আলাপ:অসহযোগ আন্দোলন (১৯৭১)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভালো নিবন্ধ অসহযোগ আন্দোলন (১৯৭১) ইতিহাসবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
অক্টোবর ৯, ২০২২ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:অসহযোগ আন্দোলন (১৯৭১)/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Yahya (আলাপ · অবদান) ১০:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

উত্তীর্ণ[সম্পাদনা]

অভিনন্দন @MS Sakib:। প্রধান পাতার জন্য সারাংশ তৈরি করে দেওয়ার অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:১৯, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Yahya কে নিবন্ধটি পর্যালোচনা করার জন্য @MS Sakib কে নিবন্ধটি তৈরির জন্য অভিনন্দন এবং ধন্যবাদ। আশাকরি ভবিষ্যতে এরকম আরো মূল্যবান নিবন্ধ লিখে যাবেন। মেহেদী আবেদীন ১৮:২৩, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya, Mehediabedin: আমি নিচে একটি সূচনাংশ যোগ করেছি। এই সম্পর্কে আপনাদের কোনও সংশোধনমূলক পরামর্শ থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন। ≈ MS Sakib  «আলাপ» ২১:৪৭, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MS Sakib কোন আপত্তি নেই। মেহেদী আবেদীন ২১:৫০, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫১ইয়াহিয়া (আলাপঅবদান) - ২২:৪২, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রধান পাতার জন্য সূচনাংশ[সম্পাদনা]

১৯৭১ সালের অসহযোগ আন্দোলন হচ্ছে সেবছরের মার্চে পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সাধারণ জনগণ কর্তৃক তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পরিচালিত একটি ঐতিহাসিক আন্দোলন। ১ মার্চে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর জনগণের স্বতস্ফুর্ত আন্দোলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২ মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলমান থাকে। মোট ২৫ দিন স্থায়ী হয় এই আন্দোলন। এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। ২৫ মার্চে মধ্যরাত থেকে পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত গণহত্যা অপারেশন সার্চলাইটের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পাশাপাশি এই আন্দোলনের ইতি ঘটে। এর চুড়ান্ত ফলাফল হিসেবে একই বছরের ১৬ ডিসেম্বরে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যূদয় হয়। বাকি অংশ পড়ুন...

উপ-অনুচ্ছেদ[সম্পাদনা]

@Mehediabedin ভাই! ঘটনাপ্রবাহকে তিনটি উপ অনুচ্ছেদে ভাগ করুন।

  • ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত
  • ৭ থেকে ১৬
  • ১৭ থেকে ২৪ এভাবে ভাগ করা যেতে পারে। তাইলে সুন্দর দেখাবে।

Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:০৫, ৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@DeloarAkram করা যেতে পারে। তবে কিছু বইতে দ্বিতীয় পর্যায় শুরু করা হয়েছে ৮ তারিখ থেকে তাই আমি প্রথম অনুচ্ছেদ ৭ই মার্চ পর্যন্ত রাখতে আগ্রহী। মেহেদী আবেদীন ০৮:১১, ৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin হ্যা, আমি সেটা বিবেচনা করেই বলেছি। ৭ মার্চে আসলেই এই আন্দোলনের নতুন দুয়ার উম্মোচিত হয়েছিলো। সেইজন্য ৭ তারিখটাকে ২য় পর্যায়ের সূচনার প্রস্তাব দিয়েছি। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:২১, ৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@DeloarAkram ২য় পর্যায়ে ৭ মার্চ অংশ রেখে দেখলাম প্রথম পর্যায়ের সাথে দ্বিতীয় পর্যায়ের সম্পর্ক স্থাপন হচ্ছেনা। আবার আরেকটা সমস্যা হলো ৭ মার্চ দ্বিতীয় পর্যায়ে রাখলে প্রথম অনুচ্ছেদে আসে ৬টা দিন, আর দ্বিতীয় পর্যায়ে ১০টা দিন। তাই দিন সংখ্যার সামঞ্জস্যের জন্য ৭ মার্চ প্রথম অনুচ্ছেদে রাখলাম। মেহেদী আবেদীন ০৯:০৮, ৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin ঠিক আছে রাখেন। Deloar Akram (আলাপঅবদানলগ) ১১:৪৯, ৭ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

স্থিতিশীলতা[সম্পাদনা]

@Mehediabedin এবং MS Sakib: নিবন্ধটি ইতোমধ্যে ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ। এটা বারবার সম্পাদনা করে পরিবর্তন করাটা কি উচিত হচ্ছে? ভালো নিবন্ধের অন্যতম গুণাবলি হচ্ছে নিবন্ধ স্থিতিশীল অর্থাৎ বারবার পরিবর্তনযোগ্য নয় এমন হতে হবে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:১৫, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Al Riaz Uddin Ripon দুঃখিত। আসলে কিছু ছোটখাটো বিষয় ছিলো সেগুলো মিটে গেছে। নতুন করে আর কোন পরিবর্তন আমার পক্ষ থেকে হবেনা। শেষ সম্পাদনাটা করেছিলাম কারণ তিনটি অনুচ্ছেদ একটি অনুচ্ছেদে রাখা হয়েছিলো আর ফোনে এতো বড় অনুচ্ছেদ সম্পাদনা করতে গেলে আঁটকে যায়। কিন্তু এসবের বাইরে মূল তথ্যের কোন পরিবর্তন ঘটেনি। মেহেদী আবেদীন ১৮:২২, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon সাম্প্রতিক ফরম্যাট পরিবর্তন করার সম্পাদনার বিষয়টি মেহেদী ভাই ব্যাখ্যা করেছেন। সম্পাদনা করা-বাতিল করা অবশ্যই স্থিতিশীলতা নষ্ট করে। কিন্তু আপনার সার্বিক বক্তব্য আমি পুরোপুরি বুঝতে পারিনি। আমার প্রশ্ন হচ্ছে, ভালো নিবন্ধ হওয়ার পর কি আর সেটাতে তথ্য যোগ, সংশোধন বা সম্প্রসারণ করা যাবে না? যদি করা না যায়, তাহলে ভালো নিবন্ধের আরও উন্নতি করার সম্ভব হলে, কী করতে হবে? ≈ MS Sakib  «আলাপ» ২২:০৭, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin এবং MS Sakib: :আমি সাম্প্রতিক ফরম্যাট পরিবর্তনের কারণে মন্তব্য করিনি। নিবন্ধটি ৯ তারিখ ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ হওয়ার পর থেকেই সম্পাদনা হচ্ছে। নিশ্চয় এটি যাচাই-বাছাইয়ের পরই ভালো নিবন্ধ হয়েছে সেক্ষেত্রে অতীতের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক নিবন্ধটি বারবার পরিবর্তন অপ্রয়োজনীয়। আর যদি প্রয়োজন দরকার হতো তাহলে তা আগে করলে ভালো ছিলো। তবে, ভালো নিবন্ধ সম্প্রসারণ/সংশোধন করতে পারবে না এমনটা বলছি না প্রয়োজন অনুসারে করা যাবে কিন্তু সম্প্রতি ভালো নিবন্ধ হওয়ার পর থেকেই প্রতিদিন সম্পাদনাটা ভালো দেখায় না। আশা করি বুঝাতে পেরেছি। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:১৪, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Al Riaz Uddin Ripon: বুঝতে পেরেছি। ধন্যবাদ। ≈ MS Sakib  «আলাপ» ০৭:৩৯, ১৩ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]