জাইন উদ্দিন আলী খান
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
জাইন উদ্দিন আলী খান | |
---|---|
বাংলা বিহার ও ওড়িশার নওয়াব নাজিম (বাংলার নবাবগণ) সুজা উল-মুলুক (দেশের নায়ক) মুবারক উদ-দৌলা (রাষ্ট্রের শুভাকাঙ্খী) আলী জা (সর্বোচ্চ র্যাংঙ্কিং কমকর্তা) ফিরোজ জং (যুদ্ধের বিজয়ী) | |
![]() | |
রাজত্বকাল | ১৮১০ - ১৮২১ |
রাজ্যাভিষেক | জুন ৫, ১৮১০ |
মৃত্যু | আগস্ট ৬, ১৮২১ |
পূর্বসূরি | বাবর আলী খান |
উত্তরসূরি | আহমেদ আলী খান |
সন্তানাদি | তিন মেয়ে |
রাজবংশ | নাজাফী |
পিতা | বাবর আলী খান |
মাতা | বাবু বেগম |
ধর্মবিশ্বাস | শিয়া ইসলাম |
জাইন উদ্দিন আলী খান (মৃত্যুঃ আগস্ট ৬, ১৮২১) যিনি আলী জা নামেই বেশি পরিচিত; ছিলেন বাংলা বিহার ও ওড়িশার নবাব। তিনি ২৮শে এপ্রিল ১৮১০ সালে তার পিতা বাবর আলী খানের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন।[১]
তার মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসেবে তার সৎ-ভাই আহমেদ আলী খান সিংহাসনে বসেন।
জীবনী[সম্পাদনা]
জাইন উদ্দিন ছিলেন বাবর আলী খান ও বাবু বেগমের জ্যেষ্ঠপুত্র। ১৮১০ সালের ৫ই জুন তার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। ১৮২১ সালের ৬ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন, তবে মৃত্যুর সময় তিনি তিনটি কন্যাসন্তান রেখে যান। কোন পুত্রসন্তান না থাকায় তার মৃত্যুর পর তার সৎ-ভাই আহমেদ আলী খান সিংহাসনে আরোহণ করেন।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
জাইন উদ্দিন আলী খান জন্ম: (অজানা) মৃত্যু: আগস্ট ৬, ১৮২১
| ||
পূর্বসূরী বাবর আলী খান |
বাংলার নাবাব ১৮১০ - ১৮২১ |
উত্তরসূরী আহমেদ আলী খান |