আলাপ:পি. লীলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পূর্বে অপসারণের কারণ?[সম্পাদনা]

এই পাতার লগ অনুসারে ২০২০ সালের ৮ মার্চে উইকি লাভস ওমেন দক্ষিণ এশিয়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আমি নিবন্ধটি তৈরি করেছিলাম। নিবন্ধে শুধু একটি বাক্য (প্রাসঙ্গিক) থাকলেও নিবন্ধের শুরুতে {{কাজ চলছে/উইকি লাভস ওমেন ২০২০ - উইকিপিডিয়া}} ট্যাগ ছিল। প্রতিযোগিতা চলমান অবস্থায় কাজ চলছে ট্যাগযুক্ত প্রতিযোগিতা-সম্পর্কিত নিবন্ধ বিশেষ কোনও কারণ ছাড়া অপসারণ করা হয়না। কিন্তু দেখা যাচ্ছে @Ibrahim Husain Meraj: নিবন্ধটি অপসারণ করে দিয়েছিলেন। তারপর আমি পুনরায় নতুন করে তৈরি করার আগেই আরেকজন তৈরি করে ফেলেছিল। যতদূর মনে পড়ে নিবন্ধে অপসারণের ট্যাগ লাগিয়েছিলেন @Szilard:। অনুগ্রহ করে আপনারা দুজন ট্যাগ লাগানো ও অপসারণের কারণ ব্যাখ্যা করবেন কি? ≈ MS Sakib  «আলাপ» ১৯:২৪, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আমি সংস্করণ উদ্ধার করেছি। ২ বছর আগের বিষয় নিয়ে এখন আর মনে হয় না পুনঃআলোচনা করা উচিত, আলোচনা সমাপ্ত করা যায়। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৮, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আমি বুঝতে পারছি না ছাকিব, ২ বছর আগের আলোচনা কেন তুললো। তাছাড়া, ২ বছর আগে কি হয়েছিল না হয়েছিল তা ওনাদের মনে থাকার কথা নয়। দ্বিতীয়ত, মেরাজ ভাই পূর্বে প্রশাসক থাকলেও এখন প্রশাসক নয় ফলে নিবন্ধের অপসারিত তথ্য যাচাই ও ব্যাখ্যা করাটা সহজ নয়। এদিকে @আফতাবুজ্জামান: ভাই, আপনি কি সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করতে থাকেন নাকি? অনিয়ম করে হলেও? এখন আপনার কারণেই আলোচনাটা বাড়াতে ইচ্ছে করতেছে আমার। পাতার সংস্করণ উদ্ধার করাটা কি বেশি দরকার ছিলো? উদ্ধার করার পর বুঝাই তো যাচ্ছে অপসারণ করাটাও তো অযৌক্তিক ছিলো না। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২০:১৫, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon, মহা ঝামেলা রে ভাই। উদ্ধার করলেও দোষ, আবার না করলেও দোষ। আমি কোনদিকে যাই। আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৮, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: হ্যাঁ, মহাঝামেলা তো হবেই। আপনাকে তো কেউ উদ্ধার করতে বলে নাই, তাছাড়া ওটা উদ্ধার করার মতো কিছু হলে একটা কথা ছিল। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৪৮, ১০ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]