পি. লীলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পি. লীলা
പി. ലീല
পরায়াথু লীলা ১৯৪০ এর শেষ সময়
পরায়াথু লীলা ১৯৪০ এর শেষ সময়
প্রাথমিক তথ্য
জন্ম নামপরায়াথু লীলা
জন্ম১৯ মে, ১৯৩৪
চিত্তর,পালক্কাড়, ব্রিটিশ ভারত
মৃত্যু৩১ অক্টোবর ২০০৫ (৭১ বছর)
চেন্নাই, ভারত
ধরননেপথ্য সঙ্গীতশিল্পী
পেশাগায়িকা
বাদ্যযন্ত্রকন্ঠশিল্পী
কার্যকাল১৯৪৯-২০০৫

পি. লীলা বা পরায়াথু লীলা (പി. ലീല) হলেন একজন ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী

প্রাথমিক জীবন[সম্পাদনা]

১৯৩৪ এর ১৯শে মে,কেরালার, পালাক্বাড় এর চিত্তুরে জন্ম ।

ভি কে কুঞ্জনমেনন এবং পরায়াথ মীনাক্ষী আম্মার কনিষ্ঠ কন্যা হলেন পি. লীলা । পিতা ছিলেন এরনাকুলামের রামভার্মা হায়ার সেকেন্ডারি স্কুল এর শিক্ষক ।

পি. লীলারা হলেন তিন বোন - সারদা, ভানুমতি এবং লীলা।

সঙ্গীত চর্চা[সম্পাদনা]

বাবা ভি কে মেনন ছিলেন একজন গানের অনুরাগী । সুতরাং ছোট থেকেই গানের চর্চা শুরু হয়েছিল । মাত্র ১৩ বছর বয়সেই প্রায় ৫০০০ চলচিত্রের গান গাওয়া হয়ে যায়, যেগুলি প্রধানত তামিল, তেলুগু, মালায়ালাম এবং কানাড়া ভাষার গান । তিনি এমনকি বাংলা ভাষাতেও গান গেয়েছেন ।

কর্মজীবন[সম্পাদনা]

লীলা প্রথমে টি ভি গোপালকৃষ্ণনের কাছ থেকে গান শেখেন । এরপর পর্যায়ক্রমে পাথ্থমাদল কৃষ্ণা আয়ার, মারুথুভাকুদি রাজাগোপালা এবং রামা ভাগবাথার প্রমুখের কাছে গান শিক্ষা করেন।

মৃত্যু[সম্পাদনা]

২০০৫ সালের ৩১ শে অক্টোবর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চেন্নাই এ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর ।

তথ্যসূত্র[সম্পাদনা]