বগুলা
বগুলা | |
---|---|
শহর | |
![]() | |
Location in West Bengal, India | |
স্থানাঙ্ক: ২৩°২০′০৬″ উত্তর ৮৮°৩৮′৩৮″ পূর্ব / ২৩.৩৩৫° উত্তর ৮৮.৬৪৪° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | রানাঘাট |
আয়তন | |
• শহর | ৪.২৫ বর্গকিমি (১.৬৪ বর্গমাইল) |
• পৌর এলাকা | ৬ বর্গকিমি (২ বর্গমাইল) |
উচ্চতা | ৬ মিটার (২০ ফুট) |
জনসংখ্যা (2011) | |
• শহর | ২২,৬৪৯ |
• জনঘনত্ব | ৫,৩০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৯০,০০০ |
Languages | |
• Official | বাংলা |
সময় অঞ্চল | IST (ইউটিসি+5:30) |
PIN | 741502 |
Telephone code | 03473 |
Sex ratio | 1.06 ♂/♀ |
বগুলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত [নদীয়া ]] জেলার একটি শহর। এই এই শহরের মোট জনসংখ্যা হল ৯০০০০। এটি কলকাতা থেকে ৯৩ কিমি দূরে অবস্থিত।[১] এটি রানাঘাট লোকসভা কেন্দ্র ও হাঁসখালি থানার অন্তর্গত।
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]বগুলা শহরটি ২২.৩৩ ডিগ্রি উত্তর ও ৮৮.৩৪ ডিগ্রি পূর্বে অবস্থিত[২] এই স্থানটি সমুদ্র সমতল থেকে ৬ মিটার (২০ ফুট) উচুতে অবস্থিত।
বগুলা কলকাতা থেকে ৯৩ কিমি দূরে ও জেলা সদর কৃষ্ণনগর থেকে প্রায় 20 কিমি দূরে অবস্থিত।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের জনগণনায় বগুলার জনসংখ্যা হল 90,145 জন। এর মধ্যে 46,935 জন পুরুষ ও43,210জন মহিলা। ০-৬ বছরের শিশুর সংখ্যা শতাংশ মোট জনসংখ্যার ৯ শতাংশ। শহরটিতে প্রায় 9,652 টি পরিবার বসবাস করে। গড়ে প্রতি পরিবারে ৪ জন করে সদস্য বা সদস্যা রয়েছেন। জনসংখ্যা অধিক হলেও অদ্যাবধি কোনো পৌরসভা গড়ে ওঠেনি।
যোগাযোগ
[সম্পাদনা]
বগুলা সড়ক পথে রাজ্য সড়ক দ্বারা রানাঘাট, কৃষ্ণনগর ও বনগাঁ শহরের সঙ্গে যুক্ত। বগুলা থেকে কৃষ্ণনগর ভায়া হাঁসখালি ও রানাঘাট শহরে বাস পরিষেবা চালু রয়েছে।[৩]

এখানকার এক মাত্র রেল স্টেশনটি হল বগুলা রেলওয়ে স্টেশন। এটি রানাঘাট-গেদে শাখা লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই রেল স্টেশন দ্বারা বগুলা ও পার্শ্ববর্তী এলাকার জনগণ কলকাতার সঙ্গে যোগাযোগ রক্ষা করেন ভায়া রানাঘাট।
শিক্ষাব্যবস্থা
[সম্পাদনা]

বগুলাতে একটি মহাবিদ্যালয় রয়েছে ও আটটি উচ্চবিদ্যালয় ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে
মহাবিদ্যালয়
[সম্পাদনা]- বগুলা শ্রী কৃষ্ণ কলেজ:- এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত।
এছারাও বগুলা শ্রীকৃষ্ণ B.ED কলেজ রয়েছে।
বিদ্যালয়
[সম্পাদনা]- বগুলা উচ্চ বিদ্যালয়
- বগুলা পূর্বপারা হাইস্কুল
- ভবানীপুর হাইস্কুল
- বগুলা গার্লস হাইস্কুল
- বড়মুরাগাছা স্বামিজী বিদ্যামন্দির
- ভায়না যশোদামণি উচ্চ বিদ্যালয়
- শান্তিনগর জয়নারায়নপুর উচ্চ বিদ্যালয়
- হরিতলা হাইস্কুল
- সাহাপুর হাইস্কুল
স্বাস্থ কেন্দ্র
[সম্পাদনা]এই শহরে সরকারি একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। এটি বগুলা রুরাল হাসপাতাল। এই চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালে 5 জন চিকিৎসক ,৮ জন নার্স ,৯ জন কর্মী রয়েছেন। হাসপাতালটির মোট শয্যা সংখ্যা ৩০।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]