ইস্ট কোস্ট রেলওয়ে স্টেডিয়াম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(East Coast Railway Stadium থেকে পুনর্নির্দেশিত)
ইস্ট কোস্ট রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
অবস্থানভুবনেশ্বর, ওড়িশা, ভারত
দেশভারত
স্থানাঙ্ক২০°১৯′২২″ উত্তর ৮৫°৪৯′৪৫″ পূর্ব / ২০.৩২২৭২৭° উত্তর ৮৫.৮২৯১১৭° পূর্ব / 20.322727; 85.829117
প্রতিষ্ঠা২০০৮
ধারণক্ষমতা১,৭২০[১]
পরিচালকওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন
ভাড়াটেওড়িশা ক্রিকেট দল
প্রান্তসমূহ
n/a
উৎস: ইএসপিএনক্রিকইনফো

ইস্ট কোস্ট রেলওয়ে স্টেডিয়াম হল ভুবনেশ্বর, ওড়িশার একটি ক্রিকেট স্টেডিয়াম। এটি রঞ্জি ট্রফি এবং অন্যান্য ম্যাচের আয়োজন করে।[২]

ইতিহাস[সম্পাদনা]

বর্তমান স্টেডিয়ামটি ৬ কোটি টাকা ব্যয়ে ২২ একরের বেশি জায়গা জুড়ে নির্মিত হয়েছিল। অনুশীলনের জন্য স্টেডিয়ামে চারটি টার্ফ রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা রাজ্যের অন্যতম সেরা। স্টেডিয়ামটি ২০০৮ সালের নভেম্বরে প্রথম রঞ্জি ট্রফি ম্যাচের আয়োজন করেছিল।

ওডিশা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের সময় কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচও এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল।[৩]

ওড়িশা বনাম কর্ণাটক রঞ্জি ট্রফি ম্যাচের জন্য প্রথমবারের মতো একটি বিশাল ম্যানুয়াল স্কোরবোর্ড রাখা হয়েছে।

২০১০ সালে, ওড়িশা-পাঞ্জাব এলিট গ্রুপ বি রঞ্জি ট্রফি টুর্নামেন্ট লিগ ম্যাচ খেলার সময় ভুবনেশ্বর স্টেডিয়াম ব্যবহার করা হয়েছিল। ম্যাচের উদ্বোধন করেন ইস্ট কোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার এ কে ভোহরা। উপস্থিত ছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ওড়িশার কোচ মাইকেল বেভানও[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bhubaneshwar stadium inaugurated" 
  2. "Ranji match at Railway stadium from tomorrow"The Hindu। ৩০ নভেম্বর ২০১০। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৩ 
  3. eastcoastrail
  4. cricketarchive

বহিঃসংযোগ[সম্পাদনা]