কেন লোচ
কেন লোচ | |
---|---|
Ken Loach | |
জন্ম | কেনেথ চার্লস লোচ ১৭ জুন ১৯৩৬ নুনিটন, ওয়ারউইকশায়ার, ইংল্যান্ড |
জাতীয়তা | ইংরেজ |
মাতৃশিক্ষায়তন | সেন্ট পিটার্স কলেজ, অক্সফোর্ড |
পেশা | পরিচালক |
কর্মজীবন | ১৯৬২-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | লেসলি অ্যাশটন (বি. ১৯৬২) |
সন্তান | ৫ |
পুরস্কার | পাল্ম দর (২ বার) |
কেনেথ চার্লস লোচ (ইংরেজি: Kenneth Charles Loach; জন্ম: ১৭ই জুন ১৯৩৬) হলেন একজন ইংরেজ নাট্য ও চলচ্চিত্র পরিচালক। তিনি সাধারণত টেলিভিশন নাটক ও স্বাধীন চলচ্চিত্র পরিচালনা করে থাকেন। তিনি তার সামাজিকভাবে সমাদৃত পরিচালনার ধরন ও সামাজিক ধারণার জন্য প্রসিদ্ধ। সামাজিক বিভিন্ন সমস্যা বিষয়ক তার কয়েকটি চলচ্চিত্রের মধ্যে রয়েছে দারিদ্র সম্পর্কিত পুওর কাউ (১৯৬৭), আশ্রয় ও গৃহহীনদের নিয়ে নির্মিত ক্যাথি কাম হোম (১৯৬৬), এবং শ্রমিক অধিকার সম্পর্কিত রিফ-রাফ (১৯৯১) ও দ্য ন্যাভিগেটরস্ (২০০১)।
লোকের কেস (১৯৬৯) চলচ্চিত্রটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের এক ভোটে বিংশ শতাব্দীর সপ্তম সেরা ব্রিটিশ চলচ্চিত্রের মর্যাদা লাভ করে। তার নির্মিত দুটি চলচ্চিত্র, দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি (২০০৬) ও আই, ড্যানিয়েল ব্লেক (২০১৬) কান চলচ্চিত্র উৎসবে পাল্ম দর অর্জন করে। লোচ নবম চলচ্চিত্র নির্মাতা হিসেবে দুবার এই পুরস্কার অর্জন করেন।[১][২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]লোচ ১৯৩৬ সালের ১৭ই জুন ওয়ারউইকশায়ারের নুনেয়াটনে জন্মগ্রহণ করেন। তার পিতা জন লোচ ও মাতা ভিভিয়েন (জন্মনাম: হ্যামলিন)।[৩] তিনি রাজা চতুর্থ এডওয়ার্ড গ্রামার স্কুলে পড়াশোনা করেন। ১৯ বছর বয়সে তিনি রয়্যাল এয়ার ফোর্সে যোগদান করেন।[৪] তিনি সেন্ট পিটার্স কলেজ, অক্সফোর্ডে আইন নিয়ে পড়াশোনা করেন[৫] এবং তৃতীয় শ্রেণিতে ডিগ্রি অর্জন করেন।[৪] অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক্সপেরিমেন্টাল থিয়েটার ক্লাবের সদস্য হিসেবে তিনি ১৯৫৯ সালে শেকসপিয়ার মেমোরিয়াল থিয়েটারে বার্থলমিউ ফেয়ার নাটক নির্দেশনা দেন এবং এতে তিনি ড্যান জর্ডান নকেম চরিত্রে অভিনয়ও করেন।[৬] অক্সফোর্ড থেকে পাশ করার পর তিনি নাট্যকলাকে পেশা হিসেবে বেছে নেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ কলিন, রবি (২৩ মে ২০১৬)। "Ken Loach wins 2016 Palme d'Or at Cannes, cementing his place in the festival's pantheon of great directors"। দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮।
- ↑ চৌধুরী, ইকবাল হোসাইন (২৩ মে ২০১৬)। "স্বর্ণ পাম জিতল কেন লোচের 'আই, ড্যানিয়েল ব্লেক'"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৮।
- ↑ "Ken Loach Biography (1936–)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩।
- ↑ ক খ হ্যাটেনস্টোন, সাইমন (১৫ অক্টোবর ২০১৬)। "Ken Loach: 'If you're not angry, what kind of person are you?'"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "Ken Loach at Sixteen Films"। সিক্সটিন ফিল্মস। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "RSC Performances"। collections.shakespeare.org.uk। শেকসপিয়ার বার্থপ্লেস ট্রাস্ট। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে কেন লোচ (ইংরেজি)
- রটেন টম্যাটোসে কেন লোচ (ইংরেজি)
- ১৯৩৬-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইংরেজ চলচ্চিত্র পরিচালক
- ইংরেজ টেলিভিশন পরিচালক
- ইংরেজ রিপাবলিকান
- যুক্তরাজ্যের লেবার পার্টির ব্যক্তি
- ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- পাল্ম দর বিজয়ী চলচ্চিত্রের পরিচালক
- বাফটা ফেলো
- অক্সফোর্ডের সেন্ট পিটার্স কলেজের ফেলো
- সেজার পুরস্কার বিজয়ী
- সম্মানসূচক স্বর্ণ ভল্লুক প্রাপক
- ইংরেজ সমাজতাত্ত্বিক
- বিবিসির ব্যক্তি
- ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক
- ব্রিটিশ মানবতাবাদী
- ব্রিটিশ সমাজতন্ত্রী
- শ্রমিক দল (যুক্তরাজ্য) এর ব্যক্তি
- যুক্তরাজ্যে বিতর্ক