ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম
pca | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | সেক্টর ৬৩, মোহালি, পাঞ্জাব |
দেশ | ভারত |
প্রতিষ্ঠা | ১৯৯৩ |
ধারণক্ষমতা | ২৬,০০০[১] |
স্বত্ত্বাধিকারী | পাঞ্জাব ক্রিকেট সংস্থা |
ভাড়াটে | পাঞ্জাব ক্রিকেট দল (১৯৯৩-বর্তমান) পাঞ্জাব কিংস (২০০৮-বর্তমান) |
প্রান্তসমূহ | |
প্যাভিলিয়ন এন্ড সিটি এন্ড | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ টেস্ট | ১০-১৪ ডিসেম্বর ১৯৯৪: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ |
সর্বশেষ পুরুষ টেস্ট | ৫-৯ নভেম্বর ২০১৫: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা |
প্রথম পুরুষ ওডিআই | ২২ নভেম্বর ১৯৯৩: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ |
সর্বশেষ পুরুষ ওডিআই | ১৯ অক্টোবর ২০১৩: ভারত বনাম অস্ট্রেলিয়া |
ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা স্টেডিয়াম (গুরুমুখী: ਇੰਦਰਜੀਤ ਸਿੰਘ ਬਿੰਦਰਾ ਸਟੇਡੀਅਮ) চণ্ডিগড়ের কাছে মোহালিতে অবস্থিত ভারতের আন্তর্জাতিকমানের স্টেডিয়াম। পাঞ্জাবের বাথিন্ডা এলাকায় বিসিসিআই কর্তৃক পাঞ্জাবের দ্বিতীয় আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে রয়েছে বাথিন্ডা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়াম নির্মাণে প্রায় ₹২৫ কোটি রূপী ব্যয়িত হয় ও নির্মাণ কার্য সম্পন্ন করতে ৩ বছর সময় লেগে যায়।[২] মোট ২৬,৯৫০জন দর্শকের আসন রয়েছে এখানে।[৩] অরুণ লুম্বা এন্ড অ্যাসোসিয়েটস কর্তৃক স্টেডিয়ামের নকশা এবং আর.এস. কনস্ট্রাকশন কর্তৃক অবকাঠামো নির্মিত হয়েছে।[৪] পাঞ্জাব দলের পাশাপাশি আইপিএলে মোহালির নিজ মাঠ হিসেবে কিংস ইলাভেন পাঞ্জাব ব্যবহার করে থাকে। কাছাকাছি চণ্ডিগড় বিমানবন্দরের অবস্থান থাকায় অন্যান্য স্টেডিয়ামের তুলনায় ফ্লাডলাইটের খুঁটিগুলো খাঁটো প্রকৃতির।
ইতিহাস
[সম্পাদনা]২২ নভেম্বর, ১৯৯৩ তারিখে হিরো কাপ প্রতিযোগিতায় ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওডিআই আয়োজনের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘটে। পরের মৌসুমে ১০ ডিসেম্বর, ১৯৯৪ তারিখে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট খেলা প্রথমবারের মতো আয়োজিত হয় এখানে। ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শ্বাসরুদ্ধকর সেমি-ফাইনালের সমাপ্তি ঘটেছিল। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ৩টি খেলা পিসিএ স্টেডিয়ামে হয়েছিল। তন্মধ্যে ৩০ মার্চ, ২০১১ তারিখে ভারত-পাকিস্তানের মধ্যকার ২য় সেমি-ফাইনালে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকরণের উদ্দেশ্যে উভয় দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউসুফ রাজা গিলানি উপস্থিত ছিলেন। ঐ খেলায় ভারত জয়লাভ করে।
রেকর্ডসমূহ
[সম্পাদনা]- সর্বাধিক টেস্টে দলগত রান: ৬৩০/৬ডি., নিউজিল্যান্ড ব ভারত, ২০০৩-০৪
- সর্বনিম্ন টেস্টে দলগত রান: ৮৩, ভারত ব নিউজিল্যান্ড, ১৯৯৯-০০
- ওডিআইয়ে সর্বাধিক দলগত রান: ৩৫১/৫, দক্ষিণ আফ্রিকা ব নেদারল্যান্ডস, ২০১১
- ওডিআইয়ে সর্বনিম্ন দলগত রান: ৮৯, পাকিস্তান ব দক্ষিণ আফ্রিকা, ২০০৬
- টি২০আইয়ে সর্বাধিক দলগত রান: ২১১/৪, ভারত ব শ্রীলঙ্কা, ২০০৯-১০
- টি২০আইয়ে সর্বনিম্ন দলগত রান: ২০৬/৭, শ্রীলঙ্কা ব ভারত, ২০০৯
একদিবসীয় কীর্তি
[সম্পাদনা]এখনো অব্দি ১টি অএশীয় দেশ ভারতের বিরুদ্ধে এই মাঠে জয় পেয়েছে । অস্ট্রেলিয়া । মোট ৩ বার জয় পায়। ২০০৬ এর চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে , ২০০৯ এ শেন ওয়াটসনের দূরন্ত অল রাউন্ড পারফরম্যান্সে ও ২০১৩ এ জেমস ফকনারএর দূরন্ত অল রাউন্ড পারফরম্যান্সে জয় আসে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.iplt20.com/venues/9/punjab-cricket-association-stadium
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- ↑ "Indian Premier League 2010 Venues"। iplt20.com। ১৪ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।
- ↑ Basu, Rith (১৩ জুলাই ২০০৮)। "Eden makeover"। The Telegraph। Calcutta, India। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Official website of Punjab Cricket Association
- Cricinfo- PCA Cricket Stadium
- Cricketarchive statistics for PCA Cricket Stadium