বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:কুউ পুলক/পদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
সম্পাদকের পদক
নতুন হয়েও নিয়মিত অবদানের মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে নতুন নতুন নিবন্ধ তৈরি করার জন্য আপনাকে এই পদক দেওয়া হল। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১২, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
দলগত কাজের পদক
সুপ্রিয় Kupulak,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
নিরলস অবদানের পদক
আপনাকে উইকিপিডিয়ার স্বাগতম আপনি উইকিপিডিয়া নিরলস পরিশ্রম করার কারণে আপনাকে নিরলস পরিশ্রম পদক দিলাম এবং উইকিপিডিয়াতে আরো ভবিষ্যতে ভালো অবদান রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। Wikimanbd (আলাপ) ১০:২৮, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০১৯


সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), বুধবার ১৩:১৩, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য এই পদক!!!

[সম্পাদনা]
অসাধারণ নতুন সম্পাদক পদক
উইকিতে আপনি একেবারে নতুন হলেও অসাধারণভাবে কাজ করে যাচ্ছেন। উইকিপিডিয়ার পরিবাবে এসে আপনার মূল্যবান সময় এবং অসাধারণ কাজের স্বীকৃতিস্বরুপ আমার পক্ষ থেকে অসাধারণ নবাগত পদক প্রদান করলাম। আশা করছি যে কর্মময় জীবনের মধ্যে থেকে দূর্দান্ত দুর্বার গতিতে সামনে এগিয়ে যাবেন। ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় --IqbalHossain (আলাপ) ০৪:০০, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
নিরলস অবদানের পদক
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। মোহাম্মদ নাবিল (☎) ২১:২৪, ২৭ জানুয়ারি ২০২০ (ইউটিসি)

ছবি পরিষ্কারক পদক

[সম্পাদনা]
ছবি পরিষ্কারক পদক
বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন ছবির লাইসেন্স, বিবরণ ইত্যাদি সমস্যা ঠিককরণে কাজ করায় আপনাকে এই পদকটি দিলাম। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৩, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
Zip! Zip! Whoosh! বাংলা উইকি পরিশ্রমী পদক
বাংলা উইকিতে মাত্র দুই বছরে ১৫ হাজারেরও বেশি সম্পাদনা করার জন্য আমার পক্ষ থেকে আমার এই বাংলা উইকি পরিশ্রমী পদক, আমার এই পদকটি আপনার কাজের সম্মানসূচক গ্রহণ করবেন; এই আশা ব্যক্ত করে---- - এফ আর শুভ(বার্তা দিন) ১১:১৪, ৪ জুন ২০২০ (ইউটিসি)

Wiki Loves Women South Asia Barnstar Award

[সম্পাদনা]

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (আলাপ) ১৩:২৭, ৫ জুলাই ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
পরিশ্রমী পদক
বিভিন্ন দেশের সংবাদপত্র নিয়ে ধৈর্য ধরে যে নিবন্ধ তৈরি করে চলছেন, তার জন্য এই পদকটি দিলাম। আফতাবুজ্জামান (আলাপ) ২২:১২, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)

মাসিক বাংলা উইকি পরিশ্রমী পদক

[সম্পাদনা]
Zip! Zip! Whoosh! বাংলা উইকি পরিশ্রমী পদক
প্রথমেই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা রইলো। সাপ্রতিক সময়ে আপনি উইকিপ্রকল্প কুস্তির উন্নয়ন কর্মকান্ডে ৩০ টিরো বেশি নিবন্ধ তৈরি করে এর সাফল্যে বড় অবদান রেখেছেন। আপনার উক্ত কাজের উপর সম্মান রেখে আমি আমার চলতি মাসের বাংলা উইকি পরিশ্রমী পদকটি আপনাকে প্রদান করলাম। ভবিষ্যৎ এ আপনি আরো অনেক কুস্তি বিষয়ক নিবন্ধ তৈরি করবেন; এই আশা ব্যক্ত করে---- - এফ আর শুভ(বার্তা দিন) ১২:৪৫, ১ আগস্ট ২০২০ (ইউটিসি)
১,০০০+ নিবন্ধ পদক
সুপ্রিয় উইকিপিডিয়ান, বাংলা উইকিপিডিয়া আপনার হাত ধরে ১,০২৮ টি নিবন্ধ পেয়েছে । ১০০০+ ক্লাবে যোগদানের শুভেচ্ছা। নিরন্তর শুভকামনা City of Zion (আলাপ) ০৭:২০, ৩ আগস্ট ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]

বিশেষ উইকিপদক

সুপ্রিয় Kupulak,

সম্প্রতি সমাপ্ত হওয়া কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার একাধিক নিবন্ধ উক্ত এডিটাথনে গৃহীত হয়েছে এবং আপনি শীর্ষ ৯-এ স্থান করে নিয়েছেন। উপহারস্বরুপ আমরা আপনাকে প্রথম শ্রেণীর পদক প্রদান করছি। আপনার উইকিযাত্রা শুভ হোক, ধন্যবাদ।

 – শুভেচ্ছান্তে,
কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০
আয়োজক কমিটি

~ নাহিয়ান আলাপ ০৪:৪৮, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি)

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ পদক ২০২০
সুপ্রিয় কুউ পুলক!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ ২০২০ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), রবিবার ১৩:০৬, ১১ অক্টোবর ২০২০ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
প্রশাসকের পদক
Thanks Shashanka Chandra Das (আলাপ) ১০:৩২, ২৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০২০
সুপ্রিয় কুউ পুলক!

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০২০ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), বৃহস্পতিবার ১৫:০০, ০৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)


আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
পরিশ্রমী পদক
আপনাকে অভিনন্দন। আপনার অনবদ্য সম্পাদনা ও নিবন্ধ তৈরির জন্য বাংলা উইকিপিডিয়ায় এবার দ্রুততম হাজার (সাতানব্বই হাজার থেকে আটানব্বই হাজার মাত্র সাত দিনে!) সম্ভব হয়েছে। এই গতিতে আগালে বিজয় দিবসের আগেই এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন সম্ভব হবে। কাজেই, এগিয়ে যানআদিভাইআলাপ • ১০:১৯, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)

উইকিপিডিয়া এশীয় মাস ২০২০

[সম্পাদনা]
সুপ্রিয়
কুউ পুলক
উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায়
অংশ নিয়ে ৫টি নিবন্ধ লেখায়
আপনাকে এই

দেওয়া হল।

শুভেচ্ছা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৯, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
নিরলস অবদানের পদক
অসাধারণ! ২০০০+ নিবন্ধ, ৪৬০০০+ সম্পাদনা। সাম্প্রতিক পরিবর্তন জুড়ে শুধু পুলক ভাইয়েরই সম্পাদনা! উইকির সকল ক্ষেত্রেই নিরলসভাবে নিজের মূল্যবান সময় ব্যয় করে অবদান রেখে চলেছেন। তাই আমার পক্ষ থেকে আপনার জন্য এই পদক। শুভ কামনা। —ইয়াহিয়া (আলাপঅবদান) ১১:০৬, ১৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
পরিশ্রমী পদক
গত মাস ধরে ছবি নিয়ে আপনার অবদান অসামান্য। আমার পক্ষ থেকে এই ছোট্ট পদক গ্রহণ করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৮, ২২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)

বিশেষ এডিটাথন পদক

[সম্পাদনা]
বিশেষ এডিটাথন পদক
প্রিয় কুউ পুলক,
২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। এডিটাথনে আপনার জমাদানকৃত অন্তত একটি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে বাংলা উইকিপিডিয়ায়কে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন।
আয়োজক দলের পক্ষে,
তানভির রহমানঅংকন ঘোষ দস্তিদার, ১৮:০১, ১ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

৫০ হাজার সম্পাদনার পদক

[সম্পাদনা]
৫০ হাজার সম্পাদনার পদক
সুপ্রিয়, বাংলা উইকিপিডিয়ায় ৫০ হাজার সম্পাদনার মাইলফলক স্পর্শ করায় আপনাকে ৫০ হাজার সম্পাদনার পদকটি দিলাম। অভিনন্দন! চালিয়ে যান 👍 --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
অনুল্লেখ্য পদক
বিষয়শ্রেণী সহ বিভিন্ন বিষয়ে নিবন্ধগুলোতে আপনার অনুল্লেখ্য সম্পাদনার জন্য ধন্যবাদ। শুভকামনা সহ —শাকিল হোসেন আলাপ ০৭:৪৩, ৮ মে ২০২১ (ইউটিসি)

ইসলাম বিষয়ক এডিটাথন পদক

[সম্পাদনা]
ইসলাম বিষয়ক এডিটাথন পদক
প্রিয় কুউ পুলক,
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২১-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৭:২১, ১৫ মে ২০২১ (ইউটিসি)

লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক

[সম্পাদনা]
লক্ষপূরণ পদক
প্রিয় কুউ পুলক,
বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১৪:২২, ১৫ জুন ২০২১ (ইউটিসি)

জলবায়ুর পক্ষে উইকি পদক

[সম্পাদনা]
জলবায়ুর পক্ষে উইকি পদক
প্রিয় কুউ পুলক,
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব নিয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্য বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ‘মানবাধিকারের পক্ষে উইকি’ শীর্ষক বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় গুরুত্বপূর্ণ এ বিষয়াবলী সমৃদ্ধ করতে ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১৪:৪২, ১৫ জুন ২০২১ (ইউটিসি)

চিত্র যোগ পদক

[সম্পাদনা]
চিত্র যোগ পদক
সুপ্রিয় কুউ পুলক,
উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১-এ অংশ নিয়ে, উইকিপিডিয়াকে আরও রঙ্গিন এবং প্রাণবন্ত করে তোলার প্রচেষ্টায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আপনাকে এই পদক প্রদান করা হল। আশা করি পৃথিবীর প্রতিটি মানুষের কাছে উন্মুক্ত জ্ঞান ছড়িয়ে দেবার আন্দোলনে আপনার পথচলা অব্যাহত থাকবে। বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ২৩:৩৯, ৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক

[সম্পাদনা]
পদক

উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ পদক

প্রিয় কুউ পুলক,
বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত, ‘উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়। প্রতিযোগিতায় নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে ― হীরক রাজা, শাকিল হোসেননেট্টিমি সুজাতা ২৩:২৮, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
ভদ্রতা পদক
আপনার ৯৫০০০+ সম্পাদনার জন্য আপনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন। Josh Katz 12 (আলাপ) ১৬:২৭, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
নিরলস অবদানের পদক
অভিনন্দন,আপনি একলক্ষ্য অবদান রেখেছেন এবং নিরলস পরিশ্রম করে চলেছেন।তাই আপনার জন্য এই পদক। Prince ovy (আলাপ) ০৫:৪২, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)

১ লাখ সম্পাদনা!

[সম্পাদনা]
১ লাখ সম্পাদনা!
১ লাখ সম্পাদনা করায় আপনাকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এ অবদান বলে বোঝানো যাবে না। আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৯, ২৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক

[সম্পাদনা]
পদক

উইকি শিশুদের ভালোবাসে ২০২১ পদক

প্রিয় কুউ পুলক,
বাংলা উইকিপিডিয়ায় সম্প্রতি আয়োজিত, ‘উইকি শিশুদের ভালোবাসে ২০২১’ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় শিশু বিষয়ক নিবন্ধ তৈরির মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রা ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার পথচলায় আপনার সরব ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।
শুভেচ্ছান্তে,
Aishik Rehman
আয়োজক, উইকি লাভস চিল্ড্রেন
০৭:৪২, ২ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
পরিশ্রমী পদক
বাংলা উইকিপিডিয়ায় দীর্ঘদিন যাবত নিরবিচ্ছিন্ন সম্পাদনা করার জন্য ধন্যবাদ স্বরূপ আপনাকে এই পরিশ্রমী পদকটি প্রদান করলাম। আশা করি আপনার এই স্বেচ্ছাশ্রম ও প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ⋯Aishik Rehman (আলাপ) ০৭:০০, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
সম্পাদকের পদক
নিবন্ধ সংখ্যার দিক দিয়ে এখন আপনি বাংলা উইকিপিডিয়ার সেরা স্বেচ্ছাসেবক। অভিনন্দন আপনাকে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ইসলাম বিষয়ক এডিটাথন পদক

[সম্পাদনা]
শীর্ষ অবদানকারী পদক
প্রিয় কুউ পুলক,
বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২ এ অংশ নিয়ে পঞ্চম স্থান অর্জন করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে এই এডিটাথনে আপনার ১১টি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।

—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৯:৪৯, ২৯ মে ২০২২ (ইউটিসি)

যৌনশিল্প পদক!

[সম্পাদনা]
যৌনশিল্প পদক
বাংলা উইকিপিডিয়াতে পর্নোগ্রাফি বা যৌনশিল্প ও শিল্পী সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ তৈরিকরণের জন্য আমার তরফ থেকে এই পদকটি দিলাম। আশা করি আরও নিবন্ধ তৈরি করবেন। ধন্যবাদ!!! পরমাণু•আলাপ•• ১০:৪৩, ১৫ জুলাই ২০২২ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
পরিশ্রমী পদক
উইকিতে পূর্ণকালীন সম্পাদক বলে কোন স্বীকৃতি নেই, নয়তো সেটাই আপনাকে দিতাম। যে কজন ব্যবহারকারী অহর্নিশ নির্বিঘ্নে নিয়মিত সম্পাদনা করে বাংলা উইকিপিডিয়াকে সারাক্ষণ জাগ্রত রাখেন, আপনি তাদের মধ্যে অন্যতম। আপনাকে তাই এই পরিশ্রমী পদকটি প্রদান করছি। শুভকামনায়- Aishik Rehman (আলাপ) - ১৫:৩৯, ৮ আগস্ট ২০২২ (ইউটিসি)

উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ পদক

[সম্পাদনা]
সুপ্রিয়
কুউ পুলক
উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায়
অংশ নিয়ে ২০টি নিবন্ধ লেখায়
আপনাকে এই

দেওয়া হল।

শুভেচ্ছা। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:০০, ৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)

The Wikipedia Asian Month 2022 Barnstar

[সম্পাদনা]

ইসলাম বিষয়ক এডিটাথন পদক

[সম্পাদনা]
ইসলাম বিষয়ক এডিটাথন পদক
প্রিয় কুউ পুলক,
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে, এডিটাথনে আপনার জমাদানকৃত ১টি নিবন্ধ গৃহীত হয়েছে। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।

—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৯:০৬, ২৩ নভেম্বর ২০২৪ (ইউটিসি)

বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন পদক ২০২৩!
সুপ্রিয় কুউ পুলক!

বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), বৃহস্পতিবার ১৮:৩৬, ০৮ জুন ২০২৩ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

[সম্পাদনা]
বিষয়শ্রেণী পদক
বিষয়শ্রেণীতে আপনার নিরবচ্ছিন্ন অবদানের জন্য। সাজিদ ০৯:৫৭, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)

১০ হাজার নিবন্ধ পদক

[সম্পাদনা]
১০০০০ নিবন্ধ পদক
অভিনন্দন কুউ পুলক ভাই। বাংলা উইকিপিডিয়ায় ১০০০০ নিবন্ধ মাইলফলক স্পর্শ করায় আপনাকে ১০০০০ সম্পাদনার পদকটি দিলাম। অভিনন্দন! চালিয়ে যান 👍 -- মো. জনি হোসেন (আলাপ) ১৬:৫০, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)