আমিনুল ইসলাম মিন্টু
অবয়ব
আমিনুল ইসলাম মিন্টু | |
---|---|
জন্ম | আনু. ১৯৩৯ |
মৃত্যু | ১৮ ডিসেম্বর ২০২০ |
মৃত্যুর কারণ | কোভিড-১৯ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | চিত্রসম্পাদক |
কর্মজীবন | ১৯৬৫–২০০২ |
উল্লেখযোগ্য কর্ম | গরীবের বউ অজান্তে |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৪র্থ বার) |
আমিনুল ইসলাম মিন্টু (আনু. ১৯৩৯–১৮ ডিসেম্বর ২০২০) একজন বাংলাদেশী চিত্রসম্পাদক।[১] সুদীর্ঘ কর্মজীবনে তিনি ৪ বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক পুরস্কার লাভ করেন। আঘাত (১৯৮৬), অপেক্ষা (১৯৮৭), গরীবের বউ (১৯৯০) এবং অজান্তে (১৯৯৬) চলচ্চিত্রে কাজ করে তিনি এই পুরস্কার পান।[২]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]- মালা (১৯৬৫)
- আখেরি স্টেশন (১৯৬৫)
- চকোরী (১৯৬৭)
- চাঁদ অউর চাঁদনী (১৯৬৮)
- পীচ ঢালা পথ (১৯৬৮)
- দাগ (১৯৬৯)
- বিজলী (১৯৬৯)
- দি রেইন (১৯৭৬)
- কি যে করি (১৯৭৬)
- যাদুর বাঁশি (১৯৭৭)
- সারেং বৌ (১৯৭৮)
- অঙ্গার ১৯৭৮)
- অনুরাগ ১৯৭৯)
- জিঞ্জির ১৯৭৯)
- আরাধনা (১৯৭৯)
- রজনীগন্ধা (১৯৮২)
- নান্টু ঘটক (১৯৮২)
- রাজিয়া সুলতানা (১৯৮৪)
- চন্দন দ্বীপের রাজকন্যা (১৯৮৪)
- আওয়ারা (১৯৮৫)
- আঘাত (১৯৮৬)
- অপেক্ষা (১৯৮৭)
- দিদার (১৯৮৭)
- সারেন্ডার (১৯৮৭)
- সন্ধি (১৯৮৭)
- হিসাব চাই (১৯৮৮)
- ব্যথার দান (১৯৮৯)
- নবাব সিরাজউদ্দৌলা (১৯৮৯)
- বিধাতা (১৯৮৯)
- গরীবের বউ (১৯৯০)
- আখি মিলন (১৯৯০)
- মায়ের দোয়া (১৯৯০)
- দাঙ্গা ফ্যাসাদ (১৯৯০)
- চোরের বউ (১৯৯২)
- অবুঝ সন্তান (১৯৯৩)
- অন্ধ প্রেম (১৯৯৩)
- কালিয়া (১৯৯৪)
- বাংলার নায়ক (১৯৯৫)
- স্বপ্নের পৃথিবী (১৯৯৬)
- নির্মম (১৯৯৬)
- অজান্তে (১৯৯৬)
- প্রাণের চেয়ে প্রিয় (১৯৯৭)
- সাগরিকা (১৯৯৮)
- কাজের মেয়ে (১৯৯৯)
- এরই নাম দোস্তী (২০০১)
- শ্বশুরবাড়ী জিন্দাবাদ (২০০২)
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৮৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | আঘাত | বিজয়ী |
১৯৮৭ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | অপেক্ষা | বিজয়ী |
১৯৯০ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | গরীবের বউ | বিজয়ী |
১৯৯৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রসম্পাদক | অজান্তে | বিজয়ী |
মৃত্যু
[সম্পাদনা]আমিনুল ইসলাম মিন্টু ১৮ ডিসেম্বর ২০২০ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল"। banglanews24.com। ২৪ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৫।
- ↑ "National Award winning cinematographer Aminul Islam Mintu dies of Covid-19"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২০।