বাংলাদেশের টেলিভিশন কেন্দ্রের তালিকা
বাংলাদেশে সর্বপ্রথম রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন বিটিভি সম্প্রচার করে ১৯৬৪ সালে, যা সূচনালগ্নে পাকিস্তান টেলিভিশন (পিটিভি) নামে পরিচিত ছিল। ১৯৬৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিটিভি একচেটিয়া ভাবে দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল হিসেবে সম্প্রচার করে। বর্তমানে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সংখ্যা ৪৫ টি।[১], এর মধ্যে সম্প্রচার রয়েছে ৩৫টির।[২]
তালিকা[সম্পাদনা]
রাষ্ট্রীয়[সম্পাদনা]
বেসরকারী[সম্পাদনা]
বন্ধ[সম্পাদনা]
নাম | ভাষা | ধরন | স্থাপিত | স্থগিত | প্রধান কার্যালয় |
---|---|---|---|---|---|
সিএসবি নিউজ | বাংলা | খবর | ২৪ মার্চ, ২০০৭ | ৬ সেপ্টেম্বর, ২০০৭ | পুরানা পল্টন, ঢাকা |
দিগন্ত টেলিভিশন | বাংলা | বিনোদন | ২৮ অগাস্ট, ২০০৮ | ৬ মে, ২০১৩ | পুরানা পল্টন, ঢাকা |
চ্যানেল ওয়ান | বাংলা | বিনোদন | ২৪ জানুয়ারি, ২০০৬ | ২৭ এপ্রিল, ২০১০ | গুলশান,ঢাকা |
ইসলামিক টিভি | বাংলা | ধর্মীয় | এপ্রিল ২০০৭ | ৬ মে, ২০১৩ | হাতিরপুল, ঢাকা |
চ্যানেল সিক্সটিন | বাংলা | গান | ২০১১ | ২০১৪ | ঢাকা |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৪টি | banglatribune.com"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩।
- ↑ "তালিকা ধরে চ্যানেল দেখানোর নির্দেশনা ক্যাবল অপারেটরদের"। banglanews24.com। ২০২১-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৩।