বামপন্থী রাজনীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(বামপন্থী থেকে পুনর্নির্দেশিত)
ফ্রান্সে একটি বিক্ষোভের ছবি। বাম ধারার রাজনীতির বুৎপত্তি ঘটে।
১৯১২ সালের লরেন্স পোশাক শ্রমিকদের হরতালে শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

বামপন্থী রাজনীতি হলো রাজনৈতিক ভাবাদর্শের একটি পরিসর যেখানে সামাজিক সাম্য ও সমতাবাদ অর্জনকে সমর্থন করা হয় ও দাবি করা হয় এবং প্রায়শই সামাজিক স্তরবিন্যাসের বিরোধিতা করা হয়।[১][২][৩][৪] সাধারণত বামপন্থী রাজনীতি সমাজে তাঁদের সঙ্গে জড়িত যাঁরা অন্যের তুলনায় কম পায় বা সুযোগহীন থাকে; সেইসাথে এই ধরনের রাজনীতির সঙ্গে একটি ধারণা জড়িত যে সমাজে অযৌক্তিক বৈষম্য রয়েছে যা হ্রাস বা বিলুপ্ত করা প্রয়োজন।[১][৩] অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক ব্যারি ক্লার্কের মতে, বামপন্থী রাজনীতির সমর্থকরা "দাবি করে যে মানব উন্নয়নের বিকাশ ঘটে যখন ব্যক্তিরা সহযোগিতামূলক, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সম্পর্কে জড়িত থাকে যা কেবল তখনই উন্নতি করতে পারে যখন মর্যাদা, ক্ষমতা ও সম্পদের অত্যধিক পার্থক্য দূরীভূত করা হয়।"

বাম–ডান রাজনৈতিক মতপরিসরের মাঝে বামডান শব্দদ্বয় ফরাসি বিপ্লবের সময় উদ্ভাবিত হয়েছিল, ফরাসি এস্টেট জেনারেলে (ফরাসি: États généraux) আসন ব্যবস্থার কথা উল্লেখ করে। এস্টেটের সভায় বাম দিকে বসতো বিরোধী দল এবং ডান দিকে বসতো শাসক দল। বাম দিকে বসার কারণে তাঁদের বলা হত "বামপন্থী"।[৫] বামপন্থীরা সাধারণত পুরাতন শাসন (ফরাসি: Ancien Régime) ও বুর্বোঁ রাজতন্ত্রের বিরোধিতা করতো এবং বিপ্লব, একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সৃষ্টি ও সমাজের ধর্মনিরপেক্ষকরণকে সমর্থন করতো;[৬] যেখানে ডানদিকের আসনধারী শাসকগোষ্ঠী পুরাতন শাসনের প্রথাগত প্রতিষ্ঠানের সমর্থন করতো। পরবর্তীকালে ফ্রান্সের অনুকরণে অন্যান্য দেশের আইনসভায়ও বিরোধী দলের সদস্যদের বামদিকে বসার রীতি চালু হয়।[৭] ১৮১৫ সালে ফরাসি রাজতন্ত্র পুনরুদ্ধারের পরে বাম শব্দটির ব্যবহার আরও বিশিষ্ট হয়ে ওঠে, যখন এটি স্বতন্ত্রদের ক্ষেত্রে প্রয়োগ করা হত।[৮] পন্থী শব্দটি ১৯ শতকের শেষের দিকে প্রথম বাম ও ডানের সঙ্গে যুক্ত করা হয়েছিল, সাধারণত অপমানজনক অভিপ্রায়ে, এবং বামপন্থী শব্দটি তাঁদের জন্য প্রয়োগ করা হয়েছিল যাঁরা তাঁদের ধর্মীয় বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অসনাতন ছিলেন।

বামপন্থী বলে বিবেচিত ভাবাদর্শগুলো একটি নির্দিষ্ট সময় ও স্থানে রাজনৈতিক মতপরিসর বরাবর ওভারটন উইন্ডো (Overton window) বসানোর উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। ১৮ শতকের শেষের দিকে প্রথম উদার গণতন্ত্রের প্রতিষ্ঠার পর, বাম শব্দটি মার্কিন যুক্তরাষ্ট্রে উদারনীতিবাদ ও ফ্রান্সে প্রজাতান্ত্রিকতাকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হত, যা প্রথাগত রক্ষণশীল ও রাজতন্ত্রবাদীদের ডানপন্থী রাজনীতির তুলনায় নিম্ন স্তরের শ্রেণিগত সিদ্ধান্ত গ্রহণকে সমর্থন করতো। আধুনিক রাজনীতিতে, বাম শব্দটি সাধারণত ধ্রুপদী উদারনীতিবাদের বাম দিকমুখী ভাবাদর্শ ও আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য, যা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু মাত্রার গণতন্ত্রকে সমর্থন করে। আজ সামাজিক উদারনীতিবাদ ও সামাজিক গণতন্ত্রের মতো মতাদর্শগুলিকে কেন্দ্র-বাম হিসাবে বিবেচনা করা হয়, যেখানে বামপন্থীরা সাধারণত পুঁজিবাদের আরও সমালোচনামূলক আন্দোলনের সাথে সম্পৃক্ত,[৯] যেমন– শ্রমিক আন্দোলন, সমাজতন্ত্র, নৈরাজ্যবাদ, সাম্যবাদ, মার্কসবাদ ও সিন্ডিক্যালিজম, যার প্রতিটি ১৯ ও ২০ শতকে প্রাধান্য লাভ করে।[১০] এছাড়াও বামপন্থী শব্দটি সাংস্কৃতিকভাবে উদারনৈতিক সামাজিক আন্দোলনের বিস্তৃত পরিসরে প্রয়োগ করা হয়ে থাকে,[১১] যার মধ্যে রয়েছে নাগরিক অধিকার আন্দোলন, নারীবাদী আন্দোলন, এলজিবিটি (সমকামী, উভকামীরূপান্তরিত লিঙ্গ) অধিকার আন্দোলন, গর্ভপাত-অধিকার আন্দোলন, বহুসংস্কৃতিবাদ, যুদ্ধবিরোধী আন্দোলন ও পরিবেশ আন্দোলন,[১২][১৩] পাশাপাশি রাজনৈতিক দলগুলোর বিস্তৃত পরিসর।[১৪][১৫][১৬]

কর্মসূচি[সম্পাদনা]

বিশ শতক পরবর্তীকালে বামপন্থী হতে হলে যে বৈশিষ্ট্য থাকা দরকার তা হচ্ছে বামপন্থীদের সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদ বিরোধী হতে হবে। এছাড়াও বামপন্থী হতে হলে তাদের অবশ্যই সামন্তবাদবিরোধী তথা সামন্ততন্ত্রের অবশেষ উচ্ছেদের কর্মসূচি গ্রহণ করতে হবে; সবরকম সম্ভাব্য আকার ও রূপে বিরাজমান ভূমিদাস প্রথার জেরগুলো, যেমন বর্গাপ্রথার উচ্ছেদ করে ভূমিসংস্কার করতে হবে। তৃতীয়ত রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো ধরনের প্রতিক্রিয়াশীল আইন বা বিধিবিধানকে তারা সমর্থন করবে না। চতুর্থত, তাঁরা উগ্র-জাতীয়তাবাদের বিরোধী অবস্থানে সুদৃঢ় থাকবে।[১৭]

অর্থনীতি[সম্পাদনা]

বামপন্থী অর্থনীতি মুলত কেইন্সীয় অর্থনীতিতে বিশ্বাস করে এবং কারখানা গণতন্ত্র ও সামাজিক বাজারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্রে অর্থনীতির জাতীয়করণে এবং কেন্দ্রীয় পরিকল্পনায়[১৮] একটি নৈরাজ্যবাদী বা সিন্ডিক্যালিজমের পক্ষে স্বব্যবস্থাপনার নৈরাজ্যবাদী সাম্যবাদের পক্ষে দাঁড়ায়। শিল্প বিপ্লবের সময় বামপন্থীরা ট্রেড ইউনিয়নকে সমর্থন করত। বিশ শতকের শুরুতে অনেক বামপন্থী অর্থনীতিতে সরকারের শক্তিশালী হস্তক্ষেপের পক্ষে দাঁড়ান।[১৯]

প্রকারভেদ[সম্পাদনা]

বামপন্থী রাজনীতির মতপরিসর কেন্দ্র-বাম থেকে দূর-বাম বা অতি-বাম পর্যন্ত বিস্তৃত। কেন্দ্র-বাম শব্দটি দ্বারা রাজনৈতিক মূলধারার মধ্যে একটি অবস্থানকে বর্ণনা করা হয় যেখানে পুঁজিবাদ ও বাজার অর্থনীতিকে গ্রহণ করে নেওয়া হয়। দূর-বামঅতি-বাম শব্দদ্বয় এমন অবস্থানের জন্য ব্যবহার করা হয় যেগুলো আরও উগ্রবাদী, আরও জোরালোভাবে পুঁজিবাদ ও মূলধারার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে, এর পরিবর্তে অর্থনৈতিক গণতন্ত্র ও প্রত্যক্ষ গণতন্ত্রের উপর ভিত্তি করে একটি সমাজতান্ত্রিক সমাজের পক্ষে সমর্থন করে, যা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে। কেন্দ্র-বামপন্থার মধ্যে রয়েছে সামাজিক গণতন্ত্র, সামাজিক উদারনীতিবাদ, প্রগতিশীলতা ও সবুজ রাজনীতি। কেন্দ্র-বামপন্থার সমর্থকরা একটি ক্ষমতাপ্রাপ্ত সরকারি খাত ও একটি সমৃদ্ধ বেসরকারি খাতের সাথে মিশ্র অর্থনীতিতে সম্পদের বাজার বণ্টনকে গ্রহণ করে। কেন্দ্র-বামপন্থী নীতিগুলো সাধারণত জনস্বার্থ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রের সীমিত হস্তক্ষেপের পক্ষে থাকে।

বেশ কয়েকটি দেশে দূর-বামউগ্র বাম শব্দগুলো নৈরাজ্যবাদ, স্বায়ত্তশাসন ও সাম্যবাদের বিভিন্ন প্রকারের সঙ্গে যুক্ত। এগুলো সেইসব গোষ্ঠীগুলোকে বর্ণনা করতে ব্যবহৃত হয় যাঁরা পুঁজিবাদ বিরোধী ও ইকো-সন্ত্রাসবাদের পক্ষে। ফ্রান্সে, সমাজতান্ত্রিক দল দ্বারা প্রতিনিধিত্বকারী কেন্দ্র-বাম ধারা, ফরাসি কমিউনিস্ট পার্টি দ্বারা প্রতিনিধিত্বকারী বাম ধারা এবং নৈরাজ্যবাদী-সাম্যবাদী, মাওবাদী ও ত্রোৎস্কিবাদীদের দ্বারা প্রতিনিধিত্বকারী দূর-বাম ধারার মধ্যে একটি পার্থক্য তৈরি হয়েছে।[২০] মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি "বামপন্থী চরমপন্থী"দেরকে এমন গোষ্ঠী হিসাবে সংজ্ঞায়িত করেছে যাঁরা "প্রতিষ্ঠিত রাজনৈতিক প্রক্রিয়ার পরিবর্তে সহিংস বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনতে চায়"।[২১] দূর-ডানপন্থী রাজনীতির মতোই চরমপন্থী দূর-বামপন্থী রাজনীতিও রাজনৈতিক সহিংসতা, মৌলবাদ, গণহত্যা, সন্ত্রাসবাদ, নাশকতা ও সম্পত্তির ক্ষতি, জঙ্গি সংগঠন গঠন, রাজনৈতিক দমন-পীড়ন, ষড়যন্ত্র, জেনোফোবিয়াজাতীয়তাবাদকে অনুপ্রাণিত করেছে।[২২][২৩][২৪][২৫][২৬][২৭]

চীনে, চীনা নতুন বামপন্থী বাক্যাংশটি দ্বারা তাঁদের বোঝানো হয় যাঁরা ১৯৮০ ও ১৯৯০ এর দশকে তেং শিয়াওফিং প্রণীত অর্থনৈতিক সংস্কারের বিরোধিতা করে, এর পরিবর্তে মাওবাদী নীতির পুনরুদ্ধার ও একটি সমাজতান্ত্রিক অর্থনীতিতে অবিলম্বে রূপান্তরের পক্ষে সমর্থন দেয়।[২৮] পশ্চিমা বিশ্বে, নতুন বামপন্থী শব্দটি সামাজিক ও সাংস্কৃতিক রাজনীতির জন্য ব্যবহৃত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Smith, T. Alexander; Tatalovich, Raymond (২০০৩)। Cultures at War: Moral Conflicts in Western Democracies। Toronto, Canada: Broadview Press। পৃষ্ঠা 30 
  2. Bobbio, Norberto; Cameron, Allan (১৯৯৭)। Left and Right: The Significance of a Political Distinction। University of Chicago Press। পৃষ্ঠা 37 
  3. Lukes, Steven. 'Epilogue: The Grand Dichotomy of the Twentieth Century': concluding chapter to T. Ball and R. Bellamy (eds.), The Cambridge History of Twentieth-Century Political Thought.
  4. Thompson, Willie (১৯৯৭)। The left in history: revolution and reform in twentieth-century politics। Pluto Press। 
  5. প্রবীর ঘোষ; গোলটেবিলে সাফ জবাব; দেজ পাবলিশিং, কলকাতা; জানুয়ারি, ২০১২; পৃষ্ঠা- ১২০।
  6. Knapp, Andrew; Wright, Vincent (২০০৬)। The government and politics of Franceবিনামূল্যে নিবন্ধন প্রয়োজন (5th সংস্করণ)। London [u.a.]: Routledgeআইএসবিএন 978-0-415-35732-6the government and politics of france. 
  7. হারুনুর রশীদ, রাজনীতিকোষ,মাওলা ব্রাদার্স, ঢাকা, সপ্তম মুদ্রণ, জুলাই, ২০১৩, পৃষ্ঠা-২৬৯।
  8. Gauchet, Marcel (১৯৯৬)। "Right and Left"। Nora, Pierre। Realms of memory: conflicts and divisions। পৃষ্ঠা 248 
  9. Maass, Alan; Zinn, Howard (২০১০)। The Case for Socialism (Revised সংস্করণ)। Haymarket Books। পৃষ্ঠা 164আইএসবিএন 978-1608460731The International Socialist Review is one of the best left-wing journals around... 
  10. Schmidt, Michael; Van der Walt, Lucien (২০০৯)। Black Flame: The Revolutionary Class Politics of Anarchism and Syndicalism। Counter-Power। 1AK Press। পৃষ্ঠা 128। আইএসবিএন 978-1-904859-16-1[...] anarchism is a coherent intellectual and political current dating back to the 1860s and the First International, and part of the labour and left tradition. 
  11. Revel, Jean Francois (২০০৯)। Last Exit to Utopia। Encounter Books। পৃষ্ঠা 24আইএসবিএন 978-1594032646In the United States, the word liberal is often used to describe the left wing of the Democratic party. 
  12. Neumayer, Eric (২০০৪)। "The environment, left-wing political orientation, and ecological economics" (পিডিএফ)Ecological Economics51 (3–4): 167–175। ডিওআই:10.1016/j.ecolecon.2004.06.006। ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  13. Barry, John (২০০২)। International Encyclopedia of Environmental PoliticsTaylor & Francisআইএসবিএন 978-0415202855All surveys confirm that environmental concern is associated with green voting...[I]n subsequent European elections, green voters have tended to be more left-leaning...the party is capable of motivating its core supporters as well as other environmentally minded voters of predominantly left-wing persuasion... 
  14. "Democratic socialism" (পিডিএফ)। Archived from the original on ২ সেপ্টেম্বর ২০০৬। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭ 
  15. Harvey, Fiona (৫ সেপ্টেম্বর ২০১৪)। "Green party to position itself as the real left of UK politics"The Guardian। ১৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৬ 
  16. Arnold, N. Scott (২০০৯)। Imposing values: an essay on liberalism and regulationসীমিত পরীক্ষা সাপেক্ষে বিনামূল্যে প্রবেশাধিকার, সাধারণত সদস্যতা প্রয়োজন। Florence: Oxford University Press। পৃষ্ঠা 3আইএসবিএন 978-0-495-50112-1Modern liberalism occupies the left-of-center in the traditional political spectrum and is represented by the Democratic Party in the United States, the Labor Party in the United Kingdom, and the mainstream Left (including some nominally socialist parties) in other advanced democratic societies. 
  17. এম আর চৌধুরী; আবশ্যকীয় শব্দ পরিচয়; ঢাকা, এপ্রিল, ২০১২; পৃষ্ঠা-৬৯।
  18. Andrew Glyn, Social Democracy in Neoliberal Times: The Left and Economic Policy since 1980, Oxford University Press, 2001, আইএসবিএন ৯৭৮-০-১৯-৯২৪১৩৮-৫,
  19. Eric D. Beinhocker. The origin of wealth. Harvard Business Press. 2006. আইএসবিএন ৯৭৮-১-৫৭৮৫১-৭৭৭-০ p. 416 Google Books
  20. Cosseron, Serge (ed.). Le dictionnaire de l'extrême gauche. Paris: Larousse, 2007. p. 20.
  21. "Leftwing Extremists Increase in Cyber Attacks" (পিডিএফ)। Archived from the original on ১৯ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৭ 
  22. Rossi, Federica (এপ্রিল ২০২১)। Treiber, Kyle, সম্পাদক। "The failed amnesty of the 'years of lead' in Italy: Continuity and transformations between (de)politicization and punitiveness"। European Journal of CriminologyLos Angeles and London: SAGE Publications on behalf of the European Society of Criminologyআইএসএসএন 1741-2609এসটুসিআইডি 234835036 Check |s2cid= value (সাহায্য)ডিওআই:10.1177/14773708211008441অবাধে প্রবেশযোগ্যThe 1970s in Italy were characterized by the persistence and prolongation of political and social unrest that many Western countries experienced during the late 1960s. The decade saw the multiplication of far-left extra-parliamentary organizations, the presence of a militant far right movement, and an upsurge in the use of politically motivated violence and state repressive measures. The increasing militarization and the use of political violence, from sabotage and damage to property, to kidnappings and targeted assassinations, were justified by left-wing groups both as necessary means to achieve a revolutionary project and as defences against the threat of a neo-fascist coup. 
  23. el-Ojeili, Chamsy; Taylor, Dylan (সেপ্টেম্বর ২০১৮)। Cheng, Enfu; Schweickart, David; Andreani, Tony, সম্পাদকগণ। "The Revaluation of All Values: Extremism, The Ultra-Left, and Revolutionary Anthropology"। International Critical ThoughtTaylor & Francis on behalf of the Chinese Academy of Social Sciences। 8 (3): 410–425। eISSN 2159-8312আইএসএসএন 2159-8282এসটুসিআইডি 158719628ডিওআই:10.1080/21598282.2018.1506262 
  24. McClosky, Herbert; Chong, Dennis (জুলাই ১৯৮৫)। "Similarities and Differences Between Left-Wing and Right-Wing Radicals"British Journal of Political Science (ইংরেজি ভাষায়)। 15 (3): 329–363। আইএসএসএন 0007-1234এসটুসিআইডি 154330828ডিওআই:10.1017/S0007123400004221Once one adjusts for superficial differences, Shils contended, communists and other radicals of the far left resemble right-wing radicals in zealotry, susceptibility to Manichean interpretations of human events, implacable hatred of opponents, intolerance toward dissenters and deviants, and an inclination to view public affairs as the outcome of conspiracies and secret plots. 
  25. Kopyciok, Svenja; Silver, Hilary (২০২১-০৬-১০)। "Left-Wing Xenophobia in Europe"Frontiers in Sociology6: 666717। আইএসএসএন 2297-7775ডিওআই:10.3389/fsoc.2021.666717অবাধে প্রবেশযোগ্যপিএমআইডি 34179182 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য)পিএমসি 8222516অবাধে প্রবেশযোগ্য |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য)We find that a surprisingly large share of those who identify as far left do express extremely xenophobic attitudes, and we profile them in contrast to far right xenophobes. 
  26. Chen, Cheng; Lee, Ji-Yong (২০০৭-১২-০১)। "Making sense of North Korea: "National Stalinism" in comparative-historical perspective"Communist and Post-Communist Studies (ইংরেজি ভাষায়)। 40 (4): 459–475। আইএসএসএন 0967-067Xডিওআই:10.1016/j.postcomstud.2007.10.003the role of strong anti-liberal ideology that combined both far left and far right nationalist elements was highly significant in sustaining the regime and therefore should not be underestimated...the DPRK regime was able to hold on to power by using imagined and real external threats, such as the nuclear and missile crises, to justify continuing domestic repression and reinforce its nationalist claims 
  27. Pruitt, Sarah। "How Are Socialism and Communism Different?"HISTORY (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৬ 
  28. "China launches 'New Deal' for farmers"Financial Times। ২২ ফেব্রুয়ারি ২০০৬। 

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]