বিষয়বস্তুতে চলুন

বাবর আলী খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাবর আলী খান বাহাদুর
বাংলার নবাব
নাসেরুল মুলুক (মুল্লুকের সহায়তা)
আজুদুদ্দৌলা (রাষ্ট্রের বাহু)
দিলের জঙ্গ (যুদ্ধে সাহসী)
নবাব নাজিম বাবর আলী খান
রাজত্ব১৭৯৩-১৮১০
পূর্বসূরিআশরফ আলী খাঁন
উত্তরসূরিআলী জাহ
মৃত্যু২৮ এপ্রিল ১৮১০
দাম্পত্য সঙ্গীবাবু বেগম সাহেবা
বংশধরজয়নুদ্দীন আলী খাঁন
আহমদ আলী খাঁন
রাজবংশনজফী
পিতাআশরফ আলী খাঁন
মাতাফয়জুন্নেসা বেগম
ধর্মশিয়া ইসলাম

সৈয়দ বাবর আলী খান বাহাদুর (মৃত্যু: ২৮শে এপ্রিল, ১৮১০) ছিলেন বাংলা বিহারউড়িষ্যার নবাব। তার পিতা আশরফ আলী খান ৬ই সেপ্টেম্বর ১৭৭৩ সালে মৃত্যুবরণ করলে তিনি সিংহাসনে আরোহণ করেন। বাবর ১৭৭৩ সালে মসনদে আরোহণের সময় থেকে ১৮১০-এর ২৮শে এপ্রিল তার ওফাৎ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।

নবাব নাজিম বাবর আলী খান ছিলেন আশরফ আলী খাঁর অন্যতম প্রধান স্ত্রী ফয়জুন্নেসা বেগমের সাহেবজাদা। ১৮১০ সালে বাবরের ওফাতের বাদে তার সাহেবজাদা আলী জাহ নবাবের মসনদে আরোহণ করেন।

বাবর আলী খানের দুজন স্ত্রী ছিল। তার প্রথম স্ত্রীর নাম বাবু বেগম সাহেবা এবং তিনি মোহাম্মদ সামি খানের কন্যা ছিলেন। তবে বাবর আলী খানের দ্বিতীয় স্ত্রীর নাম জানা যায়নি। বাবরের দুই পুত্র ছিল। বড় পুত্রের নাম জৈনুদ্দিন আলী খান ওরফে আলী জাহ, মাতা বাবু বেগম সাহেবা এবং দ্বিতীয় পুত্রের নাম আহাম্মদ আলী খান, তিনি ছিলেন দ্বিতীয় স্ত্রীর সন্তান।

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
বাবর আলী খান
জন্ম: (অজানা) মৃত্যু: Aএপ্রিল ২৮, ১৮১০
পূর্বসূরী
আশরাফ আলী খান
বাংলার নাবাব
১৭৯৩ - ১৮১০
উত্তরসূরী
আলী জাহ