বুড়াবুড়ি ইউনিয়ন, তেঁতুলিয়া
(বুড়াবুড়ি ইউনিয়ন, তেতুলিয়া থেকে পুনর্নির্দেশিত)
বুড়াবুড়ি | |
---|---|
ইউনিয়ন | |
৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বুড়াবুড়ি ইউনিয়ন, তেঁতুলিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৬°৩০′৪২″ উত্তর ৮৮°২৬′৫৮″ পূর্ব / ২৬.৫১১৬৭° উত্তর ৮৮.৪৪৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | তেঁতুলিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মো: তারেক (সতন্ত্র) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫০৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
বুড়াবুড়ি ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউপি কার্যালয়টি শিলাইকুটি বাজারে অবস্থিত।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
বুড়াবুড়ি ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানার অধীন। এটি জাতীয় সংসদের ১নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ।
যোগাযোগব্যবস্থা[সম্পাদনা]
বুড়াবুড়ি ইউনিয়নের যোগাযোগের প্রধান রাস্তা হচ্ছে ঢাকা- বাংলাবন্ধা এন৫ (বাংলাদেশ) জাতীয় মহাসড়ক। তেতুলিয়া বাজার থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। ইজিবাইক, ভ্যান ও মটর সাইকেল প্রধান বাহন।
নদী[সম্পাদনা]
বুড়াবুড়ি ইউনিয়নে দুইটি নদী রয়েছে
- ভেরসা নদী
- ডাহুক নদী
তথ্যসূত্র[সম্পাদনা]
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা স্পস্ট দেখা যায়| আকাশ পরিষ্কার থাকায় এখন দেশে পা রেখেই দেখা যাচ্ছে হিমালয়ের তুষারশুভ্র পর্বত কাঞ্চনজঙ্ঘা। আপাতত দার্জিলিং কিংবা সিকিম যাবার দরকার নেই।