বিষয়বস্তুতে চলুন

গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১৯২০
প্রতিষ্ঠাতাশাহ মাওলানা আব্দুল মজিদ
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষমাওলানা নুরুল আজিম
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ১১০০
ঠিকানা
সাতকানিয়া
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৫০৩৫
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা২২০১৯২৪০১
ওয়েবসাইটhttps://gikm.edu.bd/

গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি ১৯২০ সালে দরবারে আলিয়া গারাংগিয়ার কর্ণধার বড় হুজুর নামে পরিচিত শাহ মাওলানা আব্দুল মজিদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠা করেন।[১] মাদ্রাসাটির কামিল স্তর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে এবং দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে রয়েছে।[২] মাদ্রাসাটির ফাজিল স্তর সর্বপ্রথম ২০০৬ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে এরপরে ২০১৬ সালে মাদ্রাসাটি পুনরায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিতে স্থানান্তর করা হয়। এই মাদ্রাসার ইআইআইএন নাম্বার হলো ১০৫০৩৫ এবং এমপিও নাম্বার হলো ২২০১৯২৪০১।[৩] মাদ্রাসাটিতে ইসলামি শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হয়। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম মাওলানা নুরুল আজিম।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "গারাংগিয়া মাদ্রাসার তিন দিনব্যাপী মাহফিল সম্পন্ন"dailyinqilab.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  2. "গভর্নিং বডি – চট্টগ্রাম বিভাগের আলিয়া মাদ্রাসা – Islamic Arabic University"iau.edu.bd। ২০২৪-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-২৭ 
  3. "গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসা"সহপাঠী ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০১