এ এম এ এম জোনায়েদ সিদ্দিকী
এএমএএম জোনায়েদ সিদ্দিকী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ব্ল্যাক বেঙ্গল ছাগল এর পূর্নাঙ্গ জিনোম বিন্যাস উন্মোচন |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পরজীবীবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় |
এএমএএম জোনায়েদ সিদ্দিকী একজন বাংলাদেশী অধ্যাপক ও আণবিক জীববিজ্ঞানের গবেষক। তার নেতৃত্বে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের আরো সাতজন গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১৯ সালে বাংলাদেশের স্থানীয় জাতের কালো ছাগলের জিন নকশা সফলভাবে উন্মোচিত হয়।[১] বিজ্ঞান সাময়িকী বিএমসি রিসার্চ নোটস এবং টেইলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপের ‘মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-বি' প্রকাশনায় তার এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।[১][২] এছাড়াও চট্টগ্রামের কোভিড-১৯ সনাক্তকরণে সিভাসুতে প্রতিষ্ঠিত ল্যাবের তত্ত্বাবধানে তিনি নিয়োজিত।[৩]
শিক্ষা ও কর্ম
[সম্পাদনা]এ এম এ এম জোনায়েদ সিদ্দিকী বাংলাদেশের নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে ব্রাহ্মন্দী কে. কে. এম. সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি মেডিসিনে পড়াশোনা শুরু করেন। এই বিশ্ববিদ্যালয় থেকেই তিনি পরজীবীবিজ্ঞানে স্নাতকত্তোর সমাপ্ত করে ২০০০ সালে সিভাসুতে শিক্ষক হিসেবে যোগ দেন। উচ্চতর শিক্ষার্থে জোনায়েদ সিদ্দিকী যুক্তরাজ্যে গমন করেন। তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয় ও লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে যৌথভাবে ২০০৬ সালে তার পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ২০১৩ সাল থেকে সিভাসুতে পরজীবীবিজ্ঞানের অধ্যাপক হিসেবে নিয়োজিত। এছাড়াও তিনি গবেষক হিসেবে বিভিন্ন দেশে কর্মরত ছিলেন।
প্রশাসনিক ভূমিকা'
সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU), চট্টগ্রাম 2014-2015
সিন্ডিকেট সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি), 2022-বর্তমান
কো-অর্ডিনেটর, অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চ, CVASU 8 ডিসেম্বর, 2021 থেকে 30 এপ্রিল, 2023 পর্যন্ত
অ্যাডজান্ট ফ্যাকাল্টি, বায়োইনফরমেটিক্স, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW), চট্টগ্রাম, বাংলাদেশ
ভিজিটিং ফ্যাকাল্টি, GEB Dept., চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। (অক্টো, 2011-ডিসেম্বর, 2015)
কনসালটেন্ট, এস্পেরিয়া ডায়াগনস্টিকস লিমিটেড, চট্টগ্রাম। 1 মে, 2023 থেকে এখন পর্যন্ত
কনসালটেন্ট, শেভরন কোভিড ডায়াগনস্টিক ল্যাব, চট্টগ্রাম। 1 ডিসেম্বর, 2021 থেকে জুন, 202 পর্যন্ত
পরিচালক, গবেষণা ও সম্প্রসারণ, CVASU 26 ফেব্রুয়ারি, 2013 থেকে 30 ডিসেম্বর 2015 পর্যন্ত
পরিচালক, ওয়ান হেলথ ইনস্টিটিউট, সিভাসু চট্টগ্রাম, বাংলাদেশ
ল্যাব ইন চার্জ, অ্যানিমাল ডিজিজ ডায়াগনস্টিক ল্যাবরেটরি (ADDL), CVASU, বাংলাদেশ। (এপ্রিল, 2010 থেকে ডিসেম্বর, 2015)
পুরস্কার ও সম্মাননা
ফুলব্রাইট ভিজিটিং ফেলো (2015-16) মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে (GWU)
ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (USDA) অর্থায়িত বায়োটেক কৃষি গবেষণা প্রকল্প (2017-2020) পুরস্কারপ্রাপ্ত
মেডিকেল রিসার্চ কাউন্সিল (MRC), UK (গ্লোবাল চ্যালেঞ্জ রিসার্চ ফান্ড) পুরস্কারপ্রাপ্ত (2020-2024)
DAAD ভিজিটিং ফেলো (2015), ইনস্টিটিউট ফর প্যারাসিটোলজি, লিপজিগ ইউনিভার্সিটি, জার্মানি
USDA Norman E. Borlaug International Agricultural Science and Technology Fellow (2014), USDA, USA
অস্ট্রেলিয়ান অ্যালামনাই এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2014 অস্ট্রেলিয়া দূতাবাস, ঢাকা, বাংলাদেশ
ইউনিভার্সিটি অফ লিভারপুল, যুক্তরাজ্যের কমনওয়েলথ একাডেমিক ফেলোশিপ পুরস্কারপ্রাপ্ত
উন্নয়নশীল বিশ্বের জন্য বিজ্ঞান একাডেমি (TWAS) দ্বারা COMSTECH-TWAS গবেষণা অনুদান পুরস্কারপ্রাপ্ত
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলোশিপ (অস্ট্রেলিয়া)
একাডেমি অফ সায়েন্সেস ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড (TWAS), ইতালি দ্বারা TWAS গবেষণা অনুদান পুরস্কারপ্রাপ্ত
পেশাদার সমাজে ভূমিকা
সিন্ডিকেট সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)
সদস্য, একাডেমিক কাউন্সিল, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU)
সদস্য, একাডেমিক কাউন্সিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)
সদস্য, একাডেমিক নিয়োগ কমিটি, CVASU
সদস্য, একাডেমিক নিয়োগ কমিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST)
সদস্য, একাডেমিক নিয়োগ কমিটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)
সদস্য, একাডেমিক নিয়োগ কমিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সদস্য, একাডেমিক নিয়োগ কমিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম
সহ-সভাপতি, বাংলাদেশ সোসাইটি ফর বায়োইনফরমেটিক্স (বিএসবি)
সাধারণ সম্পাদক, বাংলাদেশ বায়োইনফরমেটিক্স অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজি অ্যাসোসিয়েশন (বিবিসিবিএ)
সাধারণ সম্পাদক, সাউথ এশিয়ান প্যারাসিটোলজি নেটওয়ার্ক (সাপনেট)
সহ-আহ্বায়ক, বাংলাবল (ডিএনএ বারকোডিং) ফোরাম
সদস্য: আইইউসিএন-এর শিক্ষা ও যোগাযোগ কমিশন (সিইসি)
আউটরিচ সদস্য। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (ASM)
সদস্য, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইনফেকশাস ডিজিজ (ISID)
সদস্য, গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি)
সদস্য, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)
সদস্য, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি)
সদস্য, বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (BSVER)
প্রাক্তন সদস্য, ব্রিটিশ সোসাইটি ফর প্যারাসিটোলজি (বিএসপি), 2002-2006
সদস্য, কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ সোসাইটি ফর প্যারাসিটোলজি (বিএসপি)
সদস্য, বাংলাদেশ সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (বিএসএম)
সদস্য, বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ (BSVMPH)
নির্বাহী সদস্য, বাংলাদেশ সোসাইটি ফর অ্যাডভান্সমেন্ট অফ ট্রপিক্যাল মেডিসিন (BAATM)
আজীবন সদস্য, বাংলাদেশে ইউকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বিশেষজ্ঞ সদস্য, ইউএসটিসি গবেষণা সেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)
গবেষণা
[সম্পাদনা]অধ্যাপক সিদ্দিকী ২০১৯ সালে বাংলাদেশের কালো জাতের ছাগল- ব্ল্যাক বেঙ্গল ছাগলের জিনোম নকশা উন্মোচনের নেতৃত্ব দেন।।[১] ২০২০ সালের এপ্রিলে সিভাসুতে কোভিড-১৯ সনাক্তকরণের কাজ শুরুর পর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস এর যৌথ প্রতিষ্ঠায় চট্টগ্রাম অঞ্চলের নমুনা থেকে প্রাপ্ত নতুন করোনা ভাইরাসের জিনোম সিকুয়েন্স উন্মোচন করেন।[৪] এছাড়াও অধ্যাপক সিদ্দিকী নেক্সটজেন নামক একটি জৈব তথ্যবিজ্ঞান কোম্পানির প্রতিষ্ঠাতা।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "ব্ল্যাক বেঙ্গল ছাগলের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- ↑ Siddiki, Amam; Billah, Masum; Alam, Mohammad; Shawrob, Kazi Shefaul Mulk; Kumkum, Mahadia; Saha, Sourav; Chowdhury, Muntaha; Rahman, Atif H.; Stear, Michael (২০১৯-০৭-০৩)। "Complete mitochondrial genome sequence of Black Bengal goat (Capra hircus)"। Mitochondrial DNA Part B। 4 (2): 2121–2122। ডিওআই:10.1080/23802359.2019.1623098।
- ↑ "CVASU lab starts testing coronavirus"। ডেইলি সান। ২৫ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- ↑ "Five mutation points found in coronavirus genome in the region-Researchers in Ctg find after sequencing patient samples"। ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- ↑ "নেক্সটজেন ইনফরমেটিক্সের ওয়েবসাইট"। nextgen informatics.com। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
Personal webpage: https://cvasu.ac.bd/user-profile/29
Google scholar profile: https://scholar.google.com/citations?user=XRMWHuoAAAAJ&hl=en
Researchgate profile: https://www.researchgate.net/profile/Amam-Siddiki
Linkedin profile: https://www.linkedin.com/in/amam-siddiki-724689221/?originalSubdomain=bd
ORCID ID: https://orcid.org/my-orcid?orcid=0000-0003-2990-4022
Social media page: https://www.facebook.com/zonaed.siddiki
বহিঃসংযোগ
[সম্পাদনা]- এএমএএম জোনায়েদ সিদ্দিকী ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুলাই ২০২০ তারিখে — চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়