আলাপ:অসহযোগ আন্দোলন (১৯৭১)/ভালো নিবন্ধ ১

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Yahya কর্তৃক ১ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Yahya (আলাপ · অবদান) ১০:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:

উত্তীর্ণ[সম্পাদনা]

অভিনন্দন @MS Sakib:। প্রধান পাতার জন্য সারাংশ তৈরি করে দেওয়ার অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:১৯, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya কে নিবন্ধটি পর্যালোচনা করার জন্য @MS Sakib কে নিবন্ধটি তৈরির জন্য অভিনন্দন এবং ধন্যবাদ। আশাকরি ভবিষ্যতে এরকম আরো মূল্যবান নিবন্ধ লিখে যাবেন। মেহেদী আবেদীন ১৮:২৩, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya, Mehediabedin: আমি নিচে একটি সূচনাংশ যোগ করেছি। এই সম্পর্কে আপনাদের কোনও সংশোধনমূলক পরামর্শ থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন। ≈ MS Sakib  «আলাপ» ২১:৪৭, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib কোন আপত্তি নেই। মেহেদী আবেদীন ২১:৫০, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫১ইয়াহিয়া (আলাপঅবদান) - ২২:৪২, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রধান পাতার জন্য সূচনাংশ[সম্পাদনা]

১৯৭১ সালের অসহযোগ আন্দোলন হচ্ছে সেবছরের মার্চে পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সাধারণ জনগণ কর্তৃক তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পরিচালিত একটি ঐতিহাসিক আন্দোলন। ১ মার্চে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর জনগণের স্বতস্ফুর্ত আন্দোলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২ মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলমান থাকে। মোট ২৫ দিন স্থায়ী হয় এই আন্দোলন। এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। ২৫ মার্চে মধ্যরাত থেকে পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত গণহত্যা অপারেশন সার্চলাইটের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পাশাপাশি এই আন্দোলনের ইতি ঘটে। এর চুড়ান্ত ফলাফল হিসেবে একই বছরের ১৬ ডিসেম্বরে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যূদয় হয়। বাকি অংশ পড়ুন...