ড্রেসিং টেবিল (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড্রেসিং টেবিল
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকআবু সাইয়ীদ
প্রযোজকফরিদুর রেজা সাগর
ইবনে হাসান খান
রচয়িতাআবু সাইয়ীদ
শ্রেষ্ঠাংশে
সুরকারআবু সাইয়ীদ
চিত্রগ্রাহকআবু সাইয়ীদ
সম্পাদকআবু সাইয়ীদ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি
স্থিতিকাল৯৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

ড্রেসিং টেবিল আবু সাইয়ীদ পরিচালিত ২০১৬ সালের রহস্য চলচ্চিত্র। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক আবু সাইয়ীদ নিজেই।[২] ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম[৩] এতে অভিনয় করেছেন তারিন রহমান, এ কে আজাদ, নাদিয়া নদী, কে এস ফিরোজ, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।[৪] ২০১৬ সালের ২৭ আগস্ট ৪০তম মন্ট্রিয়ল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ ছবিটির প্রিমিয়ার হয়।[১]

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

শিলা আর রুহুল সম্প্রতি বিয়ে করেছে। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের অভাব অনটনের সংসার। গুছিয়ে তুলতে পারে নি অনেক কিছু। গৃহস্থালীর অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখনো কেনা হয় নি তাদের। তেমনি একটি আসবাব হল ড্রেসিং টেবিল। একদিন রুহুল একটি পুরাতন ড্রেসিং টেবিল নিয়ে বাড়িতে ফিরে। শিলা খুশি হয়। পরের পরিষ্কার করতে গিয়ে ড্রয়ারে সে একটি পুরনো ডায়েরি পায়। প্রথমে একটু সংকোচ বোধ করলেও পরে এক রাতে সে ডায়েরিটা পড়া শুরু করে। ২-৩ পৃষ্ঠা পড়ার পর কৌতূহল থেকে সে পুরো ডায়েরি পড়ে। ডায়েরি পড়ে সে অনেক কিছু জানতে পারে এবং পড়া শেষে সে ড্রেসিং টেবিলের সামনে যায়। সে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে আবিষ্কার করে। শুরু হয় তার নতুন জীবন।

কুশীলব[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই থেকে।[৫] শ্যুটিং হয় ঢাকা এবং পুবাইলে।[৬] ছবিটির শ্যুটিং শেষ হয় ২ আগস্ট।[৭] সম্পাদনার পর ৭ আগস্ট ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়।[৮]

মুক্তি[সম্পাদনা]

২০১৬ সালের ২৭ আগস্ট কানাডার মন্ট্রিয়ালে আয়োজিত ৪০তম মন্ট্রিয়াল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ ড্রেসিং টেবিল চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়।[৯] ২০১৭ সালে ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে ছবিটির টিভি প্রিমিয়ার হয়।[১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মন্ট্রিয়েল চলচ্চিত্র উৎসবে ড্রেসিং টেবিল"দৈনিক ইনকিলাব। ২৭ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ 
  2. "মুক্তির অপেক্ষায় 'ড্রেসিং টেবিল'"দৈনিক সমকাল। ৩ আগস্ট ২০১৬। ১০ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ 
  3. "চলচ্চিত্রের নাম 'ড্রেসিং টেবিল'"দৈনিক ভোরের কাগজ। ৪ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "আবু সাইয়ীদের 'ড্রেসিং টেবিল'"। বাংলা মুভি ডেটাবেজ। জুলাই ৩০, ২০১৬। ২০ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ 
  5. "জন্মদিনে 'ড্রেসিং টেবিল' নিয়ে আবু সাইয়ীদ"। দ্য রিপোর্ট। আগস্ট ১, ২০১৬। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ 
  6. "Shooting of Abu Sayeed's 'Dressing Table' underway"দ্য ইনডিপেন্ডেন্ট। ৩১ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ 
  7. "শেষ হলো 'ড্রেসিং টেবিল' চলচ্চিত্রের কাজ"দৈনিক মানবজমিন। ৪ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ 
  8. "সেন্সরে 'ড্রেসিং টেবিল'"। প্রিয়.কম। ৯ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "মন্ট্রিয়ল উৎসবে 'ড্রেসিং টেবিল'"বণিকবার্তা। আগস্ট ২৬, ২০১৬। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "ঈদে টিভিতে ছয় নতুন সিনেমা"বণিকবার্তা। জুন ১০, ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]