চাক্ষুষ মনু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চক্ষুশ মনু থেকে পুনর্নির্দেশিত)
চাক্ষুষ মনু
অন্তর্ভুক্তিমনু
পূর্বসূরিরাইবত মনু
উত্তরসূরিবৈবস্বত মনু
গ্রন্থসমূহপুরাণ, মহাভারত
ব্যক্তিগত তথ্য
মাতাপিতা
  • চাক্ষুষ (পিতা)
  • পুষ্করিণী (মাতা)
সন্তানকুরু, পুরু, শতদ্যুম্ন, তপস্বী, সত্যবান, শুচি, অগ্নিষ্টোম, অতিরাত্র, সুদ্যুম্ন ও অভিমন্যু

চাক্ষুষ মনু (সংস্কৃত: चाक्षुष मनु, হিন্দি: चाक्षुषी मनु) হলেন চৌদ্দ জন মনুর মধ্যে ষষ্ঠ মনু, হিন্দু পুরাণে  মন্বন্তর নামে পরিচিত এক যুগের প্রথম মানুষ।[১]

সাহিত্য[সম্পাদনা]

মার্কণ্ডেয় পুরাণে, ঋষি অনমিত্রের পুত্র আনন্দকে চাক্ষুষ মনুর পূর্ববর্তী অবতার বলে উল্লেখ করা হয়েছে। শৈশবে, তাকে একটি বিড়াল রাজকুমারের দোলনায় নিয়ে গিয়েছিল, যার পিতা ছিলেন রাজা বিক্রান্ত। রাজার অজান্তেই তিনি নিজের পুত্রের মতো লালনপালন করেছিলেন। শিশুটির উপনয়ন অনুষ্ঠানের সময়, রাজা আনন্দকে তার মায়ের সামনে প্রণাম করতে বললে, শিশুটি তার আসল পরিচয় ঘোষণা করে, বনে তপস্যা করতে চলে যায়। ব্রহ্মা আনন্দের সামনে উপস্থিত হন এবং পরবর্তী জন্মে তাকে চাক্ষুষ মনু হিসেবে পুনর্জন্ম লাভের আশীর্বাদ করেন।[২]

কিছু গ্রন্থে চাক্ষুষের প্রকৃত নাম অজিত বলা হয়েছে।[৩] বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে চাক্ষুষ মনু প্রজাপতি বৈরাজের কন্যা নাদবালাকে বিয়ে করেছিলেন, যার থেকে তিনি দশজন পুত্রের জন্ম দেন: কুরু, পুরু, শতদ্যুম্ন, তপস্বী, সত্যবান, শুচি, অগ্নিষ্টোম, অতীরাত্র, সুদ্যুম্ন ও অভিমন্যু।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dikshitar, V. R. Ramachandra (১৯৯৫)। The Purāṇa index. 2. (From T to M) (ইংরেজি ভাষায়)। Motilal Banarsidass Publishe। পৃষ্ঠা 593। আইএসবিএন 978-81-209-1274-8 
  2. Garg, Gaṅgā Rām (১৯৯২)। Encyclopaedia of the Hindu World (ইংরেজি ভাষায়)। Concept Publishing Company। পৃষ্ঠা 412–413। আইএসবিএন 978-81-7022-375-7 
  3. Knapp, Stephen (২০০৫)। The Heart of Hinduism: The Eastern Path to Freedom, Empowerment, and Illumination (ইংরেজি ভাষায়)। iUniverse। পৃষ্ঠা 511। আইএসবিএন 978-0-595-35075-9 
  4. Debroy, Bibek (২০২২-০৬-৩০)। Vishnu Purana (ইংরেজি ভাষায়)। Penguin Random House India Private Limited। পৃষ্ঠা 66। আইএসবিএন 978-93-5492-661-7