পি. লীলা
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
পি. লীলা പി. ലീല | |
---|---|
![]() পরায়াথু লীলা ১৯৪০ এর শেষ সময় | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | পরায়াথু লীলা |
জন্ম | ১৯ মে, ১৯৩৪ চিত্তর,পালক্কাড়, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ৩১ অক্টোবর ২০০৫ (৭১ বছর) চেন্নাই, ভারত |
ধরন | নেপথ্য সঙ্গীতশিল্পী |
পেশা | গায়িকা |
বাদ্যযন্ত্র | কন্ঠশিল্পী |
কার্যকাল | ১৯৪৯-২০০৫ |
পি. লীলা বা পরায়াথু লীলা (പി. ലീല) হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী।
প্রাথমিক জীবন[সম্পাদনা]
১৯৩৪ এর ১৯শে মে,কেরালার, পালাক্বাড় এর চিত্তুরে জন্ম ।
ভি কে কুঞ্জনমেনন এবং পরায়াথ মীনাক্ষী আম্মার কনিষ্ঠ কন্যা হলেন পি. লীলা । পিতা ছিলেন এরনাকুলামের রামভার্মা হায়ার সেকেন্ডারি স্কুল এর শিক্ষক ।
পি. লীলারা হলেন তিন বোন - সারদা, ভানুমতি এবং লীলা।
সঙ্গীত চর্চা[সম্পাদনা]
বাবা ভি কে মেনন ছিলেন একজন গানের অনুরাগী । সুতরাং ছোট থেকেই গানের চর্চা শুরু হয়েছিল । মাত্র ১৩ বছর বয়সেই প্রায় ৫০০০ চলচিত্রের গান গাওয়া হয়ে যায়, যেগুলি প্রধানত তামিল, তেলুগু, মালায়ালাম এবং কানাড়া ভাষার গান । তিনি এমনকি বাংলা ভাষাতেও গান গেয়েছেন ।
কর্মজীবন[সম্পাদনা]
লীলা প্রথমে টি ভি গোপালকৃষ্ণনের কাছ থেকে গান শেখেন । এরপর পর্যায়ক্রমে পাথ্থমাদল কৃষ্ণা আয়ার, মারুথুভাকুদি রাজাগোপালা এবং রামা ভাগবাথার প্রমুখের কাছে গান শিক্ষা করেন।
মৃত্যু[সম্পাদনা]
২০০৫ সালের ৩১ শে অক্টোবর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চেন্নাই এ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর ।