ড্যানি রোজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড্যানি রোজ
২০১৬ সালে ড্যানি রোজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ড্যানিয়েল লি রোজ[১]
জন্ম (1990-07-02) ২ জুলাই ১৯৯০ (বয়স ৩৩)[১]
জন্ম স্থান ডোনকাস্টার, ইংল্যান্ড
উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মি)[২]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
টটেনহ্যাম হটস্পার
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৫–২০০৬ লিডস ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০০৭ লিডস ইউনাইটেড (০)
২০০৭– টটেনহ্যাম হটস্পার ১১৮ (৮)
২০০৯ওয়াটফোর্ড (ধার) (০)
২০০৯পিটারবোরো ইউনাইটেড (ধার) (০)
২০১০–২০১১ব্রিস্টল সিটি (ধার) ১৭ (০)
২০১২–২০১৩সান্ডারল্যান্ড (ধার) ২৭ (১)
২০২০–নিউক্যাসেল ইউনাইটেড (ধার) (০)
জাতীয় দল
২০০৫–২০০৬ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ (০)
২০০৬–২০০৭ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ ১৩ (০)
২০০৭–২০০৮ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ (০)
২০০৮–২০০৯ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ (১)
২০০৯–২০১৩ ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ ২৯ (৩)
২০১২ গ্রেট ব্রিটেন (০)
২০১৬– ইংল্যান্ড ১৬ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ড্যানিয়েল লি রোজ (জন্ম: ২ জুলাই ১৯৯০) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৬ সালে, রোজ লিডস ইউনাইটেডের হয়ে খেলার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি এর পূর্বে লিডস ইউনাইটেডের যুব পর্যায়ের হয়ে খেলেছেন। অতঃপর ২০০৭ সালে, তিনি প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগদান করেছেন। তিনি লিডস ইউনাইটেডের জ্যেষ্ঠ দলে উন্নীত হওয়ার পর থেকে ক্লাবটির হয়ে একটি ম্যাচও খেলেননি। টটেনহ্যাম হটস্পারের মূল একাদশে স্থান না পাওয়ায় তিনি ২০০৯ সালের মার্চ মাসে, ওয়াটফোর্ডে ধারে যোগদান করেন। অতঃপর ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে, পিটারবোরো ইউনাইটেডে যোগদান করেন। তিনি উক্ত ক্লাবের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন। অতঃপর তিনি টটেনহ্যাম হটস্পারে ফিরে আসেন এবং ক্লাবটির হয়ে অভিষেক করেন। নিজেকে ক্লাবের নিয়মিত খেলোয়াড় হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তিনি ২০১০ সালের সেপ্টেম্বর মাসে, ব্রিস্টল সিটিতে ধারে যোগদান করেন। তিনি উক্ত ক্লাবের হয়ে ১৭টি ম্যাচে উপস্থিতি হয়েছেন। পরবর্তীতে ২০১১–১২ মৌসুমে তিনি টটেনহ্যাম হটস্পারের নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন, সেই মৌসুমে তিনি ২০টি ম্যাচ খেলেছেন। পরের মৌসুমে তিনি সান্ডারল্যান্ডের হয়ে ধারে খেলেন, যেখানে তিনি ২৯টি ম্যাচ খেলেছিলেন।

রোজ ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। তিনি ২০১৬ সালে, ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি এপর্যন্ত ১৫-এর অধিক ম্যাচ খেলেছেন।

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৭ মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৩]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দল সাল উপস্থিতি গোল
ইংল্যান্ড ২০১৬ ১২
২০১৭
২০১৮
মোট ১৬

সম্মাননা[সম্পাদনা]

টটেনহ্যাম হটস্পার

ব্যক্তিগত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Hugman, Barry J., সম্পাদক (২০১০)। The PFA Footballers' Who's Who 2010–11। Edinburgh: Mainstream Publishing। পৃষ্ঠা 361আইএসবিএন 978-1-84596-601-0 
  2. "Danny Rose: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭ 
  3. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "Rose, Danny"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৮ 
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; 2015LC নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; sypos নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. "PFA awards: Leicester and Spurs dominate Premier League team"। BBC Sport। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৭ 
  7. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; PFA1617 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ[সম্পাদনা]