোনো ভাষার প্রকৃত উচ্চারণকে উপস্থাপনার একটি পদ্ধতি। আপনি যে আধ্বব দিয়েছেন, সেটি প্রকৃত তামিল উচ্চারণের সাথে সঙ্গত নয়। আমি বলেই দিয়েছি যে তামিল লিপিতে "মুরুকতাস্" নামটি উচ্চারিত হয় "মুরুগদাস"। আমি তামিল বানান ও উচ্চারণের অসঙ্গতির আরও উদাহরণ দিচ্ছি: উদগমণ্ডলম (উটি) নামকে তামিল লিপিতে লেখা হয় "উতকমণ্টলম্", রামেশ্বরম নামকে লেখা হয় "রামেচুৱরম্" ইত্যাদি। সেইজন্য বাংলা নাম যাচাই করার সময় মূল তামিল নাম ও ইংরেজি নাম দুটিই যাচাই করা উচিত। সঠিক উচ্চারণ জানার জন্য ইংরেজি নাম এবং কোনটা অকার হবে কোনটা আকার হবে সেটার জন্য তামিল নাম দেখব। সেখান থেকেই "মুরুগদাস" বানানটি আসছে। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৪:১৩, ৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপনি যে আধ্বব দিয়েছেন, সেটি প্রকৃত তামিল উচ্চারণের সাথে সঙ্গত নয়। আমি তো এটাই বললাম যে, উচ্চারণ নির্ভর করে ব্যাকরণের নিয়মের উপর। তো এই ক্ষেত্রে মোট কথা হলো তামিল ব্যাকরণ অনুসারে শব্দটি যেভাবে উচ্চারিত হয় সেভাবেই শব্দটি গ্রহণ করা উচিত। (نقاش) عبد الله ০৫:০২, ৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ahmed Reza Khan এবং Abazizfahad: আমি তামিল উইকিপিডিয়ার আলোচনাসভায় এবিষয়ে একটি মন্তব্যের অনুরোধ করেছি: ta:விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை)#Pronunciation of Murugadoss (முருகதாஸ்)এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:২৪, ১১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, ওখানে একজন এই অডিওটা দিয়েছেন দেখলাম। এটা অনুযায়ী বাংলা বানান কী হয় তাহলে? মুর্গদাস, মুরুগাদাস না মুরুগদাস? Ahmed Reza Khan (আলাপ) ০২:৩২, ১১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
However, Abazizfahad claims that the correct pronunciation is "murukadhaas", which is absurd এখানে আমার প্রস্তাবিত উচ্চারণের আধ্বব দিতে পারতেন যা আমি সম্ভাব্য উচ্চারণ হিসেবে উল্লেখ করেছিলাম। যাই হোক স্থানীয় উচ্চারণের সঠিক প্রতিবর্ণীর জন্যই‌ তো আধ্বব, আপনি তামিল উইকিপিডিয়ায় স্থানীয় উচ্চারণ জিজ্ঞেস করে আর কোন বিতর্কের অবকাশ রাখলেন না। আমিও বলেছিলাম যে প্রকৃত তামিল উচ্চারণ ব্যাকরণ অনুযায়ী কেমন হবে সেটাই গ্রহণ করা হোক। (نقاش) عبد الله ১২:১৬, ১১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
  1. মধ্য অ-এর পর ই বা উ স্বরধ্বনি থাকলে কিংবা মধ্য অ-এর আগে অ, আ, এ, ও–এই চারটি স্বরধ্বনির কোনটি থাকলে সেই 'অ' ধ্বনির উচ্চারণ 'ও' ধ্বনির মতো হয়।

বানান

[সম্পাদনা]

@Sbb1413 দাদা, 'Rocky Aur Rani Kii Prem Kahaani' এর সঠিক বাংলা বানান কী হবে? হিন্দিতে 'रॉकी और रानी की प्रेम कहानी'। বাংলায় কি 'রকি ঔর রানি কি প্রেম কহানি' হবে? Ahmed Reza Khan (আলাপ) ১২:২৯, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

খুব সহজ, "রকি আউর রানি কি প্রেম কাহানি"। বিভিন্ন বাংলা মাধ্যমে এই বানানই প্রচলিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৩:০৩, ৯ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, 'कथा अनकही' বাংলায় 'কথা অনকহি' না 'কথা অনকহী'? Ahmed Reza Khan (আলাপ) ০৩:৫৯, ১০ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
তৎসম না হলে ইকার ব্যবহার করুন। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৪:৫৬, ১০ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Sbb1413, এটা তৎসম কি না আমার ঠিক জানা নেই। আপনি বললে ভালো হয়। Ahmed Reza Khan (আলাপ) ০৫:২১, ১০ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি দেখেই বলতে পারি যে এটি তৎসম নয়। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:২৫, ১১ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

[সম্পাদনা]
বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া বাংলাদেশের এই আয়োজনের জন্য ধন্যবাদ। কিন্তু আমি কোনোদিন বিদেশ ভ্রমণ করিনি, যার ফলে আমি ভিসা পাসপোর্টের আয়োজন করতে পারিনি। এর জন্য আমি দুঃখিত। একবার বিদেশ ভ্রমণ করতে পারলে উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে আমি অংশগ্রহণ করব। পুনরায় ধন্যবাদ। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০২:৪৪, ১৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন